![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
সূত্র : bd24live.com. ২০১৪ আগস্ট ২২ ১৪:৫৬:১৫
এক নজরে দেখে নিন সিঙ্গাপুরের কিছু জানা অজানা তথ্য-
১. সিঙ্গাপুরের এক হাজার ডলারের নোটের পিছনে দেশের জাতীয় সঙ্গীত লেখা থাকে। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত হল মালয় ভাষায়, 'মাজুলা সিঙ্গাপুর' বা সিঙ্গাপুর এগিয়ে চলো।
২. সিঙ্গাপুরে চারটি সরকারি ভাষা রয়েছে। ইংরেজি, মান্দারিন, মালয়ের সঙ্গে রয়েছে তামিল ভাষাও।
৩. সিঙ্গাপুরের নাগরিকরা বেশিরভাগ কথার শেষে 'লা' শব্দটি ব্যবহার করেন। এই যেমন 'ওকে'কে বলেন 'ওকে-লা', 'থ্যাঙ্কউ' বলার সময় বলেন 'থ্যাঙ্কউ-লা'
৪ পাঁচ বা তার বেশি লোকজনের ক্ষেত্রে কোথাও জড়ো হতে গেলে পুলিসের নানা কড়া নিয়মাবলি মানতে হয়।
৫. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।
৬. রাত দশটার পর দুজনের বেশি লোক জমায়েত হওয়া অবৈধ।
৭. সিঙ্গাপুরে মাত্র একটাই দল রয়েছে। দলটির নাম 'পিপলস অ্যাকশন পার্টি'। ১৯৫৯ সাল থেকে 'পিপলস অ্যাকশন পার্টি' দেশের ক্ষমতায় রয়েছে। ভোট পরিচালনা করে এই দলই।
৮. সমকামিতা এখানে বেআইনি, তবে জুয়া আইনসিদ্ধ। ২০১০ সালে পাবলিক টয়েলটে ২৮ বছরের যুবকের সঙ্গে ওরাল সেক্স করার অপরাধে ৩ হাজার ডলার জরিমানা হয় ৪০ বছরের এক পুরুষের।
৯. ১৯০৫ সাল থেকে মোট ৬ বার টাইম জোন পরিবর্তন করে সিঙ্গাপুর। ১৯৮২ সালে সিঙ্গাপুর শেষবার তাদের টাইম জোন পরিবর্তন করে। এখন সিঙ্গাপুরের টাইম জিএমটি-র থেকে আট ঘণ্টা এগিয়ে।
১০. সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম হাঁটা মানুষ (Fastest walking speed)। ১০.৫৫ সেকেন্ডে সিঙ্গাপুরিয়ানরা হাঁটে ১৮ মিটার, মানে ঘণ্টায় ৬.১৫ কিলোমিটার। সেখানে ভারতীয়দের হাঁটার গতি ঘণ্টায় গড়ে ঘণ্টায় ৫ কিলোমিটার।
১১. ২০০৫ সালে জুয়াকে আইনসিদ্ধ করে সিঙ্গাপুর।
১২. নিজের ঘরের মধ্যে নগ্ন থাকলেও আইনত শাস্তি হতে পারে সিঙ্গাপুরের নাগরিকদের। কারণ আইনঅনুযায়ী নগ্ন অবস্থায় কেউ দেখে ফেললেই যিনি নগ্ন ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।
১৩. সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কেনা বেচার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কিনলে বা বেচলে ৩ মাসের জেল ও মোটা টাকার জরিমানা হয়।
১৪. আত্মহত্যার চেষ্টা করা সিঙ্গাপুরে আইনবিরুদ্ধ কাজ। পেনাল কোডের ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে মানুষদের জেল হয় সিঙ্গাপুরে।
১৫. ইন্টারনেট পর্নোগ্রাফির উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
১৬. ইন্টারনেটে গান বা সিনেমা ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। ২০০৬ সালে সিঙ্গাপুরের দুই নাগরিককে গান ডাউনলোড করার অপরাধে গ্রেফতার করা হয়।
১৭. অনুমতি না নিয়ে কাউকে জড়িয়ে ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।
১৮. সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা জরিমানার শহর। কারণ বিভিন্ন ছোট ছোট কারণে এখানে জরিমানার ব্যবস্থা আছে।
১৯. বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হওয়া জায়গা গুলির মধ্যে অন্যতম হল সিঙ্গাপুর। বছরে গড়ে ১৭১ বার বাজ পড়ে এই শহরে।
২০. ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ। কারণ চুইংগামে পথচারীদের অসুবিধা হয়।
২১. সিঙ্গাপুরিয়ানরা সন্ধ্যা সাড়ে সাতটের মধ্যে ডিনার সেরে ফেলেন।
২২. সিঙ্গাপুরে কোথাও কোথাও পার্কিংয়ের ক্ষেত্রে একটা গাড়ি সামনে, পরেরটা পিছনে, তারপরেরটা আবার সামনের দিকে মুখ করে রাখতে হয়।
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৭
মাহবু১৫৪ বলেছেন:
+++++++
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৩
সহজ সরল সাধারন মানুষ বলেছেন: Visit Visa
Thailand : 4,500 /- BDT
Malaysia : 4000 /- BDT
Singapore : 3100 /- BDT (without Invitation)
Singapore : 6,500 /- BDT (with Invitation)
Indonesia : 6,200 /- BDT
Philippine : 6500 /- BDT
Myanmar : 6,500 /- BDT
Hong Kong: 8,500 /- BDT (Regular)
Hong Kong: 30,000/- BDT (VIP) Only 3 Days
Vietnam: 16,800 /- BDT with approval and Visa stamping.
Cambodia: 16,500 /- BDT with approval and Visa stamping.
Dubai Transit Visa : 14,000 /- BDT
USA : 6000 /- BDT (Service Charge only)
UK : 6000 /- BDT (Service Charge only)
Canada : 6000 /- BDT (Service Charge only)
Australia: 6000 /- BDT (Service Charge only)
Shenzhen: 6,000 /- BDT (Service Charge only)
China: Visited before - Cost 14,000/-, Visited 3 countries by air (Except India/Nepal) - Cost 19,000/-, Visited 1/2 countries by air (Except India/Nepal) - Cost 21,000/-, Visited only India/Nepal - Cost 26,000/-
FRESH PASSPORT- Cost 36,000/- Condition Applied, Double entry China visa Cost - 24,000/-, 1 year multiple business visa Cost - 28,000/-, 2 year multiple business visa Cost – 38,000/-
Foreign Travel Bureau Bangladesh Limited
Contact: 374/3, Mirpur-1, Dhaka.
+8801536227403
https://www.facebook.com/foreigntravelbureau/
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫২
জ্যানাস বলেছেন: ২১ নং এবং ৬ নং এর ব্যাপারে সন্দেহ আছে। অবশ্য আমি শেষবার গিয়েছি ২০১০ এ। এরপর আইন হতে পারে। ৭নং ও ভুল রাজনৈতিক দল আরো কয়েকটি আছে তবে সিঙ্গাপুরের বিশেষ ধরনের নির্বাচনি নিয়ম জন্য স্বাধিনতার পর থেকে বর্তমান পার্লামেন্ট এর আগে পর্যন্ত পিএপি ছাড়া আর কোন দলের প্রার্থি বিজয়ি হয়নি। বর্তমান পার্লামেন্ট এই প্রথম বারের মত একটি যোনে বিরোধি দল বিজয়ি হয়েছে।