নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
(আমার প্রস্তাবিত "স্যামু প্রাইজ" এর নমুনা)
"নোবেল প্রাইজ" এক লোভনীয় পুরস্কার। সারা পৃথিবী জুড়ে এহার বিশাল নাম-ডাক, যিনি এই লোভনীয় পুরস্কার পেয়েছে তিনিও পৃথিবীতে বেশ সম্মানীত। পৃথিবী জুড়ে ভাল কাজে অবদান রাখা মানুষগুলোর আসল স্বীকৃতি, এখন মনে হয় এই পুরস্কারের মধ্যে লুকিয়ে।
আমাদের এই ব্লগ কমিনিউটিতে অনেক চমৎকার কিছু ব্লগার আছে তারা প্রতিনিয়িত ব্লগে তাদের মহামূল্যবান লেখা প্রকাশ করে এই ব্লগ কমিনিউটিকে বেশ মর্যাদার আসনের নিয়ে যাচ্ছে। কিন্তু বছর শেষে তাদের অবদানের তেমন স্বীকৃত মিলছে না। কিছু কমেন্ট পাচ্ছে উপহার হিসাবে।
ব্লগ কর্তৃপক্ষ চাইলে তাদের মহামূল্যবান কাজের স্বীকৃত হিসাবে "স্যামু প্রাইজ" চালু করতে পারে। বছর শেষে হালকা একটা উপহার। খুব বেশি মনে হয় খরচ পড়বে না।
কয়েকটা ক্যাটাগরিতে এই পুরস্কার করা যেতে পারে--
১) স্যামুর সেরা রাজনীতি কলামিস্ট-২০১৭
২) স্যামুর সেরা গল্পকার-২০১৭
৩) স্যামুর সেরা ছড়াকার-২০১৭
৪) স্যামুর সেরা কবি-২০১৭
৫) স্যামুর সেরা রম্যলেখক-২০১৭
এরকম আরও বেশ কিছু যোগ করা যেতে পারে,
প্রতি বছর ব্লগ দিবসে একটা অনুষ্টান করে পুরস্কার বিতরণের ব্যাবস্থা করলে কেমন হয়?
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
শাহিন-৯৯ বলেছেন: এখন কতৃপক্ষ যদি নিজেরা এরকম একটা জরিপ করে, নির্বাচিতদের জন্য একটা উপহার দেয় তাহলে কিন্তু বেশ ভাল হয়। একান্ত কোন উপহার না দিতে পারলেও, চাইলে একটা পোস্টদের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা যায়। কতৃপক্ষের কাছে সকল ব্লগারের মেইল আই ডি আছে তারা নির্বাচিতদের একটা অভিনন্দন মেইল দিয়ে সম্মানিত করতে পারে।
আপনার জরিপ আমি অনেকবার দেখেছি।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
শামচুল হক বলেছেন: সামুর রম্য লেখক কে কে --
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
শাহিন-৯৯ বলেছেন: অনেকে, তবে কে সেরা সেটা ব্লগারদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
শামচুল হক বলেছেন: সামুর রম্য লেখক গিয়াস উদ্দিন লিটন ও আবু হেনা ভাই।
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
শাহিন-৯৯ বলেছেন: এই তো আপনার ভোট হয়ে গেল।
আমার ভোট হতো এরকম, হেনা ভাই সেরা গল্পকার ক্যাটাগরিতে।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
শায়মা বলেছেন: সেই জরীপ অনুযায়ী আপডেট পোস্ট আসবে বর্ষশেষে। সামু কর্তৃপক্ষ কিছু দিক না দিক আমরা পাঠকেরা চাইলে অনেক কিছুই দিতে পারি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শাহিন-৯৯ বলেছেন: অবশ্যই আমরা পাঠকেরা অনেক কিছু করতে পারি, তবে কতৃপক্ষ দিলে সেই কাজের স্বীকৃতি স্মৃতির ভান্ডারকে সমৃদ্ধ করবে আরো বেশি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
শাহিন-৯৯ বলেছেন: আশা রাখি, জানুয়ারীর প্রথম সপ্তাহে আপনার জরিপের ফল আমরা দেখতে পারব।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
আমি তনুর ভাই বলেছেন: সেরা আইডিয়া লেখক।
সেরা ভিন্নমত লেখক।
সেরা প্রেক্ষাপট লেখক।
সেরা ডেমোক্রেসি লেখক।
সেরা প্রতিবাদকারী লেখক।
সেরা সমাজ বিশ্লেষণ লেখক।
সেরা নারী লেখক।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
শাহিন-৯৯ বলেছেন: অবশ্যই এগুলো থাকতে হবে।
যদি কর্তৃপক্ষ এরকম কিছু করে তাহলে ব্লগাররা তাদের লেখার মানের প্রতি খুবই যত্নশীল হবে বলে আমি মনে করি।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
শায়মা বলেছেন: এই সেরা সেরি নিয়ে কিন্তু মহা ঝগড়া ফ্যাসাদ লেগে যেতে পারে। অতীত অভিজ্ঞতার বলেই বলছি!
তার থেকে আমার স্বেচ্ছাচারী নিজস্ব জরীপই ভালো।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
শাহিন-৯৯ বলেছেন: ভাল কাজে বাঁধা আসা স্বাভাবিক।
তবে, কুরুক্ষেত্র হলে বোধ হয় এরকম কিছু একদম দরকার নেই।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
বেনামি মানুষ বলেছেন: সেরা বাজে লেখক রাখবেন?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
শাহিন-৯৯ বলেছেন: কর্তৃপক্ষ চাইলে রাখতে পারে।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
ভালো আইডিয়া ও প্রস্তাব; স্বীকৃতি সব সময় উৎসাহের সৃষ্টি করে থাকে; সামুর পক্ষে সম্ভব হলে কয়েকজন ভলনটিয়ার বিচারক নিয়ে ছোট একটি কমিটি করে, প্রতিমাসে বিচারকদের ফিডব্যাক নিয়ে, বারো মাসের পর্যবেক্ষণ থেকে বিভিন্ন শাখায় অবদান অনুসারে স্বীকৃতি দিলে ব্লগারেরা উৎসাহিত হবেন।
শায়মাকে ধন্যবাদ, রাজনৈতিক পোষ্টের বেলায় আমার নাম উচ্চারণ করার জন্য; আসলে, আমি রাজনীতির 'রা'ও ঠিক মতো বুঝি না, আমি চলমান ঘটনাসমুহ নিয়ে নিজের সামান্য অবজারবেশন ও লাজিক তুলে ধরে, ব্লগারদের ফিডব্যাক নেয়ার চেষ্টা করি মাত্র। আমার অনেক পোষ্টই অন্যদের লেখাকে কেন্দ্র করে লেখা। এখানে অনেকেই অনেক কিছু সুন্দর করে গুচিয়ে লেখেন, তাঁদের লেখাগুলো সবাই হয়তো পড়েন না, আমার চোখে পড়লে, আমি পড়ি, সেগুলো নিয়েই আমি সংক্ষিপ্ত পোষ্ট দিয়ে থাকি।
শিশুশিক্ষা, বাংগালী উৎসব পালন নিয়ে শায়মা ও অনেকে লিখেন, বৈজ্ঞানিক রহস্যসমুহ নিয়ে ড: এম আলী, কলাবগান ও অনেক ব্লগার লিখেন, জাতীর ইম্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে একজন ব্লগার ( নিকটা মনে পড়ছে না) খুবই ভালো লিখেন, সাথে আরো অনেকেই আছেন; সাহিত্য ও আরো অনেক বিষয়ে অনেকে অনেক উৎসাহ নিয়ে লিখে আমাদের জানার পরিধি বাড়াচ্ছেন; সবাইকে স্বীকৃতি দিলে ব্লগিং বিশালভাবে জনপ্রিয় হবে।
আসলে সব ব্লগারকেই প্রত্যেকের স্বকীয়তার জন্য স্বীকৃতি দিলে ভালো হয়।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
শাহিন-৯৯ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আমার আমার আন্তুরিক ধন্যবাদ।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
টাইপো (আমার মন্তব্যে), "অবজারবেশন ও লাজিক তুলে ধরে", বাক্যাংশে, লজিকের যায়গায় "লাজিক" লেখা হয়েছে ভুলে।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: সেরা মুক্তিকামী আইডিয়া লেখক থাকতে পারে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
শাহিন-৯৯ বলেছেন: অবশ্যই থাকতে পারে।
মন্তব্যের জন্য আমার আমার আন্তরিক ধন্যবাদ
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: ভালো প্রস্তাব।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
হাবীব কাইউম বলেছেন: সাপোর্টাইলাম
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
শাহিন-৯৯ বলেছেন: গ্রহন করিলাম।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
অর্ধ চন্দ্র বলেছেন: এক্কেবারে মনে কথন
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০
শাহিন-৯৯ বলেছেন: অর্ধ চন্দ্র ভাই আপনার জন্য এই প্রতিউত্তর নয়,
---- দেখছো আমি মানুষের মনের কথন বলতে পারি!!
শুধু শুধু তুমি আমাকে বলো আমি তোমার মনের কথন পড়তে পারি না।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
মলাসইলমুইনা বলেছেন: খারাপ না আইডিয়াটা | পাঠকদের মতামতে র্ভিত্তিত্বেই এই নির্বাচনগুলো করা যায় | বড় পুরস্কার হতে হবে সেটা নয় কিন্তু ব্লগে আলাদা করে পোস্ট করেও কর্তৃপক্ষ সেটা করতে পারেন| সেরা ফিচারের (অথবা এ জাতীয় কিছু) উপর একটা এওয়ার্ড হাতে পারে| সেরা মন্তব্যকারীর একটা ক্যাটাগরি থাকতে পারে |
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি একমত। বড় পুরস্কার হতে হবে তেমন নয়, একটা স্বীকৃতি হলে ব্লগাররা আরও বিচিত্ত মানের লেখা আনবে বলে আমি মনে করি।
কর্তৃপক্ষ এখান থেকে সেচ্ছায় যারা করতে ইচ্ছুক তাদের সাহায্য নিতে পারে।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামু'র নিজস্ব ব্যানারে এটা করা যেতে পারে...
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
শাহিন-৯৯ বলেছেন: সেটাই করতে পারলে সবচেয়ে ভাল হয়। ব্যাক্তি উদ্যোগে করলে তাঁর ভ্যালু খুব একটা থাকে না।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আলুচনা চলতে থাকুক........
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
শাহিন-৯৯ বলেছেন: আলু সস্তা বলে তাঁর উপর দায়িত্ব দিয়ে দিলেন!!!!!!
এটা ভীষণ অন্যায়, এমনিতেই ব্যাচারী আলুর মালিক তাকে রোজ ধুলাই দিচ্ছে দাম কমে গেছে বলে তার উপর আবার----
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫
সোহানী বলেছেন: এইতো সমস্যা... ভালো প্রস্তাব কিন্তু কাকে ছেড়ে কার কথা বলবো?? প্রক্ষপাতিত্ব আসলে তখন আবার ভোট বাতিল চলবে না...........হাহাহাহাহা
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
শাহিন-৯৯ বলেছেন: যে সবচেয়ে সেরা তার কথা বলবেন।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০
আখেনাটেন বলেছেন: কবি ম্যাকবেল পাটোয়ারী বলেছেন, ''পুরষ্কারে লেখার মান বাড়ে না রে পাগলা! বরং পুরষ্কার পাইলে অাত্ম-অহংকার লেখকের লিখিয়ে স্বত্তাকে মেরে কেটে সাফা সাফা করে দিতে পারে।''
অামি কবির কথায় কিঞ্চিত দ্বিধান্বিত।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
শাহিন-৯৯ বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পরবর্তী লেখার মান কমে গেছে বলে আমার মনে হয় না বরং পরিণত হয়েছে।
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪
আলভী রহমান শোভন বলেছেন: সামুর সেরা মুভি রিভিউ লেখক ২০১৭
সামুর সেরা ভ্রমণ বিষয়ক লেখক ২০১৭
সামুর সেরা ছবি ব্লগার ২০১৭
সামুর সেরা খাবার বিষয়ক লেখক ২০১৭
এইগুলা নিয়া ক্যান ভাবলো না?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
শাহিন-৯৯ বলেছেন: এগুলোও থাকতে অসুবিধা নেই। শুধু কর্তৃপক্ষ করলে হল।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
আমি মুরগি বলেছেন: আচ্ছা সামুর মালিক কে? তার নাম কি কেউ জানেন? উনি কি ব্লগ লেখেন না?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
শাহিন-৯৯ বলেছেন: জনা নামে একজন আছেন, উনি খুব কম লিখেন।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৮
প্রামানিক বলেছেন: সেরার সেরা নির্বাচন করতে গিয়ে ক্যাচাল লাগলে আমি নাই। তবে উদ্যোগটা ভালো।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
শাহিন-৯৯ বলেছেন: ক্যাচালে আমিও নাই।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো একটা প্রস্তাব।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
শাহিন-৯৯ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা অলরাউন্ডার ব্লগার শায়মাপু বললে দেমাগে তার মাটিতে আর পা পরবে না, নইলে ঠিকি বলতাম।
এমনিতেই তার পেখনায় জীবন ত্রাহি ত্রাহি..........................
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
শাহিন-৯৯ বলেছেন: নো কমেন্টস।
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০০
শায়মা বলেছেন: ২৩. ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪ ০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা অলরাউন্ডার ব্লগার শায়মাপু বললে দেমাগে তার মাটিতে আর পা পরবে না, নইলে ঠিকি বলতাম।
এমনিতেই তার পেখনায় জীবন ত্রাহি ত্রাহি..............
ঐ ভাইয়া ........আমি বিচারক হতে চাই!!!!!!!!!!!!!!! কম্পিটিশনে আমি আর নাই!!!!!!!!!!
কারণ জানিই আমি নাম্বার ওয়ান
এতেই আমার ভরিয়াছে পরান
মালটি বালটি টালটি দিয়েও
বারেবারেই আমি করেছি প্রমান!!!!!
তাই উপদেশ বলি হে বৎস
করিওনা অযথা সময় নষ্ট।
যস্বিন দেশে যদাচার
লেখা ছাড়িয়া অযথা সময় করিওনা পার
অন্যের পিছে লাগালাগি করে
নিজের জীবনে অশান্তি ভরে
লাভ নাহি হবে লাভ নাহি হবে
এই ভাবে এই ধরায় কবে!
কে হই্য়াছে হেথা চির স্মরণীয়
গুরু কথা তাই মননে রাখিও !!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
শাহিন-৯৯ বলেছেন: যাক, সেচ্ছায় একজন বিচারক পাওয়া গেল।
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা কবি এবং আবৃতিকার নিঃসন্দেহে শাহনাজ সুলতানা অধরা
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
শাহিন-৯৯ বলেছেন: শাহনাজ সুলতানা অধরা অলরেডি এক ভোট পেয়ে গেছে।
২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৬
রাবেয়া রাহীম বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা কবি এবং আবৃতিকার নিঃসন্দেহে শাহনাজ সুলতানা অধরা
হা হা হা হা হা হিহিহিহিহিহিই
নাম যথাপযুক্ত বলিয়াছেন
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
শাহিন-৯৯ বলেছেন: শাহনাজ সুলতানা অধরা অলরেডি দুই ভোট পেয়ে গেছে
২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩
নতুন নকিব বলেছেন:
প্রস্তাবনা উত্তম। বিবেচনা করা যেতে পারে। সেরা মন্তব্য একটা ক্যাটাগরি রাখা যেতে পারে।
ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
শাহিন-৯৯ বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬
জুন বলেছেন: আর পুরানো পুরানোদের নোবেল প্রাইজ দিবেন্না শাহিন-৯৯
অবশ্য ক্যাটাগরিতেই ইবনে বতুতা নাই
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
শাহিন-৯৯ বলেছেন: আমার দায়িত্ব দিলে, দুই-তিনদিন ভেবে দেখতাম।
২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
শামচুল হক বলেছেন: ১) স্যামুর সেরা রাজনীতি কলামিস্ট-২০১৭
২) স্যামুর সেরা গল্পকার-২০১৭
৩) স্যামুর সেরা ছড়াকার-২০১৭
৪) স্যামুর সেরা কবি-২০১৭
৫) স্যামুর সেরা রম্যলেখক-২০১৭
এখানে আরো কিছু বিষয় যোগ করা দরকার। যেমন--
৬) স্যামুর সেরা ফটো গ্রাফার
৭) স্যামুর সেরা ভ্রমণ লেখক
এই দুটি গ্রুপ যোগ না করলে সেরা থেকে এরা বাদ পড়ে যাবে। কারণ ঐ পাঁচ ক্যাটাগরীর কোনটার মধ্যেই এরা পরবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শাহিন-৯৯ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
কালীদাস বলেছেন: শায়মা আপা আর আখেনাটেনের কবি ম্যাকবেল পাটোয়ারির সাথে একমত। পাঁচ বছর আগে লেখার মান বাড়ানোর অজুহাতে সেরা পোস্টের সংকলন আর সেই সংকলনের রিপোস্ট করা একটা ফ্যাশন হয়ে গিয়েছিল ব্লগে; সেটার পরিণতি খুবই বাজে ছিল। সিম্পল লজিক: অন্য একজন নোবেল পাওয়ার মত লিখলেও সেটা আরেকজনের মান বাড়াবে কিভাবে? প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র। সর্বোচ্চ যেটা হতে পারে বাংলা অনলাইনের এই জমানায় কিছু অনলাইন চোর বাড়াতে পারবে।
সত্যিই যদি ব্লগে লেখার মান বাড়াতে চান, বেনামি মানুষের কমেন্টটা ফলো করতে পারেন। সবচেয়ে উদ্ভট লেখা, সবচেয়ে আজব কমেন্টার, মাত্রাতিরিক্ত কবিতা লেখক (ন্যাচারাল কবিদেরও একটা লিমিট আছে, সাদা জায়গা দেখলেই কবিতা লিখে ফেলে এই টাইপের লোকজনের কথা বলছি), ধর্মীয় লেখার নামে পীরের তরিকা লেখক; এদের মনোনীত করে পুরষ্কার দিলে ব্লগের সাধারণ পাঠকদের মনোভাব আরও ভাল আসবে এবং লেখার মান কোন লেভেলে থাকা উচিত পাবলিক আইডিয়া পাবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
শাহিন-৯৯ বলেছেন: রি-পোস্ট করলে তাকে সাময়িক সাসপেন্ড করতে হবে তাহলে আর রি-পোস্ট থাকবে না। ঝামেলা কমবে। ভাল লেখার স্বীকৃত মিললে সবাই তখন কিছুটা হলেও লেখার সময় মনযোগ দিবে, আবোল-তাবোল কবিতা লিখবে না।
৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেরা ব্যান খাওয়া বা মোষ্ট জেনারেল ক্যাটাগরিতে একটা প্রাইজ রাখা যেতে পারে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
শাহিন-৯৯ বলেছেন: হা হা হা--
ভালই বলেছেন।
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
তারেক ফাহিম বলেছেন: সেরা অলসাদের জন্য কিছু থাকবে??
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
শাহিন-৯৯ বলেছেন:
৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সেরা মাল্টি ট্যালেন্ট শায়মা। আর সবজান্তা শমসের আলী ক্যাটাগরিতে তার রবোট । কবি ক্যাটাগরিতে দশটি আর লেখক ক্যাটাগরিতে ৫টি পুরষ্কার থাকা উচিৎ। পুরুষ মহিলা দুই ভাগে সেরা নির্বাচন করা যেতে পারে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
শাহিন-৯৯ বলেছেন: এখানেও সংরক্ষিত আসন!!!!
৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
অপ্সরা বলেছেন: হা হা হা মহিলা ৫ আসনেই আমার ৫ মাল্টি থাকিলে আমার কিন্তু কোনোই দোষ নাই বলিলাম!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শাহিন-৯৯ বলেছেন: ছেলেদের নামে আরও ৫ টি নিক খুলেন, তাহলে ১০ টায় আসনই আপনার দখলে।
৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
জুন বলেছেন:
আমার নাই মাল্টি
ঘরে নাই চালটি
রাজনীতিবিদদের মত মারি না
যখন তখন পল্টি
আমার কি কোন আসন পাওয়ার আশা আছে অপ্সরা বুবু
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শাহিন-৯৯ বলেছেন: এরশাদ যেহেতু পায় আপনিও পাবেন তয় বিচারক কিন্তু রংপুরের হতে হবে।
৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
একটি বালুকণা বলেছেন: প্রস্তাবনাটি দারুণ।
উদীয়মান লেখক-ক্যাটাগরি রাখা যেতে পারে।
তবে পুরস্কার দেওয়া হোক বা না হোক,সামুর ফ্রন্ট পেজে লিংক যোগ করে রাখা যেতে পারে।
চাইলে কেউ উদ্যোগী হয়ে একটি বইও প্রকাশ করতে পারেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
শাহিন-৯৯ বলেছেন: আপনার চমৎকার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর প্রস্তাব, সমর্থন করছি। অনেকেই অনেক ভাল ভাল কথা বলেছেন, তাদের কথাও আমলে নেয়া যেতে পারে।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
শাহিন-৯৯ বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এক অভাগা বাংলাদেশী নোবেল প্রাইজ পাওয়ার কারণে নিজ দেশে তার গড়া প্রতিষ্টানের কর্তৃত্ব সহ আমছালা সবই খুয়ে বসেছেন ! আপনি আবার নোবেলের আদলে আরেকটি পুরস্কার দিয়ে সামুর কিছু ব্লগারকে শুলে চড়ানোর ব্যবস্থা করছেন নাতো ?
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:১২
শাহিন-৯৯ বলেছেন: আপনি দেখি আমার মনের খবর পড়ে ফেলেছেন।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: আমার জরীপে উঠে এসেছিলো-
১) স্যামুর সেরা রাজনীতি কলামিস্ট-২০১৭ - চাঁদগাজী ভাইয়া
২) স্যামুর সেরা গল্পকার-২০১৭ - কঙ্কাবতী, ফাহমিদা বারী, শিখা রাহমান
৩) স্যামুর সেরা ছড়াকার-২০১৭ - কি করি আজ ভেবে না পাই, প্রামানিক
৪) স্যামুর সেরা কবি-২০১৭ ( ভুলে গেছি দেখে এসে নাম দিচ্ছি)
৫) স্যামুর সেরা রম্যলেখক-২০১৭ ( এইটা মনে হয় ছিল না)