নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
গত টানা ১০ দিন ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ, তার মূলত দাবি ২৭ বছর ধরে বন্ধ থাকা ডাকসুর কার্যক্রম দ্রুত চালু করা।
৮০ দশকে ডাকসুর জন্ম দেওয়া নেতারাই বিভিন্ন দলে এখন বড় অবস্থানে। আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদকও ডাকসুর নির্বাচন করেছেন যদিও তিনি পরাজিত হয়েছিলেন মান্নার কাছে। তবুও সেই সোনালি যুগের অনেকের নেতৃত্ব দেওয়ার গুনাবলী ছিল।
আজ বাংলদেশে ভাল নেতার অভাব, ডাকসুর কার্যক্রম যদি বন্ধ না হত তাহলে হয়তো এই অভাব দেখা দিত না। আমাদের নেতা নামে ব্যাবসায়ী লুটেরাদের চোখ বুজে সহ্য করতে হত না।
আমাদের দুই নেত্রী কখনও ডাকসুর কার্যক্রম চালুর পক্ষে যাবে না কারণ তারা জানে ডাকসু শক্তিশালী হলে তাদের পরিবারতন্ত্র বিলুপ্ত হতে পারে।
আজ নতুন রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’ জন্ম নিয়েছে, এরকম হাজার ফ্রন্ট জন্ম নিলেও লাভ হবে না যদি গাছের মূল শক্ত না হয়।
দেশকে এগিয়ে নিতে হলে সবখানেই স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে, ডাকসুর আন্দোলন সফল হলে সেক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে।
শাহবাগ আর শাপলা চত্বরে অনেক নেতাদের দেখলাম কিন্তু ডাকসুর আন্দোলনের পাশে কেন নেই আমাদের নেতারা নাকি দুই নেত্রীর সবুজ সংকেত নাই!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৮
শাহিন-৯৯ বলেছেন: এই দুইজন ইহকালে সবুজ সংকেত দিবে বলে আমার মনে হয় না।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
এম আর তালুকদার বলেছেন: শুনেছি নারীরা লাল রং বেশি পছন্দ করে তাই হয়তো প্রতিদিন প্রতি আমলেই পত্রিকার পাতায় লাল রঞ্জকের ছবি দেখি । তাহলে সবুজ রংয়ের সংকেতের আশা করেন কেন ???
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
শাহিন-৯৯ বলেছেন: হা হা হা ভালই বলছেন ভাই।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই, রাজনীতি থাকুক। তবে ক্যাম্পাস রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ করতেই হবে। ছাত্রদের মূল রাজনীতি করতে হবে ক্যাম্পাসের বাইরে গিয়ে। ছাত্র রাজনীতি আমাদের দেশে আর ভালো কিছু দিতে পারবে না। ল্যান্ড ফোনের যুগ শেষ, কেন বারবার সেটাকে টিকিয়ে রাখা?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬
শাহিন-৯৯ বলেছেন: আমি আপনি চাইলেও এখনই ছাত্র রাজনীতি বন্ধ হবে না, ডাকসু হলে যেটা হবে মেধাবীদের কিছু অংশ এখানে আসবে রাজনীতিতে। এখনতো মেধাবীরা বাহিরে চলে যাচ্ছে সব। আর ছাত্র নামের সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়ে পরিবেশ চরম নষ্ট করে দিচ্ছে। আমি ব্যাক্তিগতভাবে ছাত্র রাজনীতি বিপক্ষে তবে নাই মামার চাইতে মনে হয় কানা মামা ভাল।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
ডাকসু হলো ডাকাত তৈরির কারখানা; অনশনরত ইডিয়টকে পাছা দিয়ে ডিম দিয়ে অনশন ভাংগানোর দরকার; ডাকসু ফাকসু ডাকাত সৃস্টি করেছে সব সময়; রাজনীতিবিদ ঐভাবে হয়নি কোনদিন।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮
শাহিন-৯৯ বলেছেন: আপনি কি বলবেন? কিভাবে ভাল নেতা তৈরি সম্ভব।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আজ পর্যন্ত দেশের পরিবর্তন বা বিপ্লব যাই বলি না কেন, মূলত ক্যাম্পাসের ছাত্ররাই করেছে।। তা যে মত আর দলেরই হোক না কেন।। একটু ঘেঁটে দেখুন, বুঝতে অসুবিধা হবে না।।
আর আপনার অনশনের ছাত্রও কোন না কোন দল/মতের অনুসারী।। না হলে নিজেকে লাইমলাইটে তোলার একজন!!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪
শাহিন-৯৯ বলেছেন: তার দল থাকতেই পারে কিন্তু তার এই স্বাধীনভাবে দাবি জানানোর জন্য লড়াই আমি সাপোর্ট করি, ছোট ছোট ছাড় দিতে দিতে আজ দেশের গণতন্ত্র আদালতের বাক্সের ভিতর।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
নেতা হয়েছিল শেরে বাংলা, ইংরেজীতে মাষ্টার্স করতে গিয়ে পরীক্ষার ৬ মাস আসে স্পেশাল পারমিশন নিয়ে অংকে পরীক্ষা দিয়ে ১ম প্রেণীতে পাশ করেছেন; যেই বুলশিটার অনশন করছে, উহা ফাঁস-করা প্রশ্নে পাশ করেছে। পড়ালেখায় ভালো না হওয়ায় শেখ সাহেব অসফল হয়েছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
শাহিন-৯৯ বলেছেন: ঠিক আছে আরো ১০০ বছর অপেক্ষা করি শেরে বাংলার মত কেউ যদি আছে। ততদিন ঘুমিয়ে আপনার মিলিটারী গল্প শুনি।
শেরে বাংলারা শতাব্দীতে দুই একজন আসে, সবসময় না।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @চাঁদগাজী- ঐ বুলশিটার রেগুলার ছাত্র নয়। ইভনিং শিফটের ছাত্র...
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
শাহিন-৯৯ বলেছেন: ইভনিং শিফট আছে বলেই সে ছাত্র।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৯
তার ছিড়া আমি বলেছেন: সভ্যসমাজে ছাত্র রাজনীতি কাম্য নয়।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯
শাহিন-৯৯ বলেছেন: আমরা কি সত্যি সভ্য সমাজে আছি!!
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: ওস্তাদ চাঁদগাজী সাহেবের দুইটা মন্তব্যের সাথেই আমি একমত।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
শাহিন-৯৯ বলেছেন: উনাকে একবার প্রশ্ন করেছিলাম, কারা দেশ চালানোর যোগ্যতা রাখে? তিনি উত্তর দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা আর ৮০ শতকের ছাত্র নেতারা!! এখন বলছে ডাকাত!!!
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
বেনামি মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেব ব্লগে অনেক ভালো লিখেন। প্রতিটা ব্লগে তিনি বিরূপ মন্ত্যব্য করেন। তিনি মন্তব্য করেন তীর্যক স্টাইলে। কেউ প্রতিবাদ করলে উনি শেষ মুহূর্তে বিদ্রূপাত্মক মন্তব্য বলে কাটিয়ে দিবার ক্ষমতা রাখেন। উনার মতে ব্লগে সবাই মূর্খ, বোকা। আমার মতে উনি জ্ঞানী।
গাজী সাহেব, মজা করেছি। সিরিয়াস হবেন না।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
শাহিন-৯৯ বলেছেন: নো কমেন্টস।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
ঢাকাবাসী বলেছেন: দুই নেত্রীই জানেন বিশ্ববিদ্যালয়ে ডাকসু থাকলে তাদের খবর হয়ে যাবে তাই কেউ ডাকসু চাননা আর পাতি নেতারা সবাই নেত্রীদের কথার বাইরে যাবার কথা ভাবতেই পারেনা! তাই নো ডাকসু, চলুকনা এভাবেই বাকি জীবন!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
শাহিন-৯৯ বলেছেন: ঠিকই বলেছেন। আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫
এম আর তালুকদার বলেছেন: সবুজ সংকেত নাই।