![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
মাননীয় সংসদ সদস্য জনাব এ,কে,এম সেলিম ওসমান,
আপনি দেশের শীর্ষ পোষাক রপ্তানিকারক সংগঠন, বিকেএমইএ-এর দীর্ঘ দিনের নির্বাচিত সভাপতি । একজন দক্ষ এবং ভালো প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্সকেও পরিচালনা করেছেন সুনামের সাথেই । আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, বন্দর তথা নারায়ণগঞ্জবাসীর প্রানের দাবি শীতলক্ষ্যা সেতু নির্মানে যে স্থান নির্ধারণ করা হয়েছে সেই মদনগঞ্জ, শহর অঞ্চল থেকে অনেকদূরে অবস্থিত এমতবস্থায় মদনগঞ্জ দিয়ে সেতু নির্মান করলে নারায়ণগঞ্জ ও বন্দর বাসীর কারওই কোন কাজে আসবে না । বৃহৎ জনগোষ্ঠীর দাবী উপেক্ষা করে অপেক্ষাকৃত কম জনবহুল ও কম গুরুত্বপূর্ণ অঞ্চল মদনগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা সেতু তৈরির উদ্যেগ কার স্বার্থে ??? মাননীয় সংসদ সদস্য জানাবেন কি?
অবিলম্বে আমরা নারায়ণগঞ্জের বৃহত্তর জনসাধারণের প্রানের শীতলক্ষ্যা সেতু নবীগঞ্জ ঘাঁট দিয়ে নির্মানের ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবী জানাচ্ছি ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সন্মানিত মেয়র মহাদয়, ডাঃ সেলিনা হায়াত আইভি,
নারায়ণগঞ্জ এর রাজনীতিতে আপনার সাহসী পদচারনায় আমরা নারায়ণগঞ্জবাসী অত্যন্ত গর্বিত । পিতার পদাঙ্ক অনুসরণ করে আপনিও নারায়ণগঞ্জের গন মানুষের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন, আপোষহীন ভূমিকার কারনেই । মাননীয় মেয়র মহাদয়, খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, নারায়ণগঞ্জকে একটি আদর্শ এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে আপনার পদক্ষেপ অত্যন্ত নগন্য ।
২০১৪ইং সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে, বিশ্বের সবচাইতে নোংরা ও দূষিত শহরের তালিকায় ৯১ টি দেশের ১৬০০ শহরের মধ্যে নারায়ণগঞ্জের অবস্থান ১৭ তম এবং বাংলাদেশের মধ্য প্রথম । নারায়ণগঞ্জবাসীর পক্ষে যা অত্যন্ত লজ্জা ও অবমাননাকর । আমরা অত্যন্ত বিশ্বাস এবং আস্থার সাথে আপনাকে নির্বাচিত করেছিলাম, তার প্রতিদান পাচ্ছি শহর নিত্য যানজট, অল্প বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতা, মশা আর অপ্রতুল নাগরিক সেবার মাধ্যমে !!
শহর পল্লী থেকে শহর অভিমুখী রাস্তাগুলি অত্যন্ত সরু ও ভাঙাচোরা, যা প্রশস্ত কিংবা মেরামতের কোন লক্ষণই চোখে পড়েনা । শহরে বিনোদনের কোন ব্যাবস্থাই নাই । নাট্যমঞ্চ, পার্কের অভাবে সবেধন নীলমণি, চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের মর্যাদাক্ষুন্ন হচ্ছে প্রতিনিয়ত । শহরে যানজট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নগর গন-পরিবহন ব্যাবস্থা প্রবর্তন করা এখন সময়ের দাবী । মাননীয় মেয়র, অবিলম্বে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নত না করতে পারলে , যে সকল সাধারন জনগন আপনাকে ভালোবেসে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছিল, তারাই আপনাকে ঘৃণিত ব্যাক্তিতে পরিনত করবে ।
আমাদের দৃঢ় বিশ্বাস জনপ্রতিনিধিদের মূল্যয়ন হয় কাজের মাধ্যমে, বাকপটুতায় নয় ।
আমরা নারায়ণগঞ্জের সর্বসাধারন, আশ্বাস নয় কাজের দ্রুত বাস্তবায়ন চাই ।
নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব এ,কে,এম শামীম ওসমান,
পিতামহ এবং পিতার সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে, ক্ষমতাসীন দলের নারায়ণগঞ্জের রাজনীতিতে আপনার প্রভাব এবং ভূমিকা অনিঃস্বিকার্য । নারায়ণগঞ্জের দুইশত বছরের কলঙ্ক টানবাজার পতিতাপল্লী বন্ধে আপনার ভূমিকায় আমরা নারায়ণগঞ্জবাসী আজ কলঙ্কমুক্ত । দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আপনার ঘনিষ্ঠতা সর্বমহলে সমাদৃত তাই আপনার প্রতি আমাদের দাবীগুলোও বেশি । মাননীয় সংসদ সদস্য আপনার নির্বাচনী আসন নারায়ণগঞ্জ-৪ এ দুইটি থানা শিল্পাঞ্চল ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ । সিদ্ধিরগঞ্জ থানার অনেকাংশ আবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত কিন্তু ফতুল্লা শিল্পাঞ্চল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল । সিদ্ধিরগঞ্জের জনগণ অপ্রতুল হলেও নামে মাত্র সিটি কর্পোরেশনের সেবা গ্রহন করেত পারে কিন্তু ফতুল্লার জনগনের সেই সুযোগটিও নেই । অবিলম্বে ফতুল্লা থানাকে পৌরসভা ঘোষণার দাবী জানাচ্ছি । ফতুল্লার বেশীরভাগ রাস্তাঘাট ভাঙাচোরা, খানাখন্দে ভরা, দ্রুত মেরামতের দাবী জানাই । শিল্পাঞ্চল হওয়াই ফতুল্লায় গ্যাসের চাহিদা বিশাল কিন্তু সেই তুলনায় সরবরাহ অপ্রতুল । সাময়িক ভাবে গ্যাস সংকটের নিঃরসন হলেও এখন আবার গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে, তা দ্রুত সমাধানের দাবী জানাচ্ছি । শিল্পাঞ্চলে জনসংখ্যার আধিক্যের কারনে, আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌছেছে । ফতুল্লার পাড়ায় পাড়ায়, মহল্লা-মহল্লায় বিভিন্ন মাদক বিক্রেতারা পাইকারি মাদক বেচাকেনার হাট বসাচ্ছে । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়েই সন্তুষ্ট এই সুযোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় ভয়াবহ সন্ত্রাসীরা ঝুট ব্যাবসা, ভূমি দখল, মাদক বাণিজ্য নিয়ন্ত্রন করছে । আতংকের নগরীতে পরিনত হয়েছে আজ ফতুল্লা । ভয়ংকর সব সন্ত্রাসের উথানের কারনে খুনের পরিমান ফতুল্লায় তুলনমূলক ভাবে বেশি । মাননীয় সংসদ সদস্য আপনার আশু পদক্ষেপ কামনা করছি । মাননীয় সংসদ সদস্য ডি,এন্ড,ডি বাসীর জলাবদ্ধতার করুন কাহিনী নিশ্চয় আপনার কর্ণগোচরভুত । ডি,এন্ড,ডি বাসীর জলাবদ্ধতা স্থায়ী সমাধানে আপনার পদক্ষেপ জানতে চাচ্ছি । ফতুল্লার অধিকাংশ অঞ্চলে ড্রেনেজ এবং পয়ঃনিষ্কাসন ব্যবস্থা নেই বললেই চলে । এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার জন্য কোন সরকারী হাস্পাতাল নাই, ভালো কোন কলেজ নাই, বিনোদনের জন্য কোন পার্ক নাই তবু আপনার প্রতি আস্থা রেখেই বলতে চাই, অতি দ্রুত মানবিক একটি শহর হিসেবে ফতুল্লাকে গড়ে তুলতে আপনাকেই উদ্যোগ নিতে হবে । অনথ্যায় আপনার প্রতি জনগনের বিশ্বাস এবং জনপ্রিয়তা দ্রুতই পড়ে যাবে বলে আমরা আশংকা প্রকাশ করছি ।
©somewhere in net ltd.