![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাই বিড়ি খাই।
ব্রান্ড ম্যারিজ। খাঁটি দেশি ব্রান্ড
কোন সন্দেহ নাই। আমার এই
বিড়ি খাওয়াতে বাঁচে একটি বিড়ি কোম্পানী,
বাঁচে বিড়ি শ্রমিক, বাঁচে অনেক
বেকারের কর্মসংস্থান,
বাঁচে অনেকগুলো পরিবারের
বেঁচে থাকার স্বপ্ন। তার চেয়ে বড়
কথা দেশ পায় রাজস্ব,
যা দিয়ে আমাদের জন্য বানায়
রাস্তা ঘাট পুল কালভার্ট কিংবা বড়
বড় পদ্মা সেতু। দেশপ্রেমের
চোটে কবে যে আবার
বাংলা ধইরালাই তার ঠিক নাই।
কথা দিলাম ফেন্সী ধরুমনা, কারন
ওইটা চোলাই পথে আসে, আমাদের
ট্যাক্স ফাঁকি দেয়।
দেশে নাকি ভাল গাঞ্জার চাষ হয়।
কৃষক
বাঁচাতে এগিয়ে আসা প্রতিটি দেশপ্রেমিকের
নৈতিক দায়িত্ব। শুনেছি সরকারের
লাইসেন্স নিয়ে রমরমা আমাদের
বেশ্যালয়গুলো। দেশপ্রেমের সর্বোচ্চ
সীমায় না গেলে কিভাবে বলব,
আমি একজন দেশপ্রেমিক।।
©
©somewhere in net ltd.