নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসুন এখনই শুরু করি- ১০-১৫ বছরের মধ্যে নোবেল পাওয়া পানির মত সহজ হয়ে যাবে।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

আজ বিকাল ৪ টায় (বাংলাদেশ সময় ) "শান্তিতে নোবেল-২০১৭" প্রাপ্ত ব্যাক্তি, ব্যাক্তিদ্বয় বা প্রতিষ্টানের নাম ঘোষণা করা হবে, প্রতিবার করা হয় কিন্তু এবার বাঙ্গালীদের একটু আগ্রহ বেশি কারণ এবার শরার্ণীদের বিষয়ক সমস্যা সমাধানে অবদানকারীদের নাম জোরে-সোরে শুনা যাচ্ছে, আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর শরার্ণীদের বিষয়ক বেশ অবদান আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অতি উৎসাহী ও দলীয় চামচারা তো প্রধানমন্ত্রীকে "নোবেল" হাতে ধরিয়ে দিয়েছেন, বিরুধী পক্ষ ধরিয়ে দিয়েছেন "বদনা" ।
এখন প্রশ্ন হচ্ছে শান্তিতে নোবেল কি শুধু কাজের মূল্যয়ণ করেই দেয় নাকি লবিং গুরুত্বপূর্ণ।
আমার দৃষ্টিতে- চিকিৎসা, পদার্থ, রসায়ণ, এই তিনটি ক্ষেত্রে কাজের মূল্যায়ন হয়, কিন্তু বাকি তিনটা- সাহিত্য, অর্থনীতি ও শান্তিতে প্রচুর রাজনীতি ও লবিং কাজ করে, এর মধ্যে শান্তিতে সীমানাহীন দূর্নীতি ও আমেরিকার বলয় কাজ করে।

আমাদের ড. মুহাম্মদ ইউনুচ করেন সুদের মহা-ব্যাবসা, যার সুদের কষাঘাত গ্রাম-গঞ্জে ঘুরলে মানুষের মুখে শুনা যায়। ধরে নিলাম-তিনি অর্থনীতিতে বিরাট অবদান আছে তাহলে তো তার অর্থনীতিতে নোবেল পাওয়ার কথা কিন্তু পেলেন শান্তিতে!
ক্লিনটন পরিবার তার নোবেল পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল, শেখ হাসিনার এরকম বড় লবিং আছে নাকি শুধু টাকার লবিং?
যদি শুধু টাকার লবিং হয়ে থাকে তাহলে মনে হয় নোবেল অনেক দূর----,আর শক্তিশালী "এ" লেবেল বন্ধু যদি থাকে তাহলে নোবেল জুটবে খুব দ্রুত।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে শুধু শান্তিতে নোবেল নিয়ে আমাদের আগ্রহ বেশি কেন? আমরা কেন অন্য বিষয়ে নোবেল পাওয়ার স্বপ্ন দেখি না, চিকিৎসা, পদার্থ, রসায়ণ, সাহিত্য, অর্থনীতি এসব বিষয় নোবেল পাওয়ার মত মেধা কি আমাদের ১৭ কোটি মানুষের ভিতর নেই, আমি বলি অাছে- শুধু কাজ করার মত মাঠ নেই, যে টুকু আছে তা দূর্নীতিতে ভরা।

আমাদের দেশের ছাত্ররা নাসায় গবেষনা করে, বিশ্বে নামি-দামি সব বিশ্ববিদ্যালয়ে কর্মরত সেখানে তারা গবেষণায় বিশাল অবদান রাখছে, আমরা কেন তাদের দেশে রাখতে পারছি না?

আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষিত মানুষ, সম্ভবত ডজনখানিক ডক্টরেট ডিগ্রি ও আছে, তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, বর্তমান বিরুধীদলের প্রতি তার রাজনীতির কুট-কেীশল তা প্রমান করে।

আমাদের দেশে মেধা আছে, আছে ইচ্ছা শক্তি, শুধু নেই সুযোগ। এখনই যদি আমরা এসব বিষয় নিয়ে কাজ শুরু করি তাহলে শুধু শান্তিতে নোবেল পাওয়ার আশায় বসে থাকতে হবে না, অন্য ক্ষেত্রেও নোবেল পাওয়া শুরু করব ১০-১৫ বছরে মধ্যে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরকার এত ভাল হলে কথাই ছিল না। আপনার চাওয়া পাওয়া গুলো দিবাস্বপ্ন মনে হচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

শাহিন-৯৯ বলেছেন: আমি স্বপ্নবাজ মানুষ, তাই স্বপ্ন দেখতে দিন-রাত লাগে না, অফিসের কাজের টেবিলে বসেও স্বপ্ন দেখি।

কষ্ট করে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: নোবেল বলে কথা !!

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১

শাহিন-৯৯ বলেছেন: ভাই আমি হয়তো নোবেল নিয়ে লিখেছি, কিন্তু একটু ভাবুনতো যদি নোবেলের লোভে কাজ করেও তা কিন্তু আমাদের দেশে কল্পনাতীত সুফল মিলবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিস্টে আমার নাম আছে নাকি ভাই?

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

শাহিন-৯৯ বলেছেন: না থাকার কারণ তো দেখি না।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

মানুষ জিহাদ হাসান বলেছেন: আপনি সাধারন মানুষ,লিখলেন অসাধারন বিষয় নিয়ে।তারপরও ভাল লাগলো।তবে নো-বাল এর মত জিনিষের জন্য আশা করে কাজ করা কোন বুদ্ধিমানের কাজ হবে না।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

শাহিন-৯৯ বলেছেন: উদ্দেশ্য নিয়ে কাজ করলে সাফল্য ধরা দেয় দ্রুত, যেমন বাংলাদেশ ক্রিকেট, এক সময় বাংলাদেশ দল সম্মানজনক হারার জন্য লড়তো এখন তো মনে হয় তা অনেক পাল্টে গেছে।

নো-বাল টা তো ভাই চিনি না, ছবি থাকলে দিয়েন একটু দেখার সুভাগ্য হত।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

আটলান্টিক বলেছেন: দুই মূর্খ নেত্রীর জন্য বাংলাদেশ আজ বংগোপসাগরে ডুবতে চলেছে।আর সাধারণ মানুষ সেটা দেখে মজা লুটছে।

০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

শাহিন-৯৯ বলেছেন: একজন আই এ পাশ, ধরলাম নেতা-নেত্রী হওয়ার ক্ষেত্রে মূর্খ কিন্তু অন্যজনের তো ডজন খানিক " ডিগ্রী" আছে তিনিও কি মূর্খ্য!!!!!!!!।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

hridoy khan বলেছেন: খুব সুনডোর হোেয়ে ..

Dccearth PHP Newspaper Script Magazine Blog with Video Newspaper sell Domain & Cpanel Demo now

full details Dccearth PHP Script

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

এম আর তালুকদার বলেছেন: বিরোধীদল সাফ করেছি
রোহিঙ্গা ঠাঁই দিয়েছি ঘরে,
শান্তিতে নোবেল দিতেই হবে
নইলে নেবো কেড়ে।

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১

শাহিন-৯৯ বলেছেন: কেড়ে নেওয়ার সুযোগ থাকলে অনেক আগেই চলে আসত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.