নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

আল কোরআনের পথে

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫


(ছবি-নেট)

আল কোরআনের কথা যারা শুনবে
আল কোরআনের কথা যারা মানবে
আল কোরআনের আলোয় যারা জীবনটাকে গড়বে
রাসূল তাদের দিদার দিবে রোজ হাশরে
রাসূল তাদের জামিন হবে শেষ বিচারে।।

নবীন তুমি আর থেকো না ঘুমে
আল কোরআনের তরী দেখ তোমার দুয়ারে
ডাকছে তোমায় নিবে তোমায় আল কোরআনের পথে।।
যে পথেরই শেষ ঠিকানা জান্নাতের ঐ মাঠে।।

যুবক তুমি আর থেকো না ঘরে
আল কোরআনের মিছিল দেখ তোমার আঙিনাতে
ডাকছে তোমায় নিবে তোমায় আল কোরআনের পথে।।
যে পথেরই শেষ ঠিকানা জান্নাতের ঐ মাঠে।।

বৃদ্ধ দাদা মুরব্বি চাচা আর থেকো না ভুলে
সঠিক পথের দিশার আলো জ্বলছে চারিধারে
ডাকছে তোমায় নিবে তোমায় আল কোরআনের পথে।।
যে পথেরই শেষ ঠিকানা জান্নাতের ঐ মাঠে।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.