নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন মানবদেহ সম্পর্কে অজানা ২৩ টি মজার তথ্য

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

মানবদেহ নিয়ে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। যুগ যুগ ধরেই মানদেহের প্রতিটি অঙ্গ নিয়ে গবেষণা হয়ে আসছে। আর প্রতিদিনি গবেষণা থেকে বের হয়ে আসছে বিভিন্ন ধরণের অবাক করে দেয়ার মত তথ্য। চলুন আজ তাহলে জেনে নিই আমাদের দেহ সম্পর্কে এমন কিছু তথ্য যা আমাদের কাছে অজানা।
১। আমাদের দেহের রক্তে ঠিক সেই পরিমানে লবণ আছে যতটুকু লবন একটি সমুদ্রে আছে।
২। প্রতিদিন আমাদের হৃদপিণ্ড ১০০ বার আমাদের দেহে রক্ত প্রবাহিত করে।
৩। আমাদের চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন।
৪। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
৫। আমাদের দেহে প্রায় ১০০ বিলিয়ন এর বেশি নার্ভ সেল রয়েছে।
৬। আমরা কখনোই চোখ খুলে হাঁচি দিতে পারিনা।
৭। একটি শক্ত পাথর থেকে আমাদের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৮। আমাদের মুখে যেকোন খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৯। প্রতিটি মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
১০। বাচ্চারা বসন্ত কালে খুব দ্রুত বড় হয়।
১১। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
১২। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
১৩। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
১৪। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে।
১৫। আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
১৬। জিভ আমাদের দেহের সবচাইতে শক্তিশালী পেশি।
১৭। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
১৮। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
১৯। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
২০। আমরা যখন হাঁচি দেই তখন যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল বেগে আমাদের নাক থেকে বের হয়।
২১। আমাদের দেহের সবচেয়ে বড় হাড় হল যার ওপর নির্ভর করে আমরা বসে আছি।
২২। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
২৩। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

কসমিক- ট্রাভেলার বলেছেন:








+++++++++++


২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

 বলেছেন: +++

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: কিছু কিছু জানা ছিল আর কিছু নতুন জানলাম ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

ফয়সাল খালাসী বলেছেন: ১। আমাদের দেহের রক্তে ঠিক সেই পরিমানে লবণ আছে যতটুকু লবন একটি সমুদ্রে আছে।
৮। আমাদের মুখে যেকোন খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।


.....বিশ্বাস হয় না। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.