নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
তোমরা যখন করছো হিসেব
এই টাকাতে-
চলবে ক'দিন?
দু'মাস, নাকি-
আরো কিছুদিন?
আমি তখন জানালা ধরে
তাকিয়ে দেখি-
অদূর ঐ বালুর মাঠে
একটি নারী একটি পুরুষ
কি যেন কি তুলছে তারা
আপন মনে।
জানি,
তুলছে তারা বুনোশাক
হলে বেশি ফিরবে তবে
গলির কিংবা হাটের কোণে
ভাগায় ভাগায় বেচবে তাহা।
বিক্রি হলে
কিনবে চাউল
একটু নুন, সাথে হয়তো-
এক পোয়া মুগের ডাউল
ফিরবে বাটে
জ্বলবে উনান
তবেই জুটবে রাতের আহার।
এসব দেখে
ভাবি রোজ
আর কতকাল চলবে এমন?
২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর হয়েছে
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লাগলো।
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি ৮ ঘন্টা কাজ করলে এদের সমস্যা কমে আসবে।