![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
৯০ শতাংশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, কোরবানি ঈদের সময় হাজারো সরকারী বিধি নিষেধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় । নিদির্ষ্ট সময় ছাড়া কোরবানির পশু শহরে ঢুকতে পারবেনা, নিদির্ষ্ট স্থান ছাড়া পশু কোরবানি করা যাবে না আরো শত কত বিধি নিষেধ ।
দাড়ি টুপি দেখলেই ব্যাঙ করা হয় । মাদ্রাসা শিক্ষায় শত বেড়াজাল ।
অথচ পূজা হয় সরকারী পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় নিরাপত্তায়, সরকারী বিদ্যুতের আলোকসজ্জায় তাও বিনা মুল্যে !! পূজার আয়োজন দেশের অবস্থা দেখলে মনে হয় ভারতের ২৯ তম প্রদেশে বসবাস করছি । সুরঞ্জিত বাবুর কথা শুনলে মনে হয় যেন গুজরাটেই আছি ।
আমার দেশে মহরমের তাজিয়া মিছিলে বোমা হামলায় সরকার থাকে উদাসীন অথচ আজকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বুদ্ধ ধর্ম প্রসারে রাষ্ট্রীয় আয়োজন উদ্ভোধন করবেন ।
কেন এই মুসলমান বৈষম্য? নিছক কোন দুর্ঘটনা ঘটলেই স্বরাষ্ট্র মন্ত্রী জঙ্গি জঙ্গি হুজুগ তুলেন । ঘোলা পানিতে মাছ শিকার কার স্বার্থে ?
জবাব নেই প্রিয় মাতৃভূমি তোমার বাংলাদেশে .......
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭
পরাধীন বাংগালী বলেছেন: ???
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০
এরিক ফ্লেমিং বলেছেন: বিচ্ছিন্নতা সংখ্যা গরিষ্ঠকেও শক্তিহীন করে। আসলে শক্তি সংখ্যায় নয় সঙ্ঘবদ্ধতায়। খেয়াল করে দেখেন মুসলিমরা কত বিচ্ছিন্ন। সরকারের মদদপুষ্ট ওলামালীগ পর্যন্ত চুলাচুলি করে। সবাই যে যার স্বার্থে দল বানিয়ে বসে আছে। এক পরিবারে পাঁচ ভাই, সবাই ইসলামী দল করে, একজন জামাত তো আরেকজন হেফাজত এক ভাই তাবলীগ তো আরেক ভাই ওলামালীগ আরেকজন চর্মনাই। কেউ কাওকে দেকতে পারে না। তাহলে পুরা দেশের অবস্থা কি হতে পারে সহজেই বুঝা যায়।
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
পরাধীন বাংগালী বলেছেন: যথার্থ বলেছেন ভাই । একতার বিকল্প নাই ।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
অেসন বলেছেন: সরকারী বিধি নিষেধ যা বললেন তা কি ধর্মীয় কারনে নাকি জনস্বার্থে তা আগে জানুন। আর পারলে বিস্বের অন্যান্য মুসলিম দেশের সাথে তুলনা করে দেখুন। আপনারা যা চান তা হলে বাংলাদেশ হবে সিরিয়া বা পাকিস্তান।
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
পরাধীন বাংগালী বলেছেন: আপনার চাওয়া বাংলাদেশ নেপাল নইলে ভারত হউক ? ও! আপনারা তো ভারত ও চান না, আপনাদের চাওয়া হিন্দুস্থান !!! তাই নয় কি?
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
সজিব হাওলাদার বলেছেন: মনে হচ্ছে এদেশ সংখালঘিষ্ঠদের।তাদের স্বার্থ রক্ষাই যেন রাষ্ট্রের মূলনীতি।আর সংখ্যাগরিষ্ঠরা যেন নিজ দেশে পরবাসী।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
পরাধীন বাংগালী বলেছেন: আমার লেখার বক্তব্য ঠিক তাই ।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: আমরা অনেকটা ভারত শোষনাধীন উপনিবেশেই আছি!!!!!!
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২
পরাধীন বাংগালী বলেছেন: বৃহৎ প্রতিবেশীর প্রভাব অস্বীকার করা যায় না কিন্তু দাদাগিরি কাম্য না ।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬
চলন বিল বলেছেন: এই দেশ কাগজপত্রে এখনও বাংলাদেশ হিসেবেই আছে
প্র্যাক্টিকালি ইন্ডিয়ান ২৯ তম প্রদেশ।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২
পরাধীন বাংগালী বলেছেন: আমারও তাই মনে হয় ভাই ।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাহি ওসমানী বলেছেন: আশ্চর্য !!!!!!!!!!!!আপনি সেটা আজকে জানলেন????????? অপেক্ষা করুন আর ও অনেক কিছু দেখবেন!!!!!!!!!
হা হা হা.............ঠিক তাই।
এরিক ফ্লেমিং বলেছেন: বিচ্ছিন্নতা সংখ্যা গরিষ্ঠকেও শক্তিহীন করে। আসলে শক্তি সংখ্যায় নয় সঙ্ঘবদ্ধতায়। খেয়াল করে দেখেন মুসলিমরা কত বিচ্ছিন্ন।......................
চমৎকার বলেছেন।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
পরাধীন বাংগালী বলেছেন: বিচ্ছিন্ন আমরা না, আমাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, সাম্রাজ্যবাদীরা ।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
রানার ব্লগ বলেছেন: নিদির্ষ্ট সময় ছাড়া কোরবানির পশু শহরে ঢুকতে পারবেনা, নিদির্ষ্ট স্থান ছাড়া পশু কোরবানি করা যাবে না
এই আইনের মধ্যে ধর্ম আর ইসলাম বিরধী কি দেখলেন রে ভাই ????
অন্য ধর্মী অধিবাসী দের নিরাপত্তা দেয়ার আদেশ কিন্তু মদিনা সনদেই আছ।
নিজের মনের জোর বাড়ান দেখবেন কোন বাধাই বাধা মনে হবে না। সামান্য দুর্গা পুজার নিরাপত্তা নিয়ায়ই যদি নিজেকে ভারতীয় নাগরিক মনে হয় তাইলে ভাই ক্যমনে চলে। এত্ত দুর্বল দেশাত্ববোধ না থাকাই ভালো।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮
পরাধীন বাংগালী বলেছেন: আমি শুধু তুলনা করছি ভাই সংখ্যা লগিষ্ঠরা যে অবাধ সুযোগ টা পায়,সংখ্যাগরিষ্ঠরাও যেন সমান সুযোগ পায় । যতই প্রতিবেশীর প্রতি মায়া দেখান, তাই বলে নিজের বেডরুমে তাদের অবাধ পদচারনা নিশ্চয় সহ্য করবেন না ।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪
অেসন বলেছেন: আমি আপনাদের মত শরণার্থী হয়ে অন্য দেশের কাছে করুনা প্রাথি বা মানবাধিকার আশা করি না। আর শরণার্থী হলে হয়ত আপনাদেরও ভারত কিংবা বার্মা ছাড়া গতি নেই।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২
পরাধীন বাংগালী বলেছেন: বুঝি নাই ভাই হিন্দুস্থানি, বুঝিয়ে বলেন ।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
রানার ব্লগ বলেছেন: ভাই লেখক আপনি কি কি অবাধ সুজুগ পান না বিস্তারিত বলেন
আর আপনার অন্দর মহলে হিন্দু দাদা রা যদি উকি ঝুকি মারে এর জন্য আপনি ব্যবস্থা নিন, তবে দেখবেন ব্যবস্থা টা জেন ধংশজনক না হয়। অবশ্য আমার আপনার অন্দর মহলে হিন্দু মুসলিম খৃস্টান কার উকি মারার অধিকার না। তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
পরাধীন বাংগালী বলেছেন: প্রতিবাদ আপনার অধিকার, করতেই পারেন । আমার প্রতিবাদ লেখনীতে কোন ভাবেই ধ্বংসজনক ভাবে নয় । আমি আমার ইসলামি মুল্যবোধে বিশ্বাসী কিন্তু কোন ভাবেই মৌলবাদি নই ।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯
রানার ব্লগ বলেছেন: মূলত আমি প্রতিবাদ জানিয়েছি আমার অন্দর মহলে আমার অনুমতি ব্যতিত কেউ জদি উঁকি ঝুঁকি মারে এর জন্য।
আমি আপনাকে কোথাও মৌলবাদী বলিনি। একবারের জন্যও নয়।
আপনি কিছু কিছু জায়গায় কিছু কিছু লোকদের হিন্দুস্তানী বলে গালি দিয়েছেন, অথচ খোদ ভারতে বাংলাদেশের থেকে মুসলিম বাস করে, পাকিস্তানে বাংলাদেশের থেকে বেশি হিন্দু বাস করে। তাদের চুলকানি নাই সকল ঘা পাছরা আমাদের প্রস্থদেশে।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
পরাধীন বাংগালী বলেছেন: আমি হিন্দুস্থানি শব্দটা জেনেবুঝেই করছি ভাই । আপনি যখন বললেন ব্যাবস্থা ধ্বংস জনক যেন না হয়, তা স্মরণ করিয়ে দিতে যে আমি মৌলবাদি নই সেজন্য বলছি । আর ভারতে মুসলমানদের অবস্থা এখন কিরকম তা আপনি যদি না জেনে থাকেন তবে কিছু বলার নেই । আর যদি জেনে থাকেন তাহলে বলবো, আমার চুলকানি, ঘা, পাছড়া আমার প্রস্থদেশে নয় আমার বুকেও ।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
অেসন বলেছেন: আপনি মৌলবাদী নন, কিন্তু হিন্দুস্তানি বলে বার বার আক্রমন করছেন। এটা কোন বাদীর চরিত্র ? আপনি ব্লগে লিখেন অথচ বিরুদ্ধ মত
সহ্য করতে পারেন না।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
পরাধীন বাংগালী বলেছেন: হিন্দুস্থানি আপনাকে জেনে শুনেই বলছি । আগে হিন্দুস্থানি কাকে বলে তা জেনে নিবেন ।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
জনাব মাহাবুব বলেছেন: ঐক্যের অভাবে আমরা মুসলিমরা চারদিকে হেনস্থা, অপমান, লাঞ্চনার শিকার হচ্ছি।
বর্তমান সরকারতো টিকেই আছে হিন্দুস্থানের মদদে। অতএব তাদের জাতিকে তো খুশি রাখা বর্তমান সরকারের জন্য জরুরী।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২
পরাধীন বাংগালী বলেছেন: সেই বিষয়ে তর্কে যাবো না ভাই। তবে একটা কথা সত্য বিশেষ গোষ্ঠীকে প্রচ্ছন্ন সুবিধা দেয়া হচ্ছে তা নিশ্চিত ।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
অেসন বলেছেন: আপনি যখন জেনেশুনে বলেছেন, তখন কাকে বলে তা আপনিই বলে দিন।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
পরাধীন বাংগালী বলেছেন: জাকির নায়েকের হিন্দুস্থানি ব্যাখ্যাটা জেনে নিবেন দয়া করে ।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
মানবী বলেছেন: এধরনের উৎসব নিয়ে বাড়াবাড়ির পর্যায়ে আসার দীর্ঘদিন আগে থেকে মনে হয় ভারতের ২৯তম প্রদেশ।
ভেবে দেখুন......
*বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যে সয়লাব, ভারতে বাংলাদেশি কোন পণ্যের প্রবেশাধিকার আছে?
*বাংলাদেশের তিস্তা নদী হত্যা করা হয়েছে ভারতযের বাণিজ্যিক সুবিধার জন্য:
*ভারতীয় টিভি চ্যানেল ছাড়া আমাদের দেশের অধিকাংশ মানুষের রুচেনা, কারো কারো ঘুম হারাম হয়ে যায় ভারতীয় অয়ুষ্ঠান দেখতে না পেলে, ভারতে আমাদের দেশে টিভি চ্যানেল নিষিদ্ধ!
* ভারতের সন্ত্রসবাদী(গুজরাট রায়টের ২ হাজার নিরীহ প্রাণের হত্যাকান্ডের জন্য অনেকেই তাকে দায়ী মনে করে)প্রধানমন্ত্রী এসে যখন বক্তৃতায় বাংলাদেশের প্রতিটি সাফল্যের পিছনে ভারতের (?)অবদানের কথা বড়াই করে বলে, আমাদের দেশের দেশ প্রেমবর্জিত পদলেহী নেতৃবৃন্দ নির্লজ্জের মতো হাততালি দিয়ে তার স্বীকৃতি দেয়।
অনেক আগেই ভারতের প্রদেশ হয়ে বসে আছে।
অত্যন্ত শিক্ষিত ও বোদ্ধা চলচ্চইত্রকারের ব্যানারে নির্মিত সাম্প্রতিক হিন্দি চলচ্চিত্র "গুন্ডে" তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় দেখানো হয় এবং খুব সম্ভবত ঢাকা কে ভারতের শহর বলা হয়।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
কমরেড ফারুক ২ বলেছেন: ২৯ তম প্রদেশ।।।। হে হে সুন্দর বলেছেন।
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
নূর আল আমিন বলেছেন: ২৯ তম প্ৰদেশে আছেন এটা আপনি আজকে জানলেন? ভাইয়্যু এটা তো সেই কবে থেকেই ২৯তম প্ৰদেশ
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন:
২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮
বাউন্টি হান্টার বলেছেন:
তুমার যখন সেই রকমই মনে হয় তখন যাও না তুমার বাপের দেশ পিয়ারা পাকিস্থানে ফিরে যাও না।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩
পরাধীন বাংগালী বলেছেন: আমি দেশ ছাইড়া চইল্যা যামু আর তুমরা মালাওনরা দেশ টারে হিন্দুস্থান বানাও, সেই আশায় বইস্যা থাইকো না হিন্দুস্থানি ।
২১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
বাউন্টি হান্টার বলেছেন:
তাইলে বাংলাদেশেই থাক আর বইসা বইসা তোর রাজাকার বাপ মুজাহিদের পুন্দে বাঁশ ঢুকা দেখ। রাজাকারের বাচ্চা তোদের লজ্জা হয়না।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
পরাধীন বাংগালী বলেছেন: তুই মালুর বাচ্চা মোদীর ধনের মাল চুইচ্যা চুইচ্যা খাইতে থাক । হিন্দুস্থান বানানো স্বপ্ন তর পোদের ভিতর দিয়া দিমু ।
২২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বাউন্টি হান্টার বলেছেন:
পাকিস্থানী জারজ তোকে বাংলাদেশ নিয়া ভাবতে হবেনা। ঐ দিকে দেখ মোদি তোর মা কে পাকিস্থানে পুনদাচ্ছে।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
পরাধীন বাংগালী বলেছেন: একটা কাহিনী শোন গর্দভের বাচ্চা, মোদীর একটা গাভী ছিল । গাভী বললে ভুল হবে কারন তোরাতো মূর্খের দল গাভীকেও মা মানিস , যাই হউক সেই গাভী পাচারকারীদের কবলে পরে বাংলাদেশের বর্ডার পাড় করে ঢুকেছে বেনাপোলে । মোদীর গাভী মানে তোদের মায়ের আবার শরীর খান বেশ ভালো ছিল । আমার দেশের মফিজ মিয়ার ষাড় গরু এতদিন পরে এত ভালো মাল (গাভী) চোখে দেখে লোভ সামলাতে না পেরে রাস্তায় শুরু করলো চোদন । তোদের "র" বাপেরা গাভী খানের উপর খোজ লাগাতে লাগাতে দেখলো মোদীর মাকে (গাভীকে) চুদছে মফিজের গরুতে !! সাথে সাথে মোদীর কার্যালয়ে শিরোনাম ছড়িয়ে পরলো, মোদীর মাকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় চুদছে বাংলাদেশের সন্ত্রাসী গরু মফিজের ষাঁড়ে । লজ্জায় ক্ষোভে ঘৃণায় মোদী সিদ্ধান্ত নিল এই বাংলায় আর তার কোন মাকে (গাভী) পাঠাবে না চোদন খাওয়ার জন্য । কিন্তু সমস্যা হলো এই সিদ্ধান্তের আগেই মফিজের ষাঁড়ের চোদায় তোদের মত কিছু বলদের জন্ম হয়েছে এই বাংলাদেশে । সেই তোরাই আবার বড় কথা বলিস?
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
রাহি ওসমানী বলেছেন: আশ্চর্য !!!!!!!!!!!!আপনি সেটা আজকে জানলেন????????? অপেক্ষা করুন আর ও অনেক কিছু দেখবেন!!!!!!!!!!