নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
প্রথমে একজন গড মাদারের কথা দিয়ে শুরু করি- আমি যে এলাকায় বর্তমানে ভাড়া থাকি সেই এলাকার এম,পি বাংলাদেশের একজন নামকরা ব্যাবসায়ী ও একটি বেসরকারী টেলিভিশনের মালিক, এলাকার অনেকে মনে করেন তিনি টাকার জোরে এম,পি নমিনেশন পেয়েছেন আর সেই টাকার জোরেই তিনি এলাকার নামকরা সন্ত্রাসীগুলো নিজের আয়ত্বে নিয়েছেন তাদের মধ্যে একজন অাছেন যিনি এলাকার গড মাদার হিসাবে পরিচিত। বর্তমানে এই মহিলা- ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য। তার সবচেয়ে বড় পরিচয় তিনি এম,পি সাহেবের খুবই কাছের লোক, এম,পি সাহেবের মিটিং-মিছিলের সিংহ ভাগ লোক সে যোগান দেয়। এলাকার তার দুইটা বাহিনী আছে- এক গ্রুপের দায়িত্বে "বাবার" বাজার নিয়ন্ত্রন করা আরেক গ্রুপের দায়িত্ব বিয়ার ও ফেনসিডিল নিয়ন্ত্রণ করা।
এলাকার কিছু লোক মাদক-নিমূল করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু শেষ পর্যন্ত ব্যার্থ হয়, কারণ পুলিশ দুই-একজনকে ধরলেও সপ্তাহ খানিকের মধ্যে জামিনে চলে আছে, অনেকে সকালে ধরলে দুপুরের মধ্যে এলাকায় হাজির হয়। পুলিশ কেন এমন করে এই নিয়ে আমি হালকা অনুসন্ধান করি যা উত্তর পাই তা বড় বিচিত্ত। এক পুলিশের সাথে আমার বেশ ভাল সম্পর্ক আছে তাঁর কাছে বিষয়টা নিয়ে কথা বলি- সে বলল-এই ব্যাবসার জন্য থানার বড় কর্তা মাসে দুই লাক্ষ টাকা কমিশন পায়, আমারা পাই হালকা কিছু। তবে তাঁর এক যুক্তি আমাকে খুবই ভাবনায় ফেলে- সে বলল- রাত-দিন কষ্ট করে আসামি ধরি আমরা, অনেক সময় জীবনের রিস্ক নিয়ে ধরতে হয়, ধরার পর তাদেরকে আদালতে হাজির করলে টাকার বিনিময় বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, তাহলে আমরা টাকা নিয়ে ছেড়ে দিলে দোষ কিসে?
আসলে তার উত্তর আমার জানা নেই- আমি আজও বুঝতে পারি না আমাদের সমাজ নষ্ঠের মূল কারিগর কারা---
মুখোশধারী জনপ্রতিনিধিরা, পুলিশ বাহিনী নাকি ভদ্র পোশাকের আবরণে ঢাকা বিচারক-অামলারা।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১
শাহিন-৯৯ বলেছেন: ভাই আবু তালেব শেখ যদি আপনি চিন্তা করে উত্তর পান তাহলে আমাকে একটু জানাবেন, আমি এখন চিন্তা করার চেষ্টা করি না কারণ মাথার ৫০% চুল অলরেডি পেকে গিয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: জবাবদিহিতা নাই তাই এত অসভ্যতা চলছে
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২০
শাহিন-৯৯ বলেছেন: সহমত। কিন্তু জবাবদিহিতা শুরু হবে কিভাবে? কে বা শুরু করবে?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: যে বা যারা জবাব দিহিতা চাইবে তারা নিজেরাই করাপ্টেড। তাই বাংলাদেশ চলতেছে কাউয়ার মত, নিজে চশমা পড়ছে, তার মানে ধইরাই নিছে সবাই চশমা পইড়াই ঘুরে। কেউ কিছু দেখে না।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮
শাহিন-৯৯ বলেছেন: আমাদের একজন সৎ নেতার দরকার, খুবই দরকার এখন, তাহলে মুক্তি মিলবে।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো চলবে, চলতেই থাকবে। যতদিন দুই পরিবার মুক্ত না হবে বাংলাদেশ...
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪
শাহিন-৯৯ বলেছেন: শুধু তাদের দোষ দিয়ে কি লাভ, আমরা কি পেরেছি এই দুই পরিবার থেকে বেরিয়ে আসতে?
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে কোন কিছুই বদলাবে না,বদল হবে শুধু মার্কার রাজত্ব।নুর হোসেনের এলাকার কথা বলছেন নাকি?
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
শাহিন-৯৯ বলেছেন: সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫
কালীদাস বলেছেন: জানের ভয় সবারই আছে। এমনকি পুলিশ বা জাজদেরও। কেউ সৎ হলেও সিসটেম সৎ থাকতে দেবে না।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
শাহিন-৯৯ বলেছেন: ঠিক ভাই কালীদাস, তবু্ও ব্যাতিক্রমী হতে হয় ভাল কিছু করার জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০
অনল চৌধুরী বলেছেন: অমি ৯৯% সৎ এবং বাংলাদেশের একমাত্র ব্যক্তি,যে গত ২৫ বছর ধরে এদেশের নষ্ট রাজনৈতিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক ও সমাজব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
শাহিন-৯৯ বলেছেন: আপনার চেষ্টা যেন সফল হয় এই দোয়া করি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
অনল চৌধুরী বলেছেন: এদেশের মানুষ খারাপ,তাই সবকিছু খারাপ।মানুষ ভাল হলে কোন সমস্যাই থাকতো না।কোন দেশের উন্নত হতে ৪৬ বছর লাগেনা।সর্বোচ্চ ১৫ বছর লাগে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান,জার্মানী,রাশিয়া ধ্বংসস্তুুপে পরিণত হয়েছিল।মাত্র ১৫ বছর পর তারা কোথায় চলে গিয়েছিল অার অামরা ৪৬ বছর পরও কোথায় অাছি?
২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
শাহিন-৯৯ বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮
আবু তালেব শেখ বলেছেন: চিন্তায় ফেলে দিলেন