![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
তোমার অধরের যে সুধা,
তুমি আমাকে পান করতে শিখায়াছো অনুরাধা ।
তুমি আমাকে শুনায়াছো পত্র পল্লবের ছন্দ,
তুমি শিখায়াছো বৃষ্টিতে ভেজার, যে আনন্দ ।।
তোমার কোমল দুহাতখানি ধরে,
শিখায়াছো হাটার আনন্দ নদীর ধারে,
তুমি আমাকে দিয়াছো নতুন প্রান,
কী করে গাইতে হয় জীবনের গান ।
আমি তোমার কাছে, হয়ে গেলাম চিরঋণী,
তোমার এই অবদান ভুলবো না কোনদিনই ।
আজ এই কৃতজ্ঞ ভরা চোখে,
শুনতে চাই কিছু কথা তোমার মুখে
তুমি যে আমার জন্য, এত কিছু করলে,
শুধুই কী বন্ধুত্বের টান,
নাকি আমায় ভালোবাসো,
মুখ ফুটে বলতে পারোনা অভিমান ।
আমি যে তোমার দেখানো পথে, পথ চলেছি,
জানা অজানাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি ।
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
পরাধীন বাংগালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি তোমার কাছে, হয়ে গেলাম চিরঋণী,
তোমার এই অবদান ভুলবো না কোনদিনই ।
আজ এই কৃতজ্ঞ ভরা চোখে,
শুনতে চাই কিছু কথা তোমার মুখে ।''-----------সুন্দর ভীষণ