নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

যদি ভুল করি

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২


ছবি, মধুসিং নাটকের একটি দৃশ্য।


যদি ভুল করি
ফুল দিয়ে ভেঙ্গে দিবো তোমার অভিমান
গান গেয়ে মুছে দিবো, তোমার চোখের কোণে জমা জল।

নীল শাড়ি দিবো এনে, নীল টিপ দিও কপালে
হাতে দিও রেশমি চুড়ি
তবে ঠোঁটে কিছু নয়, ওখানে- খুব যতনে আদরের প্রলেপ এঁকে দিবো।

শেষ বিকালে নদীর তীরে
তোমার হাতে হাত রেখে
ঢেউয়ের জলে পা ভিজাবো, সূর্যটাকে হাত নাড়িয়ে বিদায় দিবো।

গভীর রাতে ছাদ বাগানে
চাঁদের আলোয় তোমার কোলে মাথা রেখে
মিষ্টি প্রেমের গল্প শুনাবো।

যদি ভুল করি,
অভিমান ভেঙ্গে ফিরে এসো, কারণ-
ভালোবাসি তোমায় এক সমুদ্রের চেয়েও বেশি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন:
আপনার ভাবনা পূর্ণতা পাক...

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫১

শাহিন বিন রফিক বলেছেন:


চমৎকার মন্তব্যটির আন্তরিক ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: ভুল ভেঙ্গে ফিরে আসুক, বসুক কোলে মাথা রেখে।
শুভেচ্ছা রইলো অবিরত হে সুপ্রিয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

শাহিন বিন রফিক বলেছেন:

কি লিখে জানাবো কৃতজ্ঞতা
ভাষা জ্ঞান কম তাই শুধু বলি, এ আমার কাছে স্বর্গীয়তূল্য।

শুভকামনা নিরন্তর।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালোবাসায় মান-অভিমানের খেলা থাকতে হয়। নতুবা এর স্বাদ পরিমিত হয়ে ওঠে না!
কবিতা সুন্দর

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা অব্যাহত রাখুন। বেশ ভালো লাগলো কবিতাটি।
পাশাপাশি বলার যে এই আকুতি ব্যর্থ হওয়ার নয়। ভালোবাসা ফিরে পাক তার আপন ঠিকানা।
শুভেচ্ছা প্রিয় শাহিন ভাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.