নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

আমার অবসর কবে, কোথায়?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭


ছবি- নেট।

আমার স্বপ্ন-শখের গাছগুলির পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে
সবুজ সমুদ্রে, চারিদিকে সবুজের ঢেউ
শুধু আমার নাম অঙ্কিত গাছটির বেলা অস্তমিতের পথে
তবে কি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি?
অথচ সহস্র স্বপ্ন-শখ অপূরণ আমার!
জীবন চরিত্রের রচিয়তার লেখনী
খন্ডন হবে না, মুছে ফেলার শক্তি নেই কারোর।

এই এক চিলতে সময়ে-
ছুটে চলেছি অবিরাম, ক্লান্তহীন পথিক বেশে
সুন্দর ভবিষ্যতের জন্য গন্তব্যে পেীঁছাতেই হবে
অথচ সেই অমূল্য গন্তব্যের ঠিকানা কারোর জানা নেই।

ঝরে পড়া পাতাগুলি দেখি আর ভাবি
ভুল পথে, ভুল করে ছুটেছি অবিরাম
মরীচিকার উজ্জলতায়
জীবন ছন্দের গল্পের নিদারূণ মৃত্য হয়েছে অকালে
অথচ সহস্র ছোট ছোট সুখ আনন্দের-
পাপড়িগুলো বিছিয়ে ছিল আমার পদধূলি স্বপ্নে
অবহেলায় সেগুলো তুচ্ছ করে এগিয়ে গেছি সুখের বাগান ধরবো বলে।

আজ পড়ন্ত বেলায়, বিদ্রোহী হয়ে উঠেছে-
আমার ক্লান্ত দেহ, ক্লান্ত মন। জানতে চায়-
তাদের সময়টুকু কোথায়?
আকাশের দিকে তাকিয়ে ভাবি-
সুখের বাগান কি পেলাম?
অথচ জীবন গল্পের শেষ লাইনে দাঁড়িয়ে!
আমার অবসর সময়টুকু কবে, কোথায়?



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

শাওন আহমাদ বলেছেন: দারুণ লিখেছেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

শাহিন বিন রফিক বলেছেন:

আন্তরিক ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: মৃত্যুর মধ্য দিয়ে প্রতিটা মানুষ অবসরে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.