নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কি বর্জন রাজনীতি ছাড়বে?

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২






নির্বাচনের ফল নিজেদের পক্ষে না গেলেই বর্জন!!! এ কেমন কথা, বাংলাদেশের সব জায়গায় কি শুধু বিএনপি জিতবে? আরে বাবা, রংপুর সিটির নির্বাচনের যে ফল তাতে সবচেয়ে বড় লজ্জা পাওয়ার কথা আওয়ামলীগের, কারণ রংপুরবাসী "উন্নয়নের মহাসড়ক" প্রত্যাখান করেছে।

যাদের নিম্নতম রাজনীতি ধারণা আছে তারা জানে ফল এরকম হবে, যদি ৮০% সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশে জাতীয় পার্টি এখনো টিকে আছে রংপুরের ভোট নিয়ে।

বিএনপি হয়তো আরও একটু ভাল ফল করতে পারত যদি জামায়াত ভালমতো নির্বাচনে নামত কারণ এখানে বিএনপির চেয়ে জামায়াতের শক্ত কিছু এলাকা আছে।

কথায় কথায় এই রকম বর্জন ভাল দেখায় না, বিএনপিকে মনে রাখতে হবে তারা এদেশে বড় দলগুলোর মধ্যে একটা বড় দল শুধু একক বড় দল নয়।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪

শিখণ্ডী বলেছেন: এটা আপসহীন চরিত্রের ডিজাটালাইজেশন ;)

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১

শাহিন-৯৯ বলেছেন: এখানে আপসহীন চরিত্র প্রসংঙ্গ না,
বিএনপি নেত্রীকে ৮০ দশকের অান্দোলনের জন্য আপসহীন বলা হত।
বিএনপির বর্তমান রাজনীতির ভুল গেম খেলছে যা তাদের অদুর ভবিষ্যতে আরো সমস্যায় ফেলবে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





হিটলার বলছেনঃ বিএনপি আচরণ বোকার মত।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি সহমত, অন্তত আজকের বিএনপির এই বর্জন বোকার মত।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ছিল একজনের পার্টি, তিনি নিজের জন্য পার্টি করেছিলেন, সবই ছিল উনার অর্জন (আসলে তেমন কিছু ছিলো না); বাকীরা উনার নামে জিতেছেন, এখন চলছে বর্জন

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

শাহিন-৯৯ বলেছেন: জিয়ার বিএনপি এখন নেই, খালেদা জিয়া এই দলটাকে নতুন একটা মাত্রা দিয়েছিল জনগণ তা বেশ ভালভাবে নিয়েছিল, কিন্তু বর্তমান তিনি কিছুটা হলেও ভুল রাজনীতি করছেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৬

পলাশবাবা বলেছেন: আবারো চাঁদগাজী .।.। লোল

আচ্ছা জা পা কি সরকারে আ লী র শরিক না বিরোধী দল

...... ঈডা হল মিলেমিশে খাওয়া.।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

শাহিন-৯৯ বলেছেন: জাপা সরকারের গৃহপালিত বিরুধীদল তাতে সন্দেহ নেই, কিন্তু তাই বলে তাদের কোন শক্ত ঘাঁটি নেই ভাবলে ভুল ভাবা হবে।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কী বুঝতে পারছেন না এসব আইওয়াশ? বর্জনের রাজনীতি মনে হচ্ছে। কারণ, এখন সুনাম করলেই তাদের যেতে বলা হবে জাতীয় নির্বাচনে। একই নীতি তারা কি উপজেলা নির্বাচনে ঠিক রেখেছিল? এগুলো কমন সেন্স...

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

শাহিন-৯৯ বলেছেন: এগুলো কমন সেন্স...
রাজনীতি শুধু কমন সেন্স দিয়ে হয় না, কথার উল্টা-পাল্টা কিছু রদবদল করতে হয়, বিএনপি ঢাকা সিটির নির্বাচন বর্জন করলে মানুষ কিছুটা হলেও নিবে কারণ ঢাকায় বিএনপি ভাল ফল করার সুযোগ আছে, তাই বলে আপনি গোপালগঞ্জের নির্বাচন বর্জন করলে হবে কি?

বিএনপি কিন্তু ক্ষমতায় থাকতে কম-কিছু করে নাই আপনাকে সেটাও মনে রাখতে হবে।
আমাদের দেশে রাজনীতি এখনও এত বিউটি হয় নায় যে আওয়ালীগ নেতারা বিএনপি সর্মথকদের বাড়িতে গিয়ে বলবে যাও ধানের শীঁষে ভোট দিয়ে এসো।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:



ড: মঈন খান যদি বিএনপি হাতে নেয়, দল রাজনীতিতে প্রবেশ করবে, না হয় জেনারেল জিয়া কি কি করেছিলেন, সেগুলো বলে ভোট চাইতে হবে, রাজনীতি হবে না।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

শাহিন-৯৯ বলেছেন: আওয়ালীগ কি রাজনীতি আছে ?

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: কিছু মানূষ ক্ষমতা ভালোবাসেই বলে রাজনীতি করে। তারা দেশের মানূষের জন্য রাজনীতি করে না।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

শাহিন-৯৯ বলেছেন: সহমত।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: ড: মঈন খান যদি বিএনপি হাতে নেয়, দল রাজনীতিতে প্রবেশ করবে, না হয় জেনারেল জিয়া কি কি করেছিলেন, সেগুলো বলে ভোট চাইতে হবে, রাজনীতি হবে না। -- সহমত।

বিএনপি রাজনীতির মাঁরপ্যাঁচে গিট্টু খেয়ে গেছে। এখান থেকে বের হতে যে ধরণের মস্তিস্কের দরকার তা বিএনপিতে আদৌ আছে কি-না সন্দেহ হয়?

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

শাহিন-৯৯ বলেছেন: গিট্টু বিএনপি যতটা না নিজে লাগিয়েছে তারচেয়ে বেশি তাদেরকে গিট্টু লাগানোর ব্যাবস্থা করেগিয়েছিল তিন উদ্দিন।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপি রাজনীতি করে ক্ষমতায় আসতে পারবে না।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

শাহিন-৯৯ বলেছেন: আপনার ধারণায় অনেক ভুল আছে, স্বৈরাচার পরবর্তী নির্বাচনে বিএনপি রাজনীতি করেই ক্ষমতায় এসেছিল যখন সবাই ধরে নিয়েছিল শেখ হাসিনার সিংহাসন প্রস্তুত।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

কালীদাস বলেছেন: ব্যাপার না। কোন পার্টিই পরাজয় মানতে শিখে নাই এই দেশে। লীগ যখন বিরোধী দলে ছিল, তখন হেরাও কৈত ভোট পলিটিক্স নিয়া। পুরান পেপারে ঘাটলে এখনও চোখে পড়ে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শাহিন-৯৯ বলেছেন: এই সংস্কৃতি থেকে কি আমাদের মুক্তি নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.