নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
(ট্রল করা উদ্দেশ্য নয়, চারিদিকে কচুরিপানার ধ্বনি তাই একটু গা ভাসানো)
কবি হবো বলে লিখি কবিতা
রোজ গড়ে বিশেক তো হবে
লোকে দ্যাখে আর বলে 'কবিদের আকাল পড়েছে কি তবে?
আমি বান্দা নাছোড়, আরো দ্বিগুণ উৎসাহে পড়ি ঝাঁপিয়ে।
নিন্দুকের কথায় যদি ছাড়ি হাল তবে গুনীদের যে অপমান হবে
তারা রচিয়ে গেছে 'একদিন তোমারও দিন হবে'
ভাবি, সেদিন আর কত দূরে?
আমার প্রথম কবিতা-
একুশ বসন্ত পেরিয়ে বাইশে রেখেছে পা
তবুও কবি হয়ে উঠা হল না।
"রেঁধেছে রমণী, খেয়েছে ননদী, ছিল নাকি ঝাল বেশি!
তুমুল ঝগড়া, নিহত টিকটিকি!
আমি স্বামী অসহায়"
এসব লিখে আবুল আজ কত বড় কবি
রোজ দেয় এ্যান্টারভিয়্যু পেপার আর টিভিতে!
পড়েছি এসে বড়ই আজব যুগে
গুনগত মান নয়, বিজ্ঞাপনে বই চলে!
এ জাতির ভাত নয়,
কচুরিপানা খাওয়াই ঠিক হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৫
শাহিন বিন রফিক বলেছেন:
এই মূহুর্তে দেখার ছাড়া আমাদের কিছু করার নেই, তবে এই ফ্যাসিবাদ বেশিদিন টিকবে না।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৩
নেওয়াজ আলি বলেছেন: কোথায় আমরা বাস করি ??
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৬
শাহিন বিন রফিক বলেছেন:
কচুরিপনার যুগে।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল সুন্দর।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৬
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
শুভকামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৭
শাহিন বিন রফিক বলেছেন:
আপনার জন্যও রহিল আন্তরিক ধন্যবাদ ও একরাশ অভিনন্দন।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২১
একাল-সেকাল বলেছেন: বাংলাদেশীদের খাদ্য বিবর্তনবাদঃ
ভাতে মাছে বাঙালি (৭১ পরবর্তী পর্যন্ত)
ডাল ভাত কর্মসূচী (খালেদা জিয়ার আমল)
আলু খান ভাতের উপর চাপ কমান (আওয়ামীলীগ মন্ত্রি ফারুক খান)
পেঁয়াজ হীন তরকারী ( শেখ হাসিনা)
কচুরিপানা খাদ্য বস্ত হতে পারে ( আওয়ামী পরিকল্পনা মন্ত্রি)
আর কোথায় নামতে পারি দেখার বিষয়।