নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মহাবীর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

হে যুবক!
কিসে ডুবিয়াছ তুমি; পদানত করে-
তোমার উচ্চশির। কিসে ভুলিয়াছ-তুমি জাগতিক।
জাগো!
মেলে দেখ দু’চোখ;-
চারিদিক-
সত্যের শূন্যতা, মিথ্যের জল্লাদের অট্টহাসি। দুর্বলের উপর সবলের-
হিংস্র আক্রমন। জ্ঞান-পাপীদের -
দখলে-তোমার প্রাণের স্বদেশ।

আজ;
চারিদিকে লুটরাজ্য, ক্ষুধার্ত অন্নহীন।
বস্ত্র-হীন অবুঝ শিশুটি।
পথের ধারে গৃহিহীন মানুষের বেচে থাকার লড়াই।

এ লাজ কার ?

তোমার পিতার বুকের তাজা রক্তের ছাপ-তুমি
ভূলেছো!
রাজপথে দাঁড়িয়ে বলেছিল,
যদি বাঁচি--
বাঁচব মানুষের সাথে, জানোয়ারদের সাথে নয়।

এখনো ডুবিনি সূর্য, তবে নেই-
দেরী বেশি আর।
হে যুবক-
খঞ্জন খুলে-উঠাও অসি-তোমারই-
পাণে তাকিয়ে-এ জাতি।
তুমি এ জাতির-
মুক্তির- মহাবীর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.