নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি, গুগল।
এ এক আজব জায়গা
রঙ্গ রসে ভরা
সাহস করে কেউ চোর ধরিলে
সাধুর বেশে সবাই!
এদিক ওদিক একটু দেখে
আস্তে বলে- বেশ করছো ভাই!
ফের যখনি নামবে তুমি
সঙ্গে নিবে আমায়।
দুইদিন যেতেই চিত্র?
পাল্টে হল উল্টো
ইনিয়ে বিনিয়ে চোরের পক্ষে
একশো কথা বলল!
একি ভাই! চোরের পক্ষে?
ধুর মিয়া ভিন্নমতের সম্মান দিতে হয়!
আমরা কি সবাই সাধু?
একটু এদিক ওদিক
কে করে না ভাই?
রঙ্গ রসে ভরা সামু
কোথায় যাব ভাই
তাইতো একা দাঁত কেলিয়ে
নিরবে হেসে যাই।
২| ১২ ই জুন, ২০২১ দুপুর ২:৫০
জটিল ভাই বলেছেন:
রঙ্গ ভরা বঙ্গদেশ
সামু কি তার বাহিরে?
কোথায় যাবেন না ভাবিয়া
সামুকেই ধরে আকড়ে
কবিতা সুন্দর হয়েছে। শুভ কামণা জানবেন
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২১ সকাল ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে