নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক কি আমরা ঠিকঠাক ব্যাবহার করছি?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭







ফেসবুক বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি প্রযুক্তি। মোটামুটি বুদ্ধিমান প্রায় সকলের একখানা ফেসবুক আই,ডি আছে।
কিন্তু আমরা কি এই জিনিসটা সঠিকভাবে ব্যাবহার করছি?

আমার দেখা ও করা তিনটি ঘঠনা বলি,---
১) আমি অনেক আগে একটা ফ্যাক আই,ডি খুলেছিলাম, হঠাৎ সেই আই,ডি টা খুলে আমার এক সহকারীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম সাথে ম্যাসেজ করলাম, সে সাথে সাথে রিসিভ করল এবং উত্তর দিল। আমি তার কাছে মোট পাঁচটা প্রশ্ন করলাম সে পাঁচটারই মিথ্যা উত্তর দিল, আমি আমার পরিচয় ম্যাসেজ করে জানালাম তখন সে অফ লাইনে চলে গেল, পরেরদিন অফিসে এসে বলল ভাইয়া সরি।
(আমার ফ্যাক আই,ডি নিয়ে বিস্তারিত আছে আমার এই লেখায়,
ব্লগ কেন ফেসবুকের মত জনপ্রিয় নয়?

২) আমি যে বাসায় ভাড়া থাকি, সেই বাড়িয়ালার অর্নাস পড়ুয়া মেয়ে একদিন আমার রুমে এসে বলল ভাইয়া আপনার কম্পিউটার দিয়ে আমার একটা ফেসবুক আই,ডি খুলেদেন। আমি বললাম মোবাইল দিয়ে খুলো সে বলল আমি ভাল বুঝি না, আপনি খুলে দেন (আসলে মেয়েটা এসব নিয়ে তেমন মাথা ঘামাত না সারাক্ষন পড়া নিয়ে ব্যাস্ত থাকত) আমি তার নাম দিয়ে একটা একাউন্ট খুলে দিলাম, সাথে তাঁর সুন্দর একটা ছবি প্রোফাইল পিকচার দিলাম। পরের দিন সন্ধ্যায় এসে বলল ভাইয়া আমার আই,ডি টা অফ করে দেন, আমি বললাম কেন? সে তার মোবাইলে দিয়ে দেখাল এই পর্যন্ত ২৯৬ টা ফ্রেন্ড রিকুয়েস্ট এসেছে সবাই ছেলে এবং অপরিচিত।

৩) আজ সকালে আমার এক হালকা পরিচিত বন্ধু দেখি খুব মনোযোগ দিয়ে অনেকক্ষন ধরে চ্যাট করছে, আমি তাকে বললাম এতক্ষন ধরে লাইনে কে? সে মুচকি হাসে, পরে বলল কাল রাতে একটা মেয়ের নাম দিয়ে ফ্যাক আই,ডি খুলেছে এই পর্যন্ত দশজন প্রেমের অফার দিয়েছে।

ফেসবুকে এখন এক মিথ্যার স্বর্গরাজ্য তৈরি হচ্ছে, রসালো ভুয়া খবর এখানে মহামারি রুপে দেখা দিয়েছে, টাটকা খবরের নামে নোংরা ভিডিও লিংক দিয়ে দিচ্ছে।

আমাদের বর্তমান সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রযুক্তি ব্যাবহার অনেকটা এরকম।

ফেসবুকে একদম ভাল কিছু হচ্ছে না, তা নয়, অনেকে সামাজিক আনন্দোলন গড়ে তুলছেন, টুরিস্ট সহায়ক গাইড লাইন তৈরি করছে। অনেকে প্রযুক্তির নানান দিক নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম।

জানিনা কারোর পক্ষে এগুলো বন্ধ করা সম্ভব কিনা, তবে এগুলো দ্রুত বন্ধ না হলে যুব সমাজ অচিরেই নষ্টের শেষ সীমায় পেীঁছায়ে যাবে।


মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন না, একটা কথা বলি-
ফেসবুকের মায়রে বাপ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

শাহিন-৯৯ বলেছেন: গালিই দিলেন!!!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: ফেইসবুক এ এখন জোয়ার চলছে। জোয়ার এর পরে ভাটা আসে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন: এই ভাটা যেন ভালদের মাঝে না পড়ে।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

জনদরদী বলেছেন: আমার ঘটনা আপনার ঠিক বিপরীত । আমি ফেসবুকে একটা সমীক্ষা চালিয়েছিলাম । তাতে আমার আইডিতে যুক্ত মেয়েদের শতকরা ৭৫% প্রকৃতপক্ষে মেয়ে ছিল । আমি অনেককে ছাইয়া ভেবেছিলাম পরে মোবাইল করে নিশ্চিত হয়েছিলাম তারা মেয়ে ।

তবে সুন্দর প্রোফাইল পিক দেওয়া ৯৫% ছাইয়া হয় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন: আপনার জরিপ সারাদেশের চিত্র হলে খুবই ভাল হত।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের প্রায় সবাই(আমি ব্যতিত ) ফেসবুক ব্যবহার করছেন; বাংগালীরা চালাচ্ছেন বাংলাদেশী মনন নিয়ে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন: সহমত।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





ট্রাম্প বলছেনঃ টুইট করতে ভালোবাসি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

শাহিন-৯৯ বলেছেন: আপনার টুইটতো বিশ্বখ্যাত, মাঝে মাধ্যে হাসির খোরাক পায় আম-পাবলিক।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

আধাপাগল বলেছেন: আমার ফেস ভালো না। তাই ফেসবুকে আমার কোনো চান্স নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন: কিছু বলব না।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

অাব্দুল মান্নান বলেছেন: সত্যি বলেছেন...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো থাকবেই। তবে নিজেকে সৎ হতে হবে। সেই নৈতিকতা থাকতে হলে বিবেক থাকতে হবে...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন: সহমত।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ওমেরা বলেছেন: ফেসবুকে ভাল কিছু হচ্ছে না তা নয় তবে ভালর পরিমান খুবই কম । ঠিক বলেছেন তবে যারা ভাল খুজে তারা ঠিকই পেয়ে যায় । আমার পরিচিত কিছু মেয়ে আছে যারা পরিবার থেকে ইসলামকে তেমন জানতে পারেনি কিন্ত এই ফেসবুক থেকে তারা ইসলামকে জেনে নিজেরা পালন করছে এমন কি পরিবার ও সমাজে দাওয়ার কাজ করছে ।তবে বেশীর ভাগই খারাপ হচ্ছে ।

ধন্যবাদ ভাইয়া ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহিন-৯৯ বলেছেন:
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯

আবু তালেব শেখ বলেছেন: ফেসবুক মিথ্যার সর্গরাজ্য আমরাই তৈরি করেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহিন-৯৯ বলেছেন: ১০০% সঠিক।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১

নাহিদ০৯ বলেছেন: আমি তো তাহলে মোটামুটি বুদ্ধিমান;দের দলেও পড়ছি না মনে হয়!!

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শাহিন-৯৯ বলেছেন: যাক, তাহলেতো আপনি অনেক বেঁচে গেছেন।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৮

নতুন বলেছেন: ফেসবুক থেকে বিলিওন ডলার আয় করছে জুকারবাগ`আর দল....

আমরা আমাদের সময় ফেসবুকে দেই আর তারা আমাদের বিজ্ঞাপন দেখায়....

বাংলাদেশের ব্যবহারকারী বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি...

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

শাহিন-৯৯ বলেছেন: সহমত।
অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল

আপনার সাথে অমত হচ্ছি না, তবে পুরোপুরিভাবে মিথ্যার স্বর্গরাজ্য বলতে পারছিনা, কারণ, ফেসবুকে অনেক ভালো মানুষ ও সঠিক আইডিও আছে। কোনশ্রেণির লোক মেয়েদের প্রোফাইলে চ্যাট করে বেড়ায় তা মনোযোগ দিয়ে ভাবলেই পেয়ে যাবেন। তবে বেশিরভাগ নিজস্বতা থাকার কারণে স্ট্যাটাস গুলো ভিন্নতর হতে পারে।

অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

শাহিন-৯৯ বলেছেন:
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ
আপনাকেও অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

রক বেনন বলেছেন: দিনে নিজেকে কমপক্ষে ২-৩ ঘণ্টা দিতে পারি কেবলমাত্র ফেসবুকে একাউন্ট না থাকার কারণে!! :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহিন-৯৯ বলেছেন: একদম সত্য বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.