নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিক নির্বাচন হলে, আগামী জাতীয় নির্বাচনে- আওয়ামলীগ যে সব কারণে পরাজিত হতে পারে।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০




আওয়ামলীগ বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল। এ দল মাওলানা ভাসানীর নেতৃত্বে জন্ম নিলেও এ দলের প্রাণভোমরা ছিলেন-বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত তার নেতৃত্বে এই দল আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। বাংলাদেশে এখনো ৬০-৭০ বছর বয়সী অনেকে আওয়ামলীগ সমর্থন করেন বঙ্গবন্ধুকে ভালবেসে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন যদিও বর্তমান মেয়াদের নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নানা তর্ক-বিতর্ক আছে। এখন কথা হচ্ছে,
বিএনপিকে বাদ দিয়ে মানুষ আবার কেন আওয়ামলীগকে নির্বাচিত করবে?
তারা কি জনগনের চাহিদা মোতাবেক দেশ চালাচ্ছে?
মানুষ যদি আওয়ামলীগকে বাদ দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সেক্ষেত্রে আওয়ামলীগের কোন ব্যার্থতাগুলো মানুষ বিবেচনায় নিতে পারে।

আমার ক্ষুদ্র দৃষ্টিতে যে কারণগুলো আওয়ামলীগের পরাজয়ের ভূমিকা হতে পারে---

১) বেপরোয়া ছাত্রলীগঃ ছাত্র রাজনীতি আমাদের দেশে এখন ভয়ংঙ্কর রুপে। ছাত্রদের হতে কলমের বদলে পিস্তল, দলাদলিতে নিয়মিত খুন হচ্ছে বাবা-মায়ের আশার প্রদীপগুলো। টেন্ডারবাজি, চাঁদাবাজী থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে ছাত্র নামের রাজনীতিকরা করচ্ছে না। ছাত্রদল ক্ষমতায় থাকাকালে তারাও এসব কর্ম করেছে কিন্তু বর্তমান ছাত্রলীগ তাদের চেয়ে যে কাজটা সবচেয়ে মনযোগ দিয়ে করছে তাহলো ধর্ষন কর্ম। শুধু এই কর্ম করে তারা ক্ষান্ত নন তাদের সেই বীরত্বপূর্ণ কাজ ধারণ করে সারাদেশের মানুষকে দেখার ব্যাবস্থা করছে। ২০০১ সালে গ্রাম জনপদে বিএনপি-জামায়াত জোটের লীগ বিরুধী প্রচারের মধ্যে ছিল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার ধর্ষনের সেঞ্চুরী বিষয়। গ্রামে এখনো সভ্যতা বলতে কিছু টিকে আছে, তাই ছাত্রলীগের এই কর্মকান্ড নির্বাচনে আওয়ামলীগকে ভোগাবে।

২) গুমঃ এই শব্দটা বাংলাদেশের প্রতিটি জনপদে এক আতঙ্কের নাম। আওয়ামলীগ বিরুধীমত দমনে এই গুমকে এক মস্ত হাতিয়ার হিসাবে ব্যাবহার করছে। গুম নিয়ে বেশী কিছু বলা উচিত হবে না, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পরোক্ষভাবে গুমকারীরদের পক্ষে সাফাই গাইছেন।

৩) শিক্ষা ব্যাবস্থার মারাত্বক অবনতিঃ শিক্ষা জাতির মেরুদন্ড, সুশিক্ষা ছাড়া কল্যাণমূলক রাষ্ট্র কল্পনা করা যায় না, কিন্তু আমাদের দেশের শিক্ষার বর্তমান কি হাল? সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লাজুক অবস্থায়। প্রশ্ন ফাঁস এখন স্বাভাবিক বিষয় তা পিএসসি হোক আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক। প্রশ্ন ফাঁস এখন এদেশের শিক্ষাখাতে মহামারী হিসাবে দেখা দিয়েছে। প্রতি বছর পাঠ্যবইয়ে তথ্যগত মারত্বক ভুল থাকছে। আমার দেশের স্বাধীনতা দিবস কত তারিখে, কত তারিখে আমাদের মহান বিজয় দিবস যা দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রের জানার কথা, সেখানে এসএসসি এ প্লাস পাওয়া ছাত্র বলতে পারছে না, এটুকুতে মোটামুটি ধারণা করা যায় শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

৪) বিচার-ব্যাবস্থা মেরুদন্ড বাঁকা করাঃ মানুষের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল বিচারলয় কিন্তু আওয়ামলীগ সরকার বিচার বিভাগের মেরুদন্ড বাঁকা করে দিয়েছে, প্রধান বিচারপতির চাকরী হারাতে হল, সরকারের বিপক্ষে রায় দেওয়ার কারণে, নিম্ন আদলতের বিচারপতিরা যদি সরকারের কথা মত রায় না দেয়, তাহলে কি অবস্থা হবে!!!

৫) মাত্রাঅতিরিক্ত দলীয়করণঃ বন্দরে লস্কর পদ মানে জাহাজের রশি বান্ধা আর পাহারা দেওয়া, এই সামান্য পদের জন্য মন্ত্রী কিংবা এমপির সুপারিশ লাগে!!! আর বড় পদগুলি!!! মন্ত্রী কিংবা এমপি নিশ্চই তাদের দলের লোক ছাড়া সাধারণ কোন লোকের জন্য সুপারিশ করবে না।

৬) আইন-শৃঙ্খলা বাহিনির বেপরোয়াঃ পুলিশ, র্যাব মানে মানুষে বন্ধু, মানুষের জীবন মানের নিরাপত্তা দিবে, কিন্তু বর্তমানে দেশে সম্ভবত এই দুই বাহিনী সেবার বদলে ছাত্রলীগের মত চাঁদাবাজীতে ব্যাস্ত।

৭) দ্রব্যমূল্যঃ বর্তমান বাজারের দ্রব্যমূল্য নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, সেখানে গরীব শ্রেনীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িতে পারে তা অনুমেয়।

৮) অতিরিক্তি আত্নঢোল বাজানোঃ আওয়ামলীগ কোন কিছুতে একটু সাফল্য পেলেই তা বহুগুনে বাড়িয়ে মিডিয়া কভারেজ করে, শিক্ষিত সমাজ এই ধরনের কাজ মোটেই পছন্দ করে না।


আর মিডিয়ার টুটি চেপে ধরা, মাছ ব্যাবসায়ী এমপিদের কোটি কোটি টাকার মালিক হওয়া কাহিনী যদি বিএনপি জনগনের সামনে তুলে ধরতে পারে তাহলে আওয়ামলীগের পরাজয় নিশ্চিত।

তবে প্রধান শর্ত হচ্ছে নির্বাচন ফেয়ার হতে হবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

এম আর তালুকদার বলেছেন: জয় পরাজয় জানিনা ফেয়ার নির্বাচন চাই, ভোটের অধিকার চাই...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

শাহিন-৯৯ বলেছেন: আমার মনে হয়, এদেশের রাজনীতিবিদদের কাছে মানুষের এখন এক মাত্র চাওয়া- ভোটের অধিকার, বাঙ্গালী জাতি ভোট উৎসব দিন হারিয়ে ফেলেছে।

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের পরাজয়ের যথেষ্ট কারণ সৃস্টি হয়েছে, কিন্তু তাদেরকে পরাজিত করার মত দল রাজনীতিতে নেই।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০১

শাহিন-৯৯ বলেছেন: আপনার কথা অস্বীকার করার উপায় নাই, কারণ বিএনপির রাজনৈতিক ভুল সিধান্ত তাদেরকে অনেক দুর্বল করে দিয়েছে, এখন কামব্যাক করার একটা উপায় আছে, দলের আগাছা ছেটে নতুন নেতৃত্ব আনতে হবে তাহলে জনগনের মন কিছুটা হলেও পাবে কারণ আওয়ামলীগ এ পথ করে দিচ্ছে।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার ভোট আমি দিবো যাকে খুশী তাকে দিবো । :)
নিশ্চিত একটি সুস্থ নির্বাচনের কামনা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০২

শাহিন-৯৯ বলেছেন: সারা দেশবাসী আপনার মত একই কথা বলে---
আমার ভোট আমি দিবো যাকে খুশী তাকে দিবো,
তবে ভোট দিতে চাই।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভয়েই তো আওয়ামী লীগ স্বাভাবিক নির্বাচন দেয় না বা দিতে চাইছে না...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: জোর করে ক্ষমতায় থাকা যায় ঠিকই কিন্তু ইতিহাসে নাম উঠে হিটলারদের সারিতে।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৩

আমি তনুর ভাই বলেছেন: খমতার লোভে পেয়ে বসলে কখনোই ফল ভালো হয়না।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

শাহিন-৯৯ বলেছেন: যে কোন লোভই ভাল নয়।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০২

কলাবাগান১ বলেছেন: জামাতি-রাজাকারদের কোন ক্ষমতার লোভ নাই...উনারা শুধু জনগনের 'সেবা' করতে চায়

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

শাহিন-৯৯ বলেছেন: ক্ষমতার লোভ না থাকলে কেউ রাজনীতি করত না।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:

"এখন কামব্যাক করার একটা উপায় আছে, দলের আগাছা ছেটে নতুন নেতৃত্ব আনতে হবে তাহলে জনগনের মন কিছুটা হলেও পাবে কারণ আওয়ামলীগ এ পথ করে দিচ্ছে। "

-সেই দলের ১ম আগাছা হচ্ছে বেগম জিয়া; উনাকে সামনে রাখে মিলিটারী দেশ চালায়েছিল; ওখানে গাছা ছিল মিলিটারী।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

শাহিন-৯৯ বলেছেন: আপনি মিলিটারীতে বড্ড অভ্যাস্ত।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

হিট_ম্যান বলেছেন: সুন্দর কথা ।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

আমি তনুর ভাই বলেছেন: মাদক এই আমলে সীমা ছারিয়েছে, আমি এই কারনে ৩য় কোন দল খুজে ভোট দিবো।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫

শাহিন-৯৯ বলেছেন: হ্যাঁ, মাদক এখন সামাজিক ব্যাধিরুপে দেখা দিচ্ছে।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

আবু তালেব শেখ বলেছেন: ব্যক্তিগত ভাবে শেখ হাসিনা সৎ থাকলেও দলের বাকি সবাই খায় খায় ভাব। আংগুল ফুলে যাদের বটগাছ। উন্নয়ন দেশে হয়েছে কিন্তু তার থেকে বেশি পকেটে গ্যাড়াইছে।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০০

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্য খন্ডন করার মত কেউ হয়তো আমাদের রাজনীতির ময়দানে নাই।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: সুতরাং স্বাভাবিক নির্বাচন হচ্ছে না। তাই সেই স্বপ্ন বা দেখাই ভাল।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন: স্বপ্ন আমি দেখি না, বিএনপি দেখে। আমি শুধু আমার ব্যাক্তিমত তুলে ধরেছি।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

উম্মু আবদুল্লাহ বলেছেন: সুতরাং স্বাভাবিক নির্বাচন হচ্ছে না। তাই সেই স্বপ্ন না দেখাই ভাল। হাসিনাকে ক্ষমতায় রেখে কোন গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

শাহিন-৯৯ বলেছেন: হাসিনাকে ক্ষমতায় রেখে কোন গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়।

এইটা শেখ হাসিনা নিজেও জানে।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামী লীগের ভুলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাটা বোকামি।
বরং বিম্পি-জামাট জোটের এমন দুচারটি ভাল অর্যন উল্লেখ করুন। যাতে মানুষ তাদেরকে আবার গদিতে বসাবে।
আমার তো মনে হয় একটিও দেখাতে পারবেননা

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: বরং বিম্পি-জামাট জোটের এমন দুচারটি ভাল অর্যন উল্লেখ করুন। যাতে মানুষ তাদেরকে আবার গদিতে বসাবে।
আমার তো মনে হয় একটিও দেখাতে পারবেননা

তত্বাবধায়ক সরকার বিল পাশ। এইটা ছিল আমার মতে সবচেয়ে ভাল কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.