নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ সমাচার।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

একবার এক বড় ভাই বলিয়াছিলেন- ব্লগ হইল জাতির চিন্তাশীল সন্তানদের মিলন মেলা। আমি কথাটি শুনিয়া বড্ড লজ্জা পাইয়াছিলাম কারণ এখানে যে আমার যাওয়া-আসা রহিয়াছে, যাহার মাথায় "গোবর ভরা" (আমার প্রিয় শরৎ স্যার বলিত) সে করিয়া জাতির জন্য দু'কলম লিখিতে পারে?

তবে বড় ভাইয়ের ঐ উক্তি শুনিয়া আমার মনের ভিতর আনন্দের টেউ খেলি নাই,- একথাটি বলিব না, বলিলে বড় মিছে বলা হবে।
যখনি এখানে উঁকি দিতে অাসি, তখনি এক প্রকার ভাললাগার টেউ আমার ভিতর তরঙ্গ করিয়া চলিয়া যায়। তবে ইদানিং তাহাতে বেশ ভাটা পড়িয়াছে কারণ প্রায়শ এখানে "চোর ধরা" পড়িয়াছে বলিয়া স্লোগান উঠে, তাও আবার-লেখা চোর !!

জাতির শ্রেষ্ট চিন্তাশীল সন্তাদের মাঝে-চোর!! ভাবিতে বড্ড কষ্ট হয়।

আমি সেই বড় ভাইকে চোর সংক্রান্ত বিষয় বলিতেই, এক ফালি হাসি দিয়া বলিলেন-
'যে দেশের পুলিশ ছিনতাই করিবার সময় ধরা পড়ে'
'যে দেশে ভোটবিহীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকিবার অধিকার রাখে'
'যে দেশে সুস্থ বিচারপতিকে ক্যান্সারের রুগী করিয়া ছাড়ে'
'যে দেশের মানুষ নোবেলের সপ্নে ভালাবাসা দেখায়-আশা ভঙ্গে ভালবাসা কমায়'
সেই দেশে এত বড় ফিল্ডে দু' একজন চোর থাকিলে--
বড্ড কি দোষের?

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: জাতির শ্রেষ্ট চিন্তাশীল সন্তাদের মাঝে-চোর!! ভাবিতে বড্ড কষ্ট হয়। X(



আজকে ডিম দিবসের শুভেচ্ছা রইল ! :)

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

শাহিন-৯৯ বলেছেন: শুভেচ্ছা নিলাম তবে তিন টাকার ডিম কিনতে যেতে পারমু না।

মন্তেব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

মার্কো পোলো বলেছেন:
প্রায়শ এখানে "চোর ধরা" পড়িয়াছে বলিয়া স্লোগান উঠে, তাও আবার-লেখা চোর !!
এ বিষয়ে আসলে বলার কিছু নাই। :(

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

শাহিন-৯৯ বলেছেন: মন্তেব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: হা হা


টাকা পয়সা সোনা দানা জমি সম্পত্তির চাইতেও মূল্যবান মানুষের মাথা!

সেই মাথা তো আর চুরি করা যায় না তাই মাথা থেকে বের হওয়া লেখাই চুরি করে মানুষ!

:P

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

শাহিন-৯৯ বলেছেন: সেই মাথা তো আর চুরি করা যায় না তাই মাথা থেকে বের হওয়া লেখাই চুরি করে মানুষ!

চুরি করে কি ভাল, চুরি করে বড় জোর হালকা বা বা পাওয়া যায়, হুমায়ুন বা আনিসুল হওয়া যায় না।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: হালকা বা বা পেয়ে ব্যা ব্যা ছাগল আর ভেড়াও হওয়া যায় হা হা হা হা :P

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

শাহিন-৯৯ বলেছেন: আপু ছাগলের মাংশের দাম ৭৫০ টাকা কেজি, চোরের কিন্তু বর্তমান বাজার মুল্য অত না, তাই চোর কে ছাগল বললে বরং তার প্রতি বড় সুবিচার হয়ে যাবে।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: চোরের মাংস!!!!!!!!!!!!!

ওয়াক থু থু থু!!!!!!!!!

চোরকেই খাওয়ানো হোক!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

শাহিন-৯৯ বলেছেন: অামি চোরের মাংশের কথা বলি নাই, বলেছি তার বর্তমান সামাজিক মানের কথা, ছাগলের তো সামাজিক মান নেই তাই তার মাংশের দাম উল্লেখ করেছি।

বর্তমান সভ্যতায় কথাও মানুষের মাংশ খাওয়ার বিধান আছে কি না আমার জানা নেই, শুনেছি আগে নাকি ছিল।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

আটলান্টিক বলেছেন: ভাল আছেন?

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

শাহিন-৯৯ বলেছেন: আল্-হামদুলিল্লাহ ভাল আছি, আপনি কেমন আছেন?

৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

আটলান্টিক বলেছেন: জ্বি খুব ভাল আছি।দারুণ লেখেছেন।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

শাহিন-৯৯ বলেছেন: লেখাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫

আ্যাডোনিস. বলেছেন: কিছুদিন পর তোতাপাখিরাও চিৎকার করে উক্ত চোরদের বলবে'"তুই লেখা চোর, তুই লেখা চোর"

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

শাহিন-৯৯ বলেছেন: হয়তোবা বলবে।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


"আমি সেই বড় ভাইকে চোর সংক্রান্ত বিষয় বলিতেই, এক ফালি হাসি দিয়া বলিলেন-

'যে দেশের পুলিশ ছিনতাই করিবার সময় ধরা পড়ে'
'যে দেশে ভোটবিহীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকিবার অধিকার রাখে'
'যে দেশে সুস্থ বিচারপতিকে ক্যান্সারের রুগী করিয়া ছাড়ে'
'যে দেশের মানুষ নোবেলের সপ্নে ভালাবাসা দেখায়-আশা ভঙ্গে ভালবাসা কমায়'
সেই দেশে এত বড় ফিল্ডে দু' একজন চোর থাকিলে--
বড্ড কি দোষের? "

-আপনার সেই বড় ভাই এগুলো বলেননি; তিনি লেখা চুরি নিয়ে মোটেই চিন্তিত নন; এগুলো আপনার মনের কথা। যারা সঠিকভাবে লিখতে পারে না, অন্যের লেখা প্রকাশ করে নিজকে গুরুত্বপুর্ণ করতে চায় মাত্র; এগুলো ঘটা অসম্ভব নয়।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

শাহিন-৯৯ বলেছেন: বড় ভাই!!!!!!!

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


"একবার এক বড় ভাই বলিয়াছিলেন- ব্লগ হইল জাতির চিন্তাশীল সন্তানদের মিলন মেলা। "

এখনো একই বিশ্বাসে অটল

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

শাহিন-৯৯ বলেছেন: বড় ভাইয়ের কাছ থেকে জানিয়া বলমুনে।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১১

কালীদাস বলেছেন: ব্লগে চোরের সংখ্যা দেশে আমি শংকিত এবারের দফায় X(

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৯

শাহিন-৯৯ বলেছেন: আসুন " চোর মুক্ত ব্লগ চাই " স্লোগান তুলি।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১২

কালীদাস বলেছেন: কারেকশন: চোরের সংখ্যা দেখে....

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০

শাহিন-৯৯ বলেছেন: হুম।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

অনিক_আহমেদ বলেছেন: পোস্ট কপি করলে ১০০ টাকা জরিমানা - এই রকম নিয়ম করার দাবি জানাচ্ছি!!

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫

শাহিন-৯৯ বলেছেন: মাত্র ১০০ টাকা তাহলতো হরহামেশা কপি হবে, আর টাকাটা কে পাবে?

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৪

অনিক_আহমেদ বলেছেন: চোরদের জন্য তো এটাই যথেষ্ট। কম হলে নাহয় ১০০০। আর টাকাটা যার কাছ থেকে কপি করা হয়েছে সে-ই পাবে।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

শাহিন-৯৯ বলেছেন: হুম।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

মলাসইলমুইনা বলেছেন: আচ্ছা ব্লগের লেখাচোরদের তো নিশিকুটুম্ব বলা যাবে না এদের কি বলতে হবে?এরাতো দিনে দুপুরে চুরি করে আবার রাতেও করে?

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

শাহিন-৯৯ বলেছেন: বড় চিন্তায় ফেলে দিলেন।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: হালে কুম্ভীলকদের বিরুদ্ধে বেশ কিছু তৎপরতা দেখা যাচ্ছে, ব্লগার এবং মডারেটর, উভয় পক্ষ থেকে। আশাকরি, শীঘ্রই চুরির মাত্রা কমে যাবে, পুরোপুরি এর অবসান না হলেও।
সেই মাথা তো আর চুরি করা যায় না তাই মাথা থেকে বের হওয়া লেখাই চুরি করে মানুষ - ৩ নম্বর মন্তব্যের এ কথাটা বেশ ভাল লেগেছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: অাপনার কথা যেন ঠিক হয়, চোর, চুরি এগুলো খুবই অপমান জনক শব্দ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.