নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
(ছবি-নেট)
তুই যদি বৃষ্টি বিলাসে এভাবে হারিয়ে যাস
আমি তবে মেঘ হবো
বৃষ্টির বিন্দু হয়ে নামবো ধরায়, তোকে ভিজিয়ে দিতে।
তুই যদি রোজ সকালে শিশির বিন্দুতে তোর হাতের আলতো ছোঁয়া দিস
আমি তবে শিশির বিন্দু হবো
রোজ সকালে তোর দুয়ারে ঘাসের উপর জন্ম নিবো।
তুই যদি এভাবে রোজ বিকালে আলতা পায়ে নুপুর পরিস
আমি তবে নুপুর হবো, আলতা হয়ে তোকে লেপ্টে দিবো।
তুই যদি এভাবে পূর্ণিমাতে মুগ্ধ হস
আমি তবে পূর্ণিমার চাঁদ হবো, জোৎস্না স্নানে তোকে ভিজিয়ে দিবো।
২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯
শাহিন বিন রফিক বলেছেন:
আলহামদুল্লিাহ ভাল আছি, আপনি কেমন আছেন? অনেক দিন পর আসলেন!!!
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ শাহিন ভাই অনেকদিন পরে আসলাম। আমরাও ভালো আছি।
২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯
শাহিন বিন রফিক বলেছেন:
ভাল আছেন জেনে ভাল লাগল। সব সময় ভাল থাকুন এই প্রার্থনা করি।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ হয়েছে। কেমন আছেন শাহিন ভাই?