নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি-নেট।
হারিয়ে যেতে ইচ্ছে করে- তোমার সাথে
ঠিকানাবিহীন এক অচিন পুরে।
সেখানে সবুজ বনের পাহাড় থাকবে
পাহাড়ের বুক চিরে বয়ে চলবে নদী
শেষ প্রান্তে এসে সৃষ্টি হবে অপরুপ এক ঝর্ণা।
পাহাড়ের মুগ্ধতা শেষে দেখা মিলবে-
নীল জলরাশির এক সমুদ্রের।
ঝর্ণার এক প্রান্তে, সমুদ্রের মুখোমুখি হয়ে তুমি বসে থাকবে
পরণে থাকবে নীল শাড়ি
দক্ষিণের মৃদৃ হাওয়া বইবে
তোমার চুলের এলোমেলোতা
আমার বুকের কম্পন তুলবে,
ঠিক তখন-
সফেদ ঢেউ তোমার নুপুর পরা পায়ে আলতো ছুঁয়ে যাবে,
আমি তখন ভীষণ হিংসে করবো ঢেউয়ের সাথে
চিৎকার করে বলবো-
আমি দক্ষিণের হাওয়া হতে চাই
হতে চাই- সমুদ্রের সফেদ ঢেউ।
©somewhere in net ltd.