নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
বাংলাদেশের বর্তমান সেরা ধনী, বর্তমান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।
চেয়ারম্যান সাহেব
মঞ্চে উঠে
বলল-হুঙ্কার ছেড়ে,
"উন্নয়নের জোয়ার বইবে
সব এলাকা জুড়ে"
"চোর-বাটপার
সাফ করিব
জীবন বাজি রেখে"
আমজনতা তালি দিয়ে
বলল-হেসে হেসে
এমন নেতা দেখা মেলে
শত জনম পরে।
ফেরার পথে মন্টু মিয়া
বলল-চেয়ারম্যান সাহেব
একটি কথা বলতে চাই
অভয় যদি মিলে।
অভয় পেয়ে মন্টু মিয়া
বলল কানে কানে
বন্যার টিন, গরীবের চাল
সবইতো দেন মেরে।
"ভিক্ষুকের ছাগল!
সেটারও ভাগ-
নিছেন সবার আগে।
মন্টু মিয়ার কানটা টেনে
বলল-চেয়ারম্যান হেসে
বলদরে তুই, বলদ রইলি
বুদ্ধি হবে কবে?
"ছেলে পড়ে বিলেত আমার
মেয়ে কানাডায়
টিনের টাকা না আসিলে
খরচ পাব কোথায়?
মন্টু মিয়া বলল তখন
মঞ্চে ওসব তবে!
"হায়রে বলদ
রাজনীতিটা বুঝবি তুই কবে?
"বাহিরে এক ভিতরে অন্য
এটাই এখন নীতি
নিজের পকেট না ভরিলে
কিসের রাজনীতি!
(বন্যার টিন, গরীবের চাল, ভিক্ষুকের ছাগল এখানে দূর্নীতির রুপক অর্থে, চেয়ারম্যান ক্ষমতার রুপক অর্থে, মন্টু মিয়া ক্ষমতাবানদের বলদ চামচা )
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
শাহিন-৯৯ বলেছেন: সেটারও একটা বেনিফিট আছে, নেত্রী যা বলবে তা শুধু জি ম্যাডাম জি ম্যাডাম করে যাবে, কথা বলার কোন সুযোগ তারা পাবে না।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
নিরাপদ দেশ চাই বলেছেন: দুই পরিবার বাংলাদেশের রাজনীতিকে একটা মাফিয়া ব্যবসায় পরিনত করেছে। এত নিকৃ্ষ্ট ও ভয়ঙ্কর রাজনীতি এই পৃথীবিতে দ্বীতিয়টা আর নাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
শাহিন-৯৯ বলেছেন: আমাদের দেশের বর্তমান এই অবস্থার জন্য সমানভাবে দুই পরিবার দায়ী, কিন্তু কিছু লোক তা মানতে নারাজ, আমার জানতে ইচ্ছে
করে তারা কোন চমশা পরে এদেরকে দেখে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: বর্তমান রাজনীতি রূপ ভালো ভাবে ফুটে উঠেছে কবিতায় ।
ভালো লাগল কবিতা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
শাহিন-৯৯ বলেছেন: আমার বলার উদ্দেশ্য আপনি বুঝতে পেরেছেন জেনে খুব ভাল লাগল।
আপনার মন্তব্য জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: আপনার ছড়ায় দেশের রাজনীতিবিদদের সত্য দৃশ উঠে এসেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্য জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
নিরাপদ দেশ চাই বলেছেন: যারা মানতে নারাজ, এরা তাদের দলীয় লোক। লুটেরাদের প্রতি সমর্থন জানানোর আর কোন কারন নাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি ১০০% সহমত। আমরা যদি এদের পিছে অন্ধের মত না ছুটতাম, তাহলে এই দুই পরিবার কখনও এত লুট-পাট করতে পরত না।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও ধনী হইতে চাই তবে এরকম ছ্যাচড়া পদ্ধতিতে না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
শাহিন-৯৯ বলেছেন: আপনার সৎ পথে চলার যে ইচ্ছা, আল্লাহ তা বহুগুনে বাড়িয়ে দিক, এই দোয়া করি।
আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই নেত্রীর কারণে আজকে দেশের এই অবস্থা। তেনাদের সুযোগ ছিল তেনারা ক্ষমতায়(তেনাদের আমরা সরতে বলিও না) থেকেই এই নিয়মের পরিবর্তন ঘটাতে পারতেন...
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫
শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত আমি।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
অলিউর রহমান খান বলেছেন: অসাধারণ! বেশ!
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১
শাহিন-৯৯ বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ রহিল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা একটি নিয়ম মেনে চলেন, উনি তাদেরকে উপদেষটা হিসেবে নেন, যারা উনার থেকে কম বুঝেন; শেখ সাহেবও তাই করতেন, তোফায়েলকে রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন একবার।