নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

তোমার সাথে

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২




ছবি-নেট।

হারিয়ে যেতে ইচ্ছে করে- তোমার সাথে
ঠিকানাবিহীন এক অচিন পুরে।

সেখানে সবুজ বনের পাহাড় থাকবে
পাহাড়ের বুক চিরে বয়ে চলবে নদী
শেষ প্রান্তে এসে সৃষ্টি হবে অপরুপ এক ঝর্ণা।
পাহাড়ের মুগ্ধতা শেষে দেখা মিলবে-
নীল জলরাশির এক সমুদ্রের।

ঝর্ণার এক প্রান্তে, সমুদ্রের মুখোমুখি হয়ে তুমি বসে থাকবে
পরণে থাকবে নীল শাড়ি
দক্ষিণের মৃদৃ হাওয়া বইবে
তোমার চুলের এলোমেলোতা
আমার বুকের কম্পন তুলবে,
ঠিক তখন-
সফেদ ঢেউ তোমার নুপুর পরা পায়ে আলতো ছুঁয়ে যাবে,
আমি তখন ভীষণ হিংসে করবো ঢেউয়ের সাথে
চিৎকার করে বলবো-
আমি দক্ষিণের হাওয়া হতে চাই
হতে চাই- সমুদ্রের সফেদ ঢেউ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.