নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

জ্যোতিষীর মুখোমুখি একদিন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮




দিন দশেক আগে এক হাফ সেলিব্রিটির একটি লেখা পড়েছিলাম, তিনি সেই লেখায় বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছিলেন নিজের জীবনে প্রমাণিত কিছু ঘঠনার, বলছি জ্যোতির্বিদ্যার কথা! তিনি নাকি দেশ-বিদেশের বেশ কিছু গুনী জ্যোতিষীর কাছে নিজের হাত দেখিয়ে ভবিষ্যৎ বাণী নিয়েছিলেন যা পরবর্তীতে অনেকগুলো সত্যে রুপ নিয়েছিল সেই থেকে নিজের ভাগ্য গননার একটি সুপ্ত ইচ্ছে মনের গহীনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আজীবন এই বিদ্যা ভুয়া বলে ভেবে এসেছি এখনো তাই বিশ্বাস করি আর বিশ্বাসের কারণ আজ পর্যন্ত কোন গনকের আমি ভাল পোশাক আশাক পরিহিত দেখেনি, ফুটপথে ছালা বিছিয়ে সেখানেই অস্থায়ী চেম্বার খুলে বসেন। বিকেল থেকে রাত আট দশটা পর্যন্ত চেম্বার স্থায়ী থাকে তারপর ছালা গুটিয়ে বাড়ির পথ ধরেন। অবশ্য ইদানিং টিভির বিজ্ঞাপনে অনেক নামীদামি জ্যোতিষীর দেখা যায় যাদের পোশাক-আশাক, চেম্বার সবই বেশ রাজকীয়।
গতকাল বিকেলে অফিস থেকে ফেরার পথে দেখি পথের গলির এক চিপায় এক মহান জ্যোতিষী ছালা বিছিয়ে বসে আছেন, ছালার এক প্রান্তে একটি বই, বইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে এই একই বই তার দাদার দাদুও মনে হয় পড়তেন, একটি মাইক্রোস্কোপ যা দিয়ে হাতের তালুর প্রতিটি শিরা উপশিরা পর্যবেক্ষণ করা হয়। দুই তিনটি পাত্রে কিছু রং-বেংয়ের পাথর আছে, কিছু অতি পুরানো অষ্ট ধাতুর আংটিও লক্ষ্য করলাম।
মনের গহীনের ইচ্ছের মূল্য দিতে, মনের খচখচানি দুর করে জ্যোতিষ মহাশয়ের নিকট উপস্থিত হলাম, অভ্যাসগতভাবে আগেই দেন দরবার করে নিলাম, জিজ্ঞাসা করলাম ফি কত?
জ্যোতিষ মশাই আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ নিরীক্ষা করে বললেন, পঞ্চাশ টাকা।
আমি বললাম, না, এত টাকা দিতে পারবো না, বিশ টাকা দিবো।
তিনি বললেন ঠিক আছে দশ টাকা কম দিয়েন, কিন্তু আমি বিশ টাকায় অটল, অবশেষে ত্রিশ টাকায় দফা তবে পুরো দশ মিনিট সময় খরচ করে।
তিনি আমার হাতে সেই মাইক্রোস্কোপ দিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যবেক্ষণ করলেন, তারপর মুখে এক ফালি হেসে বললেন, আপনার তো রাজ কপাল! রাজনীতিতে আপনার মঙ্গল, এমনকি ভবিষ্যতে ক্ষমতার শীর্ষে আহরণ করতে পারেন!
আমি এতক্ষণ জ্যোতিষ মশাইয়ের কথা গিলছিলাম, কিছুটা চৈতন্য ফিরে আসলে বললাম, আপনি কি মশাই আমার সাথে মশকরা করছেন?
তিনি বললেন, কেন?
একটা আধা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, এক দশক ধরে অফিসে কামলা দিয়ে এখনো শ্রমিক রয়েই গেলাম, এক ধাপ উপরে উঠতে পারলাম না আর আপনি বললেন, রাজনীতি করলে ক্ষমতার শীর্ষে পৌঁছাবো!
ধুর মশাই! এই নিন আপনার ত্রিশ টাকা, আমি চললাম।
তিনি আমার হাত শক্ত করে বললেন, বসেন বসেন আরো কিছু কথা শুনেই তারপর যান।
আমি বললাম, আমার এই ছেঁড়া প্যান্ট আর আয়রনহীন জামা দেখে তো আপনার বোঝা উচিত আমার দৌঁড় কতদূর?
তিনি এবার একটু নড়েচড়ে বসে বললেন, আমাদের তিন পুরুষের এই বিদ্যা, আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা মিথ্যা হতে পারে না।
এবার আমার মনের ভিতর কেমন জানি ভাললাগা ভাললাগা কাজ করতে লাগল, হতে তো পারি এক সময়! চা বিক্রেতা মুদি যদি একশত ত্রিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন নয়?
এইবার একটু আগ্রহভরে জানতে চাইলাম, কতদিন লাগতে পারে আমার ক্ষমতার শীর্ষে যেতে?
আমার কথা শুনে জ্যোতিষ মশাইয়ের মুখে একটা হাসির ঝলক বয়ে গেল, গম্ভীর জ্যোতিষ মশাই হাসি হাসি মুখে বললেন, বছর দশকের মধ্যে কাঙ্খিত লক্ষ্য পৌঁছায়ে যাবেন, কিন্তু একটু সমস্যা আছে সেই লক্ষ্য পথে।
আমি বললাম, কি ধরনের সমস্যা?
তিনি বললেন, ছোট বড় মিলে দশটি বাঁধা আছে? এই যেমন আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে আরো তিনজন, তারা আপনাকে ক্ষতি করতে চাইবে, আপনার হাতের রেখা বলছে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আবার নাও হতে পারেন তবে এই শনিমুক্ত পাথর যদি আপনি ধারণ করেন তাহলে রেখার চলন শক্তি যোগফলে উন্নতি হবে যার কারণে আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীরা আর কোন ক্ষতি করতে পারবে না।
আমি বললাম, কত মূল্য এই শনিমুক্ত পাথরের?
জ্যোতিষ মশাই বললেন, এই পাথরের মূল্য অর্থের বিনিময়ে নির্ধারণ সম্ভব নয়, খুবই দুষ্প্রাপ্য, আমরা দাদু এই পাথর টুকরো হিমালয় অঞ্চল হতে সংগ্রহ করেছিলেন। শুধু আপনার হাতে রেখা আমার অত্যধিক ভাললাগায় এই পাথর আপনার জন্য মাত্র এক হাজার টাকা!
জ্যোতিষ মশাইয়ের পাথরের দাম শুনে আমার সকল চিন্তা শক্তি আমার ম্যানিব্যাগ বরাবর যুক্ত হল, এহার ভিতর এক টাকার কয়েন, দুই টাকার জোড়াতালি দেওয়া নোটসহ বড়জোর শ'দুই টাকা আছে, তাও বউ বলে দিয়েছে বাসায় ফেরার পথে যেন কিছু কাঁচাবাজার করে আনি। এক দিকে উজ্জ্বল ভবিষ্যত অন্যদিকে মানিব্যাগের একরাশ হাহাকার।
এমন সময় চমৎকার একটি প্রস্তাব আমার মাথায় উঁকি দিল, কিন্তু প্রস্তাবটি জ্যোতিষ মশাইকে দিতেই তিনি আমাকে খিস্তি করলেন গম্ভীরমুখে, বললেন, ত্রিশ টাকা দিয়ে আপনি পথ মাফেন।
নিশ্চয়ই আপনারা ভাবছেন, আমি জ্যোতিষ মশাইকে উল্টো পাল্টা কিছু বলেছি, বিশ্বাস করুন আমি তেমন কিছুই বলিনি, শুধু প্রস্তাবটা এভাবে দিয়েছি।
বললাম, আমি পাথর ধারণ করে, রাজনীতিতে নামলে সব বাঁধা ডিঙ্গিয়ে নিশ্চিত প্রধানমন্ত্রী হতে পারবো?
তিনি মাথা ঝাকিয়ে বললেন, হুম।
আপনি এই যে কষ্ট করে উপার্জন করছেন, নিশ্চয়ই পরিবারের সবাইকে ভাল রাখার জন্যে?
তিনি এবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, হুম।
আমি বললাম, আমার কাছে এই মুহুর্তে এত টাকা নেই, আপনি পাথরটি ফ্রীতে আমাকে দিন সাথে আপনার ঠিকানা, যেদিন আমি প্রধানমন্ত্রী হবো সেদিন প্রথম আপনার ঠিকানায় গিয়ে আপনাকে খুঁজে বের করে উত্তম প্রতিদান দিবো। কথা দিচ্ছি- আপনি যদি ততদিনে এই পৃথিবী মায়া ত্যাগ করে চলে যান তাহলে আপনার পুরো পরিবারকে উত্তম প্রতিদান দিবো।
আপনারা বলুন, আমি কি কোন মন্দ প্রস্তাব করেছিলাম?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: যদি প্রধানমন্ত্রী হতে চান তবে সেরকম দোয়ার ব্যবস্থা আছে। কয়েকদিন আগের পত্রিকায় বিস্তারিত পাবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শাহিন বিন রফিক বলেছেন:

চমৎকার পরামর্শের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

সাাজ্জাাদ বলেছেন: পাথর ভাড়ায় পাওয়া যায় না?

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

শাহিন বিন রফিক বলেছেন:


খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন! এভাবে তো কখনো ভেবে দেখেনি।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

শোভন শামস বলেছেন: ভয় আর আশা মানুষকে এগিয়ে নিয়ে যায়। নিজেকে প্রস্তুত করতে হবে সবার আগে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

শাহিন বিন রফিক বলেছেন:


নিজেকে প্রস্তুত করতে হবে সবার আগে।

অবশ্যই।
শুভ কামনা নিরন্তর।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২০

নতুন বলেছেন: ;) অতি উত্তম প্রস্তাব দিয়েছিলেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: জ্যোতিষি এই আধুনিক যুগে এসে কিছু মানুষ বিশ্বাস করে। বিষয়টা আমার কাছে বড় আজিব লাগে!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

শাহিন বিন রফিক বলেছেন:


একই ব্যাক্তি পড়ছে- পরিশ্রম সেীভাগ্যেরা প্রসূতি আবাস সেই লোকই ভাগ্য পরিবর্তন করার জন্য আংটি ধারণ করছে!! বিষয়টি ভাবলে আমার প্রচুর হাসি পায়।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

শেরজা তপন বলেছেন: প্রস্তাবটা মন্দ ছিলনা! :)

প্রধানমন্ত্রী হবার খায়েশ কি এখনো আছে?

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

শাহিন বিন রফিক বলেছেন:

প্রধানমন্ত্রী হবার খায়েশ কি এখনো আছে?

মনের কথা নাকি প্রকাশ করলে আশা পূরণ হয় না তাই প্রকাশ করা যাবে না।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: জ্যোতিষী তো মন্দ কথা বলেনি। সন্ধান দেন আমিও একবার কপাল ঘষে আসি। আব্রাহাম লিংকনও কিন্তু যৌবনে একবার মার্কিন রাষ্ট্রপতি হতে চান কিনা তার জন্য উপহাসের পাত্র হয়েছিলেন। আমরাও একজন দেখতে পারি আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে। হেহেহে

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

শাহিন বিন রফিক বলেছেন:

আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদা।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: 18 তারিখে মন্তব্য করেছি। আজ 25 তারিখে আপনি মন্তব্যের উত্তর দিচ্ছেন। মাঝের এতদিন কোথায় ছিলেন? জ্যোতিষীর বাসা খুঁজছিলেন নাকি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে প্রতিমন্তব্য দিতে এলেন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: সেই জ্যোতিষি খুব সম্ভবতঃ আপনার হাত দেখেছিলেন মাইক্রোস্কোপ দিয়ে নয়, ম্যাগিনিফায়াু বা ম্যাগনিফায়িং গ্লাস দিয়ে দেখে। যদি তাই হয়ে থাকে, তবে পোস্টটা যথাযথভাবে সম্পাদনা করে নেবেন।
মাঝে মাঝে সৌভাগ্য শিকারী কোন কোন মানুষের হাতের দশটি আঙুলে এরকম দশটি আংটিও দেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.