নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

জোয়ার এসেছে

২০ শে জুন, ২০২১ সকাল ১১:৪০


ছবিটি সেন্টমার্টিনের হুমায়ূন আহমেদের সমুদ্র বিলাস এরিয়া।

ব্লগে প্রতিযোগিতার আয়োজন দেখে সত্যিই নাচতে ইচ্ছে হচ্ছিল তাই দেরি না করে নাচতে চলে এলাম।
প্রতিযোগিতা সব সময় চমৎকার কিছু প্রাপ্তি যোগ করে আমার বিশ্বাস এই ছবি ব্লগ প্রতিযোগিতা ব্লগে নতুন একটা অধ্যায় যোগ করবে।


ব্লগে জোয়ার এসেছে
ও ভাই জোয়ার এসেছে
তোমরা যারা আমার মত লুকিয়ে পড় ব্লগ
এবার এসে লগইন করো
কর্তৃপক্ষ কথা রেখেছে,
ও ভাই কর্তৃপক্ষ কথা রেখেছে।

প্রতিযোগিতার আয়োজন হয়েছে, দেখ আয়োজন হয়েছে
এভাবে চলবে নিত্য
কথা দিবে, যদি তোমরা লইগন করে ব্লগ পড় এসে
একটা কমেন্ট করতে পারো মিনিট দুয়েক লাগে
লাইক তুমি দিবে যদি সত্যিই ভাল লাগে।
ব্লগে জোয়ার এসেছে
ও ভাই জোয়ার এসেছে।

কৃপণ হাসান কোথায় ভাই? এসো কোলাকুলি করি
তোমার জন্যই এমন আয়োজন ফের হয়েছে জানি!

প্রতিযোগিতায় করছে যারা আনন্দে অংশগ্রহণ
সবার জন্য আমার আন্তরিক সালাম-অভিনন্দন
এভাবে জমবে সামু আবার
এই বিশ্বাস আমার, তবে আসি-
সামু জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:০৮

ঢুকিচেপা বলেছেন: চমৎকার আহ্বান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.