নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

কবে ফিরিব মোর গাঁয়ে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

কবে ফিরিব মোর গাঁয়ে-
ব্যাঁকা মেঠ-পথ ধরে হাঁটিব কবে,
শিঁশির ভেজা ঘাঁস পায়ের সাথে মিশে-
কবে হবে একাকার।
রাস্তার ধারে বরুই গাছে ঝাকুনি দিয়ে-
বকুনি শুনিবো কবে,
দলবেঁধে ঝিলের মাঝে-মাছ ধরিব কবে,
কাঁদা ছুড়াছুড়ি করে-সারা দেহে কাঁদায় ভরিব কবে।
কবে নিব এই মাঁটির গন্ধ নিশ্বাসের সাথে।

শেষ বিকালে;
কানামাছি-গোল্লাছুট-দাঁড়িযাবান্ধা; আবার খেলিব কবে,
সন্ধ্যায় দেরিতে ফিরিলে-মায়ের সেই মিষ্টি বকুনি,
আবার শুনিবো কবে।

জীবনের তাগিদে শহরের বুকে রহিয়াছি-বহুদিন,
তবুও;
বৃক্ষে ভরা আমার সেই ছোট্ট গাঁয়ের কথা-
পারিনা ভূলিতে।

হে মোর স্রষ্টা-
এ দেহের শেষ নিশ্বাস যেন পায় মোর গাঁয়ের,
এ দেহে যেন ঢাকা থাকে আমার গাঁয়ের মাঁটি দিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.