নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যার সাথে পরীর দেশে।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬






নানার কাছে গল্প শুনেনি, এমন লোক বোধ হয় খুব কম পাওয়া যাবে এ জগতে, আমার দীর্ঘ একটা সময় কেটেছে মামার বাড়িতে তাই নানার কাছে হাজার গল্প শুনার সুভাগ্য হয়েছে আমার।

নানার বেশীভাগ গল্প-রাজ কাহিনী। আর সব গল্পের শুরু একইভাবে---
এক দেশে এক রাজা ছিল, তার ছিল দুই ছেলে, তারপর গল্পের ডানা মেলা শুরু-- উপডানা, শাখাডানা। গল্পের কাহিনীর শুরু আছে কিন্তু শেষ নেই। কখনও কোন গল্পে শেষ পর্যন্ত শুনার সুভাগ্য হয়নি।

প্রতিদিনের মত নানা গল্প শুরু করলেন- এক দেশে ছিল এক রাজা, তার দুই ছেলে---
আমি নানাকে থামিয়ে বললাম- এই গল্প বাদ,
নানা বলল- কেন?
আমি বললাম- রাজার শুধু ছেলে থাকবে কেন, মেয়ে থাকতে পারে না। মেয়ে আছে এমন রাজার গল্প শুনবো।
নানা গল্প আবার শুরু করলেন--
এক দেশে এক রাজা ছিল, তাঁর ছিল-এক কন্যা।
দেখলে, মনে হতো আসমান হতে যেন হুর নেমে এসেছে। তাঁর হাসিতে যেন মুক্তা ঝরে পড়ত।

গল্পের বাকি অংশ নানা বলেছিলেন কি না, তা আর বলতে পারব না-কারণ
আমি রাজকন্যাকে পঙ্খীরাজ ঘোড়ায় করে নিয়ে সাত সমুদ্র-তের নদীর উপারে পরীর দেশের, ফুলের বাগানে-------------

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শামচুল হক বলেছেন: ভালই বলেছেন

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শাহিন-৯৯ বলেছেন: বোকা লোকে কি খারাপ কিছু বলতে পারে!!!!

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


রাজকন্যাকে নিয়ে বেড়ায়ে আসার পর, বাড়ীতে এনেছেন, নাকি বাগানে রেখে চলে এসেছেন?

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহিন-৯৯ বলেছেন: বলা যাবে না, খুবই--- গোপন বিষয়, বর্তমান ঘরের দারগা জানলে- এ কুল ও কুল সব যাবে আমার।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

মরুসিংহ বলেছেন: সব রাজ কন্যারাই এতো সুন্দরী হয় কেন?? :P

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শাহিন-৯৯ বলেছেন: খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। নানার কাছে বিষয়টা জানা উচিত ছিল, কিন্তু এখন আর জানার সুযোগ নেই কারণ উনি চলে গেছেন বছর চার আগে।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে গল্প কথা ।
তার পর কি হল কেমনে জানব সে কথা ।
রাজপুত্র রাজকন্যা নিয়ে রয়েছে কতই না রূপ কথা ও কাব্য কথা ।
আমিও রাজপুত্র রাজকন্যাকে নিয়ে লিখেছিলাম সামুর পাতায় বিশাল
এক কাব্যকথা । ক্লিক করে কিছুটা দেখে আসতে পারেন সেথায়
ছয়ফল মুল্লুক- বদিরুজ্জামাল রূপকথার সচিত্র কাব্যগাথা ( ১ম পর্ব )

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

শাহিন-৯৯ বলেছেন: আপনার লেখাটি প্রিয়তে নিয়ে রাখলাম, সময় করে মন দিয়ে পড়ব।
আপনার চমৎকার মন্তব্যর জন্য আমার প্রাণঢালা অভিনন্দন।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখনকার রাজপুত্র (থুক্কু) আপনিতে রাজপুত্র না।
যা বলছিলাম এখনকার রাজপুত্ররা রাজকণ্যাদের বাঁচতে দেয়না,
ছলে বলে কৌশলে অপকর্ম ঢাকতে তাকে হত্যা করে লাশ ফেলে দেয়
গভীর জঙ্গলে। যার হদিস মেলেনা বছররের পর বছরেও,
তনুদের বাঁচা হয়না রাজপুত্রদের অত্যাচারে, বিচারও হয়না।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি একমত, এখনকার রাজপুত্রগুলো বেশীভাগ বাবার জোরে হয় লু----,

৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার নানা যদিও আমার নাম রেখেছিলেন। কিন্তু এমন গল্প শোনানোর মত মানুষ ছিলেন না। খিটখিটে স্বভাবের ছিলেন। কিন্তু আমাকে ভালোবাসতেন...

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৭

শাহিন-৯৯ বলেছেন: রাগী নানা!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.