নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

চাউলের দাম আর কত উঠবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২



চাউলের দাম আর কত উঠবে? এই প্রশ্নটা মনে হয়, আমার মত অল্প আয়ের সকল মানুষের। গত চার-পাঁচ মাসের আমার ক্রয়কৃত চাউলের ছোট্ট একটা হিসেব দেই, তাহলে সহজে বুঝবেন। আমি যে চাউলটা কিনি তার নাম "নাজির শাইর" গত চার মাস আগে কিনেছিলাম ৫৫ টাকা কেজি, গত মাসে কিনেছিলাম ৬০ টাকা কেজি, গতকাল কিনতে হল ৬৬ টাকা কেজি, গত চার মাসের মধ্যে আমাকে ১১ টাকা কেজি প্রতি বেশি কিনতে হচ্ছে। সব ধরণের চাউলের কম-বেশি দাম বেড়েছে।

সরকারের যুক্তিবিদরা বলছেন- দেশের বিশাল একটা অংশ বন্যায় প্লাবিত হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে,এই জন্য দাম একটু বেড়েছে, যুক্তিটা মানানসই হত যদি দামটা কেজি প্রতি ২-৪ টাকা বাড়ত।

সরকার সারাবছর বলল- আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তাহলে একটা বন্যায় এ অবস্থা হবে কেন?
সরকার এতদিন যে ঢোল-পিটিয়ে বলেছে আমরা খাদ্যের নিরাপত্তা অর্জন করেছি তা আসলে ডাহা একটি মিথ্যা প্রচার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


ভবিষ্যতে চাষাবাদ আরো কমে যাবে; কৃষক চাষ করে মার খাচ্ছে; চালের দাম বাড়বে। বাংলাদেশ সরকার কি বলে, সেটা বিশ্বাস করার চেয়ে বাজার থেকে বুঝার চেস্টা করেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

শাহিন-৯৯ বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। বাজার বুঝব কিভাবে, সরকার যে দুলনার মত বাজার দুলাতে থাকে।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

সেয়ানা পাগল বলেছেন: আগামী ২-৩ মাস ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ থাকবে বলে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ কে জানানো হয়েছে। ফলে আগামীতে আর দাম বাড়তে চলেছে। মজুত করা শুরু করুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

শাহিন-৯৯ বলেছেন: এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হল, যতটুকু সাফল্য পায় তারচেয়ে ঢোল পিটিয়ে বলে দশগুন, আর এইজন্যই আজ চালের বাজারের এই অবস্থা ৷

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল ও কল্যানকামী মানুষকে চাকুরী বাদ দিয়ে কিছুটা ব্যবসায় অঅসতে হবে। তহালে বাস্তবতা ও কল্যান দুটিই অর্জিত হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

শাহিন-৯৯ বলেছেন: সবচেয়ে ভাল হয়, যদি রাজনীতিকে পেশা হিসাবে নেওয়া যায় ৷

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

আবু তালেব শেখ বলেছেন: সরকারি লোকের তো কিছুই যায় আসেনা বছরে বছরে বেতন স্কেল বাড়ছে আর ঘুষের কথা বাদই দিলাম। মরো আমাদের মত আবাল বাংগালি নিম্ন আয়ের ম্যাংগোপিপল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

শাহিন-৯৯ বলেছেন: কি উত্তর দিব বুঝতেছি না, সরকারী দলের সবাই যে ভাল আছে তা কিন্তু নয় ৷

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০০

আবু তালেব শেখ বলেছেন: আমি রাজার রাজ্য চাইনা আমি দুমুঠো ভাত চায়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

শাহিন-৯৯ বলেছেন: সহমত ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.