নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আত্নার অব্যক্ত শব্দ

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮




কি পাপ ছিল জন্মের পূর্বে আমার,
যে জন্ম নিতে হল-রাস্তায়।
মাত্র কিছু কাগজের নোটের জন্য-কেন আমি চিকিৎসাহীন,
অধিকার কি ছিল না আমার?
মায়াবী এই ধরণী দেখিবার আগেই, কেন চলে যেত হল?
জবাব চাই।

কালো চশমার ফ্রেমে-নিষ্ঠুর বদন লুকিয়ে,
"মাল খাওয়া" দুর্গন্ধ ঐ মুখে যখন বলিস-এখানে মানবতার বিচরণ,
তখন আমার সারা দেহ প্রচন্ড উত্তাল হয়ে বলে-ওকে ছঁড়ে ফেল প্রশান্তের বুকে।
ধিক্কার মানুষরুপী তোদের।

তবে; এখানে নয় শেষ-
শেষ বিচারের দিন নালিশ দিব-তোদের কলুষিত আত্নার যেন শাস্তি হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



মেজাজ খারাপ, রাজনীতি থেকে কবিতায়?

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহিন-৯৯ বলেছেন: এরশাদ কাকুর কথা আজ অনেক মনে পড়েছে, তাই একখানা কবিতা লেখার অপচেষ্টা।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

মলাসইলমুইনা বলেছেন: এই কবিতাটা লিখলেন ! ভদ্রলোক আমরা, কিছু কিছু জিনিস রাতের আলোয়, মাটির নিচে, আয়রন সেফে রেখে, ঢেকে রাখতে চাই | সেই ব্যাপারগুলোও কবিতা লিখে সামনে বলতে হবে ! গায়ের চাদর সরিয়ে সবার সামনে কি অপমান ! ! চুপি চুপি মানুষ হবার ইচ্ছেটাও শেষ হয়ে গেলো আপনার কবিতার গোলাগুলির মতো প্রতিটি লাইনের কঠিনআঘাতে !!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

শাহিন-৯৯ বলেছেন: চুপি চুপি মানুষ হবার ইচ্ছেটাও শেষ হয়ে গেলো আলোয় দাঁড়িয়ে একটু মানুষ হ্ওয়ার চেষ্টা করি, দেখি-বিবেক তাতে কিছুটা পাল্টায় কি না।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: নিষ্ঠুর বাস্তবতায় ভড়া কবিতা, কবিকে শুভেচ্ছা

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছা রহিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.