নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, (?) আমার ব্রাকেটবন্দী কিছু প্রশ্ন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০





প্রধানমন্ত্রীর সম্মেলনের চুম্বক কিছু বক্তব্য, আমার ব্রাকেটবন্দী কিছু প্রশ্ন।

০১) যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তারা নির্বাচনে আসবে না। এক্ষেত্রে কিছু করার নেই।
০২) গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে আসা প্রত্যেক দলের কর্তব্য।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই কথা কি শুধু ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় নাকি ক্ষমতার বাহিরে থাকলেও? যদি ক্ষমতার বাহিরে থেকেও একই কথায় ঠিক থাকেন তাহলে আপনার সাথে আমি ১০০% একমত।
কিন্তু বিশ্বাস করি কিভাবে? ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বলেছিলেন, ক্ষমতায় থাকি আর না থাকি হরতাল করব না। কিন্তু ২০০১ সালের পরেতো এ জাতি লগি-বৈঠা আন্দোলন দেখেছে!

০৩) ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ

বর্তমান আমরা বা উন্নত কম কিসে? ৭০ টাকা চাউল কিনছি!! উন্নত না হলে বাজারে এত খরচ করার সাধ্য আসে কার!

০৪) খুনি–যুদ্ধাপরাধীরা যেন ক্ষমতায় আসতে না পারে

আপনার সাথে প্রায় একমত, ১০০% একমত হতাম যদি বলতেন স্বৈরাচার গ্রুপও ক্ষমতায় না আসতে পারে!!

০৫) প্রধানমন্ত্রী মনে করেন, বিএনপি নাকে খত দিয়ে এবারের নির্বাচনে আসবে
০৬) বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটা তাদের সিদ্ধান্ত। সাধাসাধির কিছু নেই।

মন্তব্য নাই।

০৭) ট্রাম্পের জেরুজালেম ঘোষণা গ্রহণযোগ্য নয়, স্বাধীন ফিলিস্তিন হতে হবে

আপনার সাথে পুরো জাতি মনে হয় একমত। আমেরিকার এই উল্লুকটা একটা দীর্ঘ মেয়াদী অশান্তির ব্যাবস্থা করল।


০৮) তারেক সাজাপ্রাপ্ত আসামি, ফিরিয়ে আনা হবে
০৯) সৌদিতে টাকা পাচারের বিচার দেশে হবে

গত ৯ বছরে হাজার হাজার কোটি টাকা আপনার এম,পি মন্ত্রীরা বিদেশে পাচার করেছে, তার কি বিচার হবে এই দেশে আপনার আমলে?

১০) আগামীতে ভোট না দিলে আফসোস থাকবে না

কেন মাননীয় প্রধানমন্ত্রী? জরিপ কি বুঝে ফেলেছেন!!!

১১) বাংলাদেশকে বিশ্ব সমীহ করে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

সাথে গুমের রোল মডেল!!

১২) কোনো এমপি ডেঞ্জার জোনে নেই

তাই নাকি!!!

১৩) বিশ্বের শীর্ষ তিন সৎ নেতার মধ্যে আমি একজন

ঠিক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের বড় ব্যাংক ডাকাত, শেয়ার বাজার লুন্ঠনকারী কেন আপনার উপদেষ্টা??

১৪) খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত

অবশ্যই ক্ষমা চাওয়া উচিত কারণ মানুষ মাত্র ভুল করে।

১৫) রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে বাংলাদেশ

শুধু মাত্র আমাদের অতি আপন বন্ধু রাষ্ট্র বাদে!!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

আমি তনুর ভাই বলেছেন:
তাহলে এক নামবার দেশ কোন মডেল, দাদা রে আদা পরে দেয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

শাহিন-৯৯ বলেছেন: আমরা কি তাহলে রোল মডেল না!!! বলেন কি?
এত নামি-দামি সাংবাদিকরা! তাহলে কিছু বলল না কেন?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ও উনার মাঝে পার্থক্য হচ্ছে: উনার বাবাকে হত্যা করার পর, এই দেশের সংবিধান বদলায়ে লিখা হয়েছিল যে, সরকার এই হত্যার বিচার চাইবে না; আর ২০০৪ সালে উনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টার পর, জর্জ মিয়াকে ধরা হয়েছিল; আপনি হয়তো সেগুলে মনে রাখেন না, উনি সেগুলোকে মনে রেখে পদক্ষেপ নেন; জাতির স্বার্থে উনি সেগুলোকে ভুললে ভালো হতো, কিন্তু মনে হচ্ছে উনি সেগুলোকে ভুলেননি

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহিন-৯৯ বলেছেন: আজকে সংবাদ সম্মেলন এই বিষয় ছিল না।
২০০৪ সালে উনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টার পর, জর্জ মিয়াকে ধরা হয়েছিল; আপনি হয়তো সেগুলে মনে রাখেন না। আপনার ধারণটায় অনেক ভুল। আমি আমার এক লেখায় বলেছি জর্জমিয়া বিএনপির রাজনীতি ইতিহাসে সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
আপনার বড় গুন হচ্ছে- আপনি চমৎকারভাবে প্রসংঙ্গ বাহিরে গিয়ে মন্তব্য করতে পারেন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আমি তনুর ভাই বলেছেন: সাংবাদিকরা ও বর্তমানে এক প্রকার খবর পরিচালক, ডোনার যেভাবে বলবে - ঐভাবেই পাবলিটি করে দিবে তারা। জিডিপিতে ৮নং বারমুডার জিডিপি- $৮৫.৭০০। বার্মা-$৫৮০০। নাইজেরিয়া $৫৯০০। রোল মডেলের জিডিপি কি $৩৯০০ হয় নাকি! তার মানে ১নং Liechtenstein $১৩৯.১০০২০৯ ডলার জিডিপি নিয়াও রোল মডেল হতে পারলোনা, কারন,তাদের তো আমাদের মতো পৃথিবী সেরা সাংবাদিক নাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শাহিন-৯৯ বলেছেন: কি বলেন ও দেশে জ ই মামুন, শ্যামল দত্তের মত গুনী সাংবাদিক নাই!!
তাহলে তারা কিছু করিনি এখনো, একজন সর্বপন্ডিত সাংবাদিক তৈরি করতে পারল না যারা, তারা কিভাবে রোল মডেল হবে?

আপনার মন্তব্যগুলোর সাথে দ্বিমত করার মত আসলে কিছু নেই।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আমি তনুর ভাই বলেছেন: শুভ কামনা রইলো

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

শাহিন-৯৯ বলেছেন: আপনার জন্যও রহিল আমার শুভ কামনা ও আন্তরিক অভিনন্দন।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতানুগতিক ভাষণ। খালেদা থাকলে হাসিনা আর আওয়ামী লীগের খিস্তি খেউড় করত...

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

শাহিন-৯৯ বলেছেন: খিস্তি খেউড় করত...
তা করুক, এটা আমাদের রাজনীতির কালচার।
কিন্তু তিলকে তাল বানিয়ে মিথ্যা খিস্তি খেউড় আর কত ভাল লাগে?

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি মিথ্যার উপরে ৯ বছর ধরে টিকে আছেন। এটা কীভাবে ছাড়বেন? উনার বা উনার দলের এই মিথ্যা থেকে ফেরত আসার পথ নেই...

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

শাহিন-৯৯ বলেছেন: সময় একদিন কথা বলবে।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

ইব্রাহীমলিজা বলেছেন: আমরা কি ভিক্ষুক জাতি?

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মহক বলেছেন: DO ANYBODY KNOW WHO FIRST SURRENDERED TO PAKISTAN ARMY IN 1971?
DO ANY BODY KNOW, WHAT WAS THE REASON FOR SURRENDER?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.