নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
বেলের অসাধারণ বাইসাইকেল কিকে গোল।
রাত জাগা বেশ সার্থক হল আমার, আমার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয় করল। টানা তিনবার মানে হ্যাট্টিক জয়। প্রিয় তারকা CR7 গোল না পেলেও বেল ও বেনজোমার গোলে জয় নিশ্চিত হল।
তবে রিয়াল যতটা না ভাল খেলে জিতেছে তারচেয়ে লিভারপুলের গোলকিপারের দারূণ ভুল করেছে। এক কথায় বলা যায় লিভাপুলের গোলকিপার রিয়ালকে জয় উপহার দিয়েছে।
যেভাবে হোক জয়তো। সো, শুধু আনন্দ।
২৭ শে মে, ২০১৮ ভোর ৪:১৬
শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
২| ২৭ শে মে, ২০১৮ রাত ৩:৩১
উদাস মাঝি বলেছেন: আহ শান্তি পেলাম !
২৭ শে মে, ২০১৮ ভোর ৪:১৭
শাহিন বিন রফিক বলেছেন: ভাই কি রিয়াল মাদ্রিদ সাপোটার?
৩| ২৭ শে মে, ২০১৮ ভোর ৪:১৮
উদাস মাঝি বলেছেন: হ ভাই
২৭ শে মে, ২০১৮ ভোর ৪:৫৩
শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ৭:২৮
কাইকর বলেছেন: অনেক খুশি দেখছি আপনি।
৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:০৯
তারেক_মাহমুদ বলেছেন: রিয়েল জিতেছে জেনে ভাল লাগলো ধন্যবাদ শাহীন ভাই।
৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:৩৪
ইব্রাহীম আই কে বলেছেন: যদিও আমি বার্সেলোনার সাপোর্টার তবে তাই বলে যে অন্য দলকে হেয়প্রতিপন্ন করতে হবে বা অন্য দলের খেলা দেখা যাবেনা (যেগুলো আমাদের মধ্যে অহরহ দেখা যায়, অন্ধ ভক্ত বলে কথা!) এমনটাতো নয়! রাত জেগে খেলা দেখলাম। ভালো একটা ম্যাচ ইঞ্জয় করেছি। রিয়াল হ্যাট্রিক করেছে তার জন্য পুরো দলকে সাথে রিয়াল সাপোরটার ও ফুটবলপ্রেমী সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।
মোহাম্মদ সালাহ এর জন্য দুঃখ লাগছে, জানিনা বিশ্বকাপে খেলতে পারবে কিনা। এবারের বিশ্বকাপে মেসি-রোনালদোর থেকেও মোহাম্মদ সালাহ এর প্রতি মানুষের আকর্ষণ বেশি ছিল।
ব্লগে আমি নতুন। আপনার দাওয়াত রইলো, সুযোগ পেলে আমার ব্লগ ঘুরে কিছু মন্তব্য করে আসবেন।
৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: আজ রাতে রিয়াল মাদ্রিদ কে কে আছেন আওয়াজ দেন
৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫১
শিমুল_মাহমুদ বলেছেন: রিয়েলের জয়ে আমিও আনন্দিত। আপনাকে আমার পোষ্টে নিমন্ত্রণ।
৯| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: রিয়েলের জয় কি আর বলবো- - - -
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৮ রাত ২:৫৯
স্ব বর্ন বলেছেন: আমারও মন থেকে ভালো লাগা কাজ করছে ...আসলেই রাতজাগা বৃথা যায় নি দল জিতেছে ব্যাস হ্যাপী ।
আমি ব্লগে নতুন সময় হলে আমার ব্লগও ঘুরে আসবেন।