নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

সকাল হবে কবে ?

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:০২

তিন বছর বয়সে পিতা মাতা হারানো ১৩ বছরের এই রিনা নামের এতিম শিশুটিকে ধর্ষনের পর নির্মম ভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় ভুট্টা খেতে ।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয় ।
এই ছবিটি দেখার পর আমাদের ভালো মানুষের মুখোশধারী, ভদ্রবেশী সমাজের মধ্যে অনেক হায়েনার জিভ লালাসায় চুক চুক করে উঠবে, লোলাপু দৃষ্টি চিক চিক করে উঠবে লাশের কোন গোপানাঙ্গ দেখার জন্য । আর আমরা যারা সোস্যাল মিডিয়া টাকে শুধু মাত্র মজার জন্যই ব্যাবহার করি তারা এইটা আর এমন কি বলে এড়িয়ে যাবো । আমরা কি অপেক্ষায় থাকি যে পর্যন্ত আঘাত টা আমার ঘাড়ে এসে না পড়বে তার আগে কোন প্রতিবাদ করবো না ? এখনই ভাবার সময় আমরা কি করবো ? ভাবুন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন । নয়তো আমাদের পরিবারের কেউ একদিন এভাবে নৃশংসতার শিকার হয়ে মারা যাবে । সেই দিন খুব বেশী দূরে নয় !!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


শালার ঐ দিকের মানুষগুলো মোটামুটি হারামী

২| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫

পরাধীন বাংগালী বলেছেন: ভাই ঐদিক আর এইদিক কোন পার্থক্য নাই । নইলে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ঘটনা ঘটলো কেন ?

৩| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অ-মানুষের বসবাস মানুষেরই মাঝে
মুখোশ পরা মানুষ গুলি অমানুষ হয় কাজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.