নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
স্টল দেখে বই মেলা ভেবে ভুল করবেন না। পিঠা উৎসবের পূর্ব প্রস্তুতি।
প্রস্তুতির শেষ পর্যায়ে। রাত ১২ টা পর্যন্ত চলেছে এ সব প্রস্তুতির কাজকর্ম।
চমৎকার চমৎকার সব নাম। প্রচন্ড ভিড় তাই বেশি ছবি উঠানো সম্ভব হয়নি।
আনন্দ কিন্তু কোনভাবেই কমতি ছিল না। সাধ্যমত সবাই সাঁজুগুজু করেছে।
কত বিচিত্র নামের পিঠারে বাবা!!
এই ভিড়ের কারনেই পিঠা খুব দ্রুত শেষ।
কেন এই পিঠা উৎসব ব্যাতিক্রম?
এই উৎসব আয়োজন করেছিল আমাদের অফিস ম্যানেজমেন্ট, শ্রমিকদের জন্য, অফিসের ভিতরেই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ প্রিয় সনেট কবি।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের করার কিছু নেই, যতসব হাউকাউ কালচার যোগ করছে; মানুষ পিটাহ বানায় পরিবারে, পিঠা খায়, এগুলো দৈনন্দিন জীবনের অংশ; এগুলোকে নিয়ে হাউকাউ করার অর্থ নেই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
শাহিন বিন রফিক বলেছেন:
প্রতিউত্তর দিলাম না।
গামেন্টসে এসে কিছুদিন কামলা দিয়ে যান, তাহলে আপনার কিছু বোধবুদ্ধি বাড়লেও বাড়তে পারে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
আোফিসের লোকেরা একত্রিত হয়ে পঠা খেলো, সেটা উৎসবের কি আছে? কোন উৎসবে পিঠা থাকা সম্ভব, তবে, পিঠা মিঠা সবকইছুর নামে উৎসব উৎসব করা বেদরকারী ভাবনা।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২
uzzalhosain বলেছেন: খুব ভালো কথা অনেক পিঠার নাম জানা যাবে এই পিঠা মেলার সৌজন্য ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০
পদাতিক চৌধুরি বলেছেন: শাহিনভাই আমিও পিঠে খাব। এমন ছবি দেখে যে প্রচন্ড লোভ হচ্ছে.....
খাওয়াতে পারলে ++
আর না পারলে - -
হা হা হা.....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
শাহিন বিন রফিক বলেছেন:
আপাতত ছবি দেখুন দাদা,
আপনার কমেন্টই অনেক,
+ সেটাতো বাড়তি ভালোবাসা।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ, বেসম্ভব আয়োজন তো
আজকাল গ্রামে গেলে মাঝেমধ্যে এমন সব পিঠার সাথে সাক্ষাৎ হয় কিন্তু একসময় প্রতিদিন সকালে পিঠা দিয়ে নাস্তা হত, অতপর ধীরে ধীরে সেটা দৈনিক থেকে সাপ্তাহিক ছুটির দিনে আসলো। এখন তো তার আরো বেহাল দশা। তবে ঈদুল আযহার দিনের পর দিন থেকে এখনো একাধারে একসাপ্তাহ বিভিন্ন পিঠার আয়োজন চালু রয়েছে।
অনেক সুন্দর একটি শেয়ার দিলেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৮
শাহিন বিন রফিক বলেছেন:
আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫৮
ল বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই,
পিঠাপুলির দিনে বাসন্তীক শুভেচ্ছা।
জ্বী আমি কাওসার ভাইয়ের পরিচিত উনার এক ভক্ত আমি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০১
শাহিন বিন রফিক বলেছেন:
অ-লাইকুম আস্ সালাম।
আন্তরিক ধন্যবাদ কষ্ট করে এখানে এসে জানিয়ে যাওয়ার জন্য।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
সনেট কবি বলেছেন: সুন্দর+