নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
( প্রবাসী এক ছেলের ডায়রী থেকে )
কেমন আছ মা?
কতদিন হল দেখিনা তোমার মুখ,
তোমার হাতের স্বরপঁটির ঝল খাওয়া হয়না কতদিন;-
কুলি পিঠা বানাবে কবে মা?
আমি খাব ইচে্ছ মত।
থাক এসব কথা।
আচ্চা মা! পুকুর ঘাঁটের সেই নারকেল গাছটি কি এখনো আছে?
নাকি পুকুরে পড়ে গেছে,
তোমার মনে আছে মা- আমি একবার ঐ গাছ থেকে পড়ে গিয়েছিলাম-
তুমি কত কাঁদলে, আর দিব্যি দিলে-সেই থেকে তো আর কখনো গাছে উাঠিনি।
আমার লাল বাছুরটা নিশ্চই অনেক বড় হয়েছে-
ও কি মারা-মারি করে;- নাকি,
আমার কোলে যেভাবে ঘুমাতো, সেভাবে থাকে।
মা অনেক রাত হল-আজ থাক,
কাল সকালে কাজে যেতে হবে।
( এ রকম হাজারো চিঠি ছেলেটির ডায়রী ভরা, কোনদিন তা আর পোষ্ট হবে না-
ছেলেটি যে চলে গেছে- "বহুদুরে" )
©somewhere in net ltd.