নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
( প্রয়াত মেয়র আনিসুল হকের উৎসর্গে )
থাকল পড়ে দামি গাড়ি
থাকল পড়ে বিশাল বাড়ি,
চলতে হল-নতুন বাড়ি
নিয়ে হাতে শুন্য কড়ি।
এসব দেখে বুঝত যদি
আমাদের নেতা-পাতি,
তবে মোদের দেশটাতে
থাকত না আর দূর্নীতি।
এসো সবাই তওবা করি
আখেরাতের যোগাড় করি,
নইলে হয়তো ফিরতে হবে
হাতে নিয়ে শুন্য কড়ি।
( প্রথম শুন্য কড়ি, পার্থিব সম্পদ, শেষ শুন্য কড়ি, আখরাতের সম্পদ হিসাবে বুঝানে হয়েছে )
০১.১২.১৭
নিজ অফিস। কাঁচপুর, সোঁনার গাঁও।
রাতঃ ১.০০ টা।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১
শাহিন বিন রফিক বলেছেন: মন্তব্যর জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
আবু তালেব শেখ বলেছেন: ভাল হয়েছে। আশা করি শীগ্রই প্রথম পাতায় স্হান পাবেন
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া, খুব ভালো হয়েছে। লিখতে থাকুন একদিন বড় কবি হতে পারবেন।
০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
শাহিন বিন রফিক বলেছেন: গুরুর আর্শীবাদ আমার শিরোধার্য।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর +
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
ওমেরা বলেছেন: ধন, সম্পদ সব রেখে শূন্য হাতেই যেতে হয়, সময় থাকতে আমরা কেউ সেটা বুঝি । খুব দামী কবিতা ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
শাহিন বিন রফিক বলেছেন: আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
সহস্র শুভেচ্ছা ও শুভ কামনা রহিল।
৬| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
এম আর তালুকদার বলেছেন: খুব ভালো হয়েছে। লিখতে থাকুন একদিন বড় কবি হতে পারবেন।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
শাহিন বিন রফিক বলেছেন: দোয়া করবেন ভাই।
আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ভালবাস।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
অলিউর রহমান খান বলেছেন: সুন্দর কবিতা হয়েছে। সবাই এর থেকে শিক্ষা নেয়া উচিত।