নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
১৮ ই আগস্ট ২০১৬, ফেসবুকে একটা ছোট status দিয়েছিলাম,
হুমায়ন আহমেদ একবার বলেছিলেন, প্রত্যেক মানুষ আলাউদ্দিনের চেরাগ নিয়ে জন্মায় কেউ তা থেকে দৈত্য বের করতে পারে আবার কেউ পারে না, আমার জীবনে চলার পথে সবাইকে কম-বেশী দৈত্য বের করতে দেখেছি শুধু আমি পারিনি চেরাগ থেকে দৈত্য বের করতে, হয়তো আমার চেরাগের দৈত্য মারা গেছে, না হয় পালিয়ে গেছে, দূর থেকে সবার দৈত্য দেখে ভালই লাগে তবে মাঝে মধ্যে যে একটু হিংসা হয় না, বললে মিছে বলা হবে।
আমার এক কলিগ মন্তব্য করলঃ আমাদের বাসায় পুরানো একটা চেরাগ আছে, এইটা ঘঁষে দেখতে পারেন।
তবে, এই পোড়া কপাল পরীক্ষা করার জন্য আর চেরাগের পিছনে ছুটিনি।
অনেকদিন পর আবার অালাদিনের চেরাগের কথা মনে পড়ল। রংপুর সিটি কর্পোরেশন প্রার্থীদের হলফনামা দেখতে গেয়ে দেখলাম সদ্য বিদায়ী মেয়রের আয় বেড়েছে তিনগুন। বাস্তবে খুঁজতে গেলে তা আরও কয়েক গুন বাড়বে এটা নিশ্চিত। এরপর গুগল মামার সাহায্য নিয়ে আমাদের এমপি, মন্ত্রীদের হলফনামা দেখতে লাগলাম, দেখলাম সবার মোটামুটি আয় বেড়েছে, কিন্তু কারোর কারোর আয় অাঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মত। অনেকের আয় বেড়েছে ১০০ গুন থেকে ৩০০ গুন পর্যন্ত। সবচেয়ে মজার ব্যাপার হল অনেকে নাকি মাছ চাষ করে এই আয় করেছে অথচ গত পাঁচ বছর মাছ চাষ করে খুব বেশি লাভ করতে পারছি না আমরা, নাকি ক্ষমতার চাদর গায়ে থাকলে মাছ দ্রুত বড় হয়।
অধিকাংশ এমপি, মন্ত্রীদের উপহার থেকে উল্লেখযোগ্য আয় আছে। আমাদের প্রধানমন্ত্রীর গাড়িটি নাকি উপহার হিসাবে পাওয়া। আচ্ছা মানুষ কি উপহার এমননিতে দেয় নাকি কোন উদ্দেশ্য হাসিল করতে দেয়? তাদের সেই সকল স্বার্থ আমাদের জাতীয় কোন সম্পদ নষ্ট করে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। শুধু যে এই সকল জনপ্রতিনিধিদের আয় বাড়ে তা নয় তাদের স্ত্রীরা গৃহিনী হয়েও কোটি কোটি টাকার মালিক বনে যান।
অযথা অন্য চেরাগের পিছনে না ছুটে, যদি ক্ষমতার চেরাগের পিছনে ছুটতাম তাহলে আজ আমার দৈত্যের নিখোঁজ হওয়ার খবর কাউকে জানাতে হত না।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
শাহিন-৯৯ বলেছেন: আমার জীবনটা দশ বছরের লেট। মানে,
আমি এখন যা বুঝি তা আসলে আমার দশ বছর আগে বুঝা উচিত ছিল অন্যদের দেখলে তাই মনে হয়।
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
দৈত্য কাউকে লন্ডন নিয়ে গেছে, কাউকে নিউইয়র্ক; চৌধুরী আলম ও ইলিয়াস মিয়া এখনো হয়তো দৈত্যের পিঠে বসে আছে; আপনি আবার একই দৈত্যের পিঠে উঠে বসিয়েন না।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
শাহিন-৯৯ বলেছেন: আমার এত বড় বড় দৈত্যের দরকার নেই, হানিফ আর পলকের দৈত্যটা হলে চলবে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩০
কানিজ রিনা বলেছেন: রাজনীতি মানে ব্যবসা এ ব্যবসার লছনাই।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭
শাহিন-৯৯ বলেছেন: এই ব্যবসায় শুধু নিজের লাভ তা নয়, পুরো চেীদ্দ গোষ্টির লাভ। শুধু লাভ আর লাভ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চেরাগ সবার থাকে না।
কেউ বা পায় জন্ম সূত্রে।
আমি কোন ভাবেই পাই নি।
২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫৬
শাহিন-৯৯ বলেছেন: আপনি আমার মত অভাগা। কোন চেরাগ পাননি।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: আলাদিনের চেরাগ থাকলে পৃথিবীটা আমি বদলে দিতাম।
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
শাহিন-৯৯ বলেছেন: আপনার চিন্তা অনেক সৎ। কিন্তু এ দেশে যাদের চেরাগ আছে বদলে দেওয়ার তারা কোনদিন আপনার মত করে ভাবেননা।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ক্ষমতার চেরাগের লোভ কোনদিন করিনা। নিজে যা পারি তাই নিয়ে সন্তুষ্ট।
কিছু টাইপো আছে ঠিক করে দিন।
পড়া কপাল<পোড়া কপাল
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
শাহিন-৯৯ বলেছেন: আমরাই হয়তো একদিন এ দেশকে বদলে দিব। ক্ষমতার বাহিরেও থেকে।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি সিদ্ধান্ত নিলেন এখন?
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
শাহিন-৯৯ বলেছেন: অসৎ পথ মাথায় ঢুকে নারে ভাই।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আয়!!!
উহাতো কেবল ক্ষেমতায় গেলেই বাড়ে!!!
ক্ষেমতায় যান!! আয় বাড়ার চেড়াগ পেয়ে যাবেন কনফার্ম!!
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
শাহিন-৯৯ বলেছেন: আপনার কথার উপর ভরসা নিয়ে তাহলে নাম লিখিয়ে ফেলি নাকি!!!!
বিলি ভাই যেখানে ভয় নেই সেখানে।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত দেরি হলো পেতে?