নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
(ছবি- নেট থেকে)
স্মৃতিগুলো একদিন মেঘ হয়ে
তোমার মনের আকাশে ভিড় জমাবে
তুমি চাইলেও পারবে না মেঘ সরাতে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজাবে।
স্মৃতির চাপা কষ্টে আজ আমি বড় ক্লান্ত
একাকী এ বিরহ যন্ত্রনা আর কত বল বইবো
তাই ভেবেছি-
স্মৃতিগুলো সব মেঘ করে তোমার মনের আকাশে পাঠাবো
তুমি চাইলেও পারবে না মেঘ সরাতে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজাবে।
স্মৃতির বৃষ্টিতে ভিজে
যদি অতীতের কোন গলিতে
আনমনে চলতে চলতে দুচোখের কোণে যদি জল জমে
বুঝে নিও-
এখনো তুমি পারোনি আমায় ভুলতে।
১২ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৫
শাহিন বিন রফিক বলেছেন:
আপনার চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ১২ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৭
জটিল ভাই বলেছেন:
কত স্মৃতি কত প্রেম
বুকে নিয়ে বয়ে,
কতজন সারাখন
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
তবুও প্রেম মহাণ
তবুও প্রেম অমর,
বসাই ব্যার্থ প্রেমিকে
মরণ কামড়!
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৪৬
শাহিন বিন রফিক বলেছেন:
জটিল ভাইয়ের জটিল কবিতাটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৭
শায়মা বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাইয়া।
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৪৭
শাহিন বিন রফিক বলেছেন:
সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৮
করুণাধারা বলেছেন: আপনিতো সাধারণত অন্য ধরনের লেখা লিখেন।
কবিতা ভালো হয়েছে।
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৪৯
শাহিন বিন রফিক বলেছেন:
সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনিতো সাধারণত অন্য ধরনের লেখা লিখেন। শাহিন-৯৯ নিকে লেখা হয়।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আরো দুটো প্যারা বাড়াতেই পারতেন।