নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি-গুগল।
প্রভু,
তোমারই পদতলে করিয়া নত শির
যে পরম শান্তি লুপিয়াছে মোর আত্মা
পায়নি তা কভু অনুভবে-
বিত্তের মাঝে বা নূত্যের তালে।
লোলুপ এ মনে করিয়াছি বহুপাপ
প্রায়শ্চিত্ত করিবার উপলব্ধি হইয়াছে,
অবুঝ আমি দু'হাত তুলেছি, প্রভু তোমার পাণে
ক্ষমা করে, তোমারই পথে থাকিবার সুযোগ করিয়া দাও।
তুমি রহিম, তুমিই রহমান
তুমি ছাড়া কে দিবে,
এই অধমের
বেঁচে থাকিবার অধিকার।
২০ই মার্চ ২০১৮
রুপগন্জ, নারায়ণগন্জ।
সর্বস্বত্ব সংরক্ষিত।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
শাহিন বিন রফিক বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সৃষ্টিকর্তার কাছে সুন্দর প্রার্থনা। নতুন পোষ্টের প্রত্যাশায় রইলাম।