![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীত পড়তে শুরু করেছে। রাত হলেই কুয়াশার চাদরে ঢাকছে জনপদ। আর আমরা নেমে পড়েছি জয় করতে শীতের রাত। আমরা যুদ্ধে নেমে পড়েছি, অস্র আমাদের সাহস, প্রতিপক্ষ শীত, আর জয়ের মুকুট হিসেবে আমাদের জন্য হাতছানি দিচ্ছে অমুল্য হাসির ফোয়ারা। এই হাসি ফোটাতে আমাদের প্রয়োজন সবার সহযোগিতা। আজ থেকে আমরা পুরোদমে টাকা সংগ্রহে নামছি। আপনি আপনার সামর্থ্যে যা আছে শীতার্তদের জন্য সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি। এছাড়াও আপনার নতুন কিংবা পুরাতন, পরিত্যাক্ত কাপড়ও দান করতে পারেন। শুধু একটি রাত বাইরে বেরিয়ে দেখে যান তাদের কষ্ট, তাদের কাঁপুনি। আমি হলফ করে বলতে পারি তাহলে আপনি এগিয়ে আসবেনই। নিচের দেয়া নাম্বারগুলোতে আর্থিক সাহায্য পাঠাতে পারেনঃ *
01613049060 (বিকাশ, পার্সোনাল)
**01913049060 ( বিকাশ, পার্সোনাল)
**019130490608 (ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং)
দূর করবই ক্রন্দনের সুর
খুশীতে নেই মানা
সুখের ছায়ায় ঘুচাব দুঃখ
মেলেছি স্বপ্নডানা।
"স্বপ্নডানা"র পক্ষ থেকে সবাই জন্য রইলো শুভকামনা
https://www.facebook.com/shwapnodanabd?ref=hl
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
হেল্পফুল হাব বলেছেন: নিঃসন্দেহে ভালো কাজ। আপনাদের উদ্দেশ্য সফল হোক। অনুরূপ আরেকটি প্রজেক্ট।