নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ইউনেস্কো কি? খায় না মাথায় দেয়।

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭



ছবি "প্রথম আলো "



আজ সারাদেশে আওয়ামলীগ আনন্দ মিছিল করেছে কারণ ইউনেস্কো নামের একটা প্রতিষ্টান নাকি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি তাদের নথি-পত্রে উঠিয়েছে। আসলে এরা কি ভাল প্রতিষ্টান? কিছুদিন আগে আমাদের উন্নয়নের সাথে কত বিরুধীতা করল তারা, আমাদের বিদ্যুৎ উদপাদনে ক্ষতি করতে চাইছিলো, কত্ত বড় সাহস!! বলে কিনা মংলা বন্দরে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরী করলে সুন্দরবনের ক্ষতি হবে। মায়ের চেয়ে মাসির দোরত।

কিন্তু আমার মাথায় ঢুকছে না, যে আওয়ামলীগ তাদের জুতা-পেটার অবস্থা করল আবার তাদের দেওয়া স্বীকৃত নিয়ে এত্ত লাফালাফি!!!


৭ই মার্চের ভাষণকে কারা স্বীকৃত দিল আর কারা স্বীকৃত দিল না তা দিয়ে এই ভাষণের গুরুত্ব মাপা বড় অন্যায় হবে। ৭ই মার্চের ভাষণ ছিল একটি বঞ্চিত জাতির আলোর দিশা, একটি স্বাধীণ ভূ-খন্ডের জন্মের আহবান। যে ভাষণ শুনে লক্ষ লক্ষ জনতা জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছিল। জন্ম দিয়েছিল একটি নতুন দেশের। সেই ভাষণ কে বা কারা স্বীকৃত দিল তা নিয়ে মাথা না ঘামিয়ে, উচিত সেই ভাষনের ডাক পূরণ করার জন্য মন দিয়ে কাজ করা।

বারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

আমরা কি সত্যিকারের মুক্তি পেয়েছি!! এখনো দেশের অর্থনীতি নাজুক, দরিদ্রে ভরা, বৈষম্যপূণ্য পুরো সমাজ। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে রাজনীতি না করে, তার স্বপ্ন পূরণ করলেই তবে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

আওয়ামলীগকে ভাবতে হবে এদেশের মানুষ এখন মোটামুটি সচেতন-- তাই তাদের দ্বি-মুখী নীতি পরিহার করা উচিত। ইউনেস্কো যদি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তাদের ঐতিহাসিক দলিলে লিবিবদ্ধ করে ভাল কাজ করে থাকে, তাহলে তারা যে বলে মংলা বন্দরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে, তাদের একথাও ১০০% ঠিক।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

ইউনেস্কো না থাকলে, আপনি হয়তো ব্লগে লিখতে পারতেন না; আপনি যেই প্রাইমারী স্কুলে পড়েছেন, উহার পত্তন কিংবা শিক্ষকদের বেতনের টাকা ইউনেস্কোর টাকায় হওয়ার সম্ভাবনা শতকরা ৭০ ভাগ। শিশু মৃত্যু থামানোর জন্য প্রাথমিক দাতব্য চিকিৎসালয়গলোর টিকা থেকে বেতনের বিরাট থাকা ছিলো ইউনেস্কোর।

আপনি কি প্রশ্নফাঁস জেনারেশনের অংশ?

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শাহিন-৯৯ বলেছেন: আপনি আমার লেখার অর্থই বুঝেননি, ইউনেস্কো কি খুব ভালভাবে বুঝি আমি, আমি এক বছর আগের লীগের কথাগুলো ব্যাঙ্গ করে লিখেছি।

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: তবে যাই ই বলেন- এটা আমাদের অনেক বড় পাওয়া।
জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াবার হাতিয়ার।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

শাহিন-৯৯ বলেছেন: আমিও তাই মনে করি, কিন্তু আওয়ামীগের উচিত মংলার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভাবা। কারণ ইউনেস্কো আজাইরা কিছু করে না।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইউনেস্কোর কাজ ইউনেস্কো করেছে। এগুলো বেশী হাইলাইট করার উদ্দেশ্যে হলো রাজনীতি। কালকে যদি ইউনেস্কো জিয়ার স্বাধীনতা পাঠের ভাষণকে স্বীকৃতি দেয় দেখবেন বি এন পি-ও একই মাতামাতি করবে...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

শাহিন-৯৯ বলেছেন: আমাদের রাজনীতিবিদদের যোগ্যতা এত নিম্ন মানের যে কেউ যদি বলে "তুমি তো খুব ভাল নেতা" ব্যাস, আর কি লাগে, ঢোল কত নিয়মে কত জায়গায় পিটাতে হয় তা আমাদের মাথা মোটা রাজনীতিকরা জানেন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

মানিজার বলেছেন: যেই ঘোড়া বেশি লাফায় সেইটা সুস্থ ঘোড়া না ।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: খুবই বুদ্ধিদীপ্ত মন্তব্য।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

আলআমিন১২৩ বলেছেন: সরকারী কমচারী শৃংখলা বিধি আর রাজনীতি একাকার হয়ে গেছে।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১

শাহিন-৯৯ বলেছেন: কিছুই বলার নাই। শুধু দেখে যেতে হবে তেরেজমাতি।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

খাঁজা বাবা বলেছেন: জীয়ার কিছূ স্বীকৃতি দিলে আওয়ামীলিগ কি করবে?

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

শাহিন-৯৯ বলেছেন: আদালতে মামলা হবে।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

গন বলেছেন: ড. ইউনিস সাহেব যখন নোবেল অর্জন করে তখন বলা হয় ,টাকা দিয়ে ঐটা কেনা হয়েছে। ইউনেস্কোর এ্ই পুরষ্কার নিয়েও আমাদের অনেক কিছু ভাবায়। কারন কি যেন টিইলিপ না বিউলিপ তারা এই দেশে রাজনীতি করেন না। তারা এখন বিদেশী রাজনীতিক। যুবলীগ নেতা ওমর ফারুকরা কয়েকমাস আগে লন্ডন গিয়ে কিসের জন্য লবিং করিছিলেন তাও আমরা পত্রিকা মারফত দেখেছি।

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

শাহিন-৯৯ বলেছেন: বড় চিন্তায় ফেলে দিলেন। ৭ই মার্চের ভাষন নিয়ে এ রকম কিছু হয়ে থাকলে খুবই অন্যায় হয়েছে।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১১

এম আর তালুকদার বলেছেন: সত্যিই আমরা কি মুক্তি পেয়েছি ?

চাঁদগাজী সাহেবের কথায় কিছু মনে করবেন না কারন তিনি এমনই।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৫

শাহিন-৯৯ বলেছেন: চাঁদগাজী সাহেবের কথায় কিছু মনে করবেন না কারন তিনি এমনই।

আমি উনাকে শ্রদ্ধা করি, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা।
মতের অমিল থাকতেই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.