নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
সরকার কর্তৃক আগামীকালের প্রস্তুতি বলে দিচ্ছে খালেদা জিয়ার রায়ে সাজা মোটামুটি নিশ্চিত। তবুও বাংলা অভিধানের "যদি" শব্দটা অন্য কিছু ভাবতে বাধ্য করে।
ধরুন, খালেদা জিয়া রায়ে খালাস পেলেন, তাহলে সরকার প্রথমে কি করবে?
ভেবে পাচ্ছেন না? ভেবে না পেলে, তারেক রহমানের এক মামলার কথা একটু মনে করেন যে মামলায় তারেক রহমান খালাস পেয়েছিল, আর সম্ভবত রায়ের পরের দিন বিচারকের বিরুদ্ধে দূর্নীতি তদন্তের ঘোষনা, বিচারী বিচারক পালিয়ে মালয়েশিয়া।
আর একটু ভাবতে পারেন, সিনহার সাহেবের কথা, বিচারী কি না করেনি লীগের জন্য, শুধু নিজেদের অস্তিত্বে রক্ষার জন্য একটা রায় দিয়েছিল যা বিএনপির পক্ষে নয়, জিয়ার একটা সিধান্ত বহাল ছিল, তাতেই তিনি এক ধাক্কাই প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে প্রবাসী হয়ে গেছেন।
আগামীকাল যদি খালেদা জিয়া খালাস পান, তাহলে কি এই বিচারকের বিরুদ্ধে দূর্নীতি তদন্ত শুরু হবে? তিনি কি পালিয়ে যাবেন অন্যদের মতো?
আওয়ামলীগের জন্ম দেওয়া "ডিজিটাল গনতন্ত্রে" সবকিছুই সম্ভব। জানিনা আগামী কয়েক দিন এ জাতি কি নিয়ে আলোচনা করবে---
খালেদা জিয়ার সাজা নাকি বিচারপতি পালিয়ে সিঙ্গাপুর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
শাহিন-৯৯ বলেছেন: আপনি চিন্তা কইরেন না, এই বিচারপতি সম্ভবত পালাবে না, তিনি লিখিত পত্র পাঠ করবেন আগামীকাল।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
তারেক রহমানকে যে খালাস দিয়েছিল, তাকে তারেকের খাম্বা ফ্যাক্টরীর খাম্বা বসানোর দায়িত্ব দেয়ার দরকার ছিলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
শাহিন-৯৯ বলেছেন: আপনার চোখ দুটো বিচারকের চোখের স্থলে লাগিয়ে দিলে মনে হয় খুবই ভাল হত।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " আপনি চিন্তা কইরেন না, এই বিচারপতি সম্ভবত পালাবে না, তিনি লিখিত পত্র পাঠ করবেন আগামীকাল। "
-যেহেতু "জিয়া এতিমখানা" নেই, এবং ২২ বছরের বেশী সময় বয়ে গেছে, উনার উচিত ছিলো জাতিকে বলা, "বিচারে যাই হোক, আমি জিয়া এতিমখানা গড়বো"।
উনি অনেক কিছু বলেছেন; কিন্তু "জিয়া এতিমখানা গড়বেন ", এ বাক্যটি উচ্চারণ করেননি আজো; উনার ভাবনাশক্তি চিচকে চোর থেকেও কম। চিচকে চোরও ধরা পড়লে, চোরাই মাল ফেরত দিয়ে দিবে প্রথমেই বলে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১
শাহিন-৯৯ বলেছেন: আপনি কি মামলায় দেওয়া বিএনপির সব তথ্য দেখেছেন? না দেখে থাকলে কিছুটা দেখতে, আজ সারাদিন ইনডিপিডেন্ট চ্যানেলে একটি প্রতিবেদন করছে সেইটা আগে দেখেন তারপর মন্তব্য করবেন খালেদা কি বলেছ কি বলে নাই।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: সারা ঢাকা শহরে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
শাহিন-৯৯ বলেছেন: আমার দুই বস শ্যামলী থাকে, তারা বাসায় ফিরতে পারছে না, পুলিশ বাঁধা দিয়ে অফিসে ফেরত পাঠিয়েছে, কিছুতেই পুলিশ কথা শুনছে না।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া জাতির সামনে ভাষণে কিন্তু "জিয়া এতিমখানা" আছে কিনা বলেননি; না থাকলে, কেন নেই, সেটার ব্যখ্যা দেননি, বা গড়ার কথা বলেননি; উনার ভাবনাশক্তি খুবই সীমিত; উনি সবচেয়ে অসৎ বাংগালী
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
শাহিন-৯৯ বলেছেন: আপনার তালিকায় উনি ১ং অসৎ বাঙ্গালী কিন্তু অন্যদের তালিকায় অন্য কেউ ১নং থাকতে পারে। এটা দৃষ্ঠিভঙ্গির ব্যাপার। এতিমখানা সংবাদ সম্মেলনের বললে আদালত অবমাননা হত কারণ বিষয়টি আলদতে বিচারধীন।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই বিচারককে সারা জীবন বাঁচায়া রাখার ব্যবস্থা করতে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি সহমত। জানিনা খালেদা জিয়া অপরাধী কিনা, যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাঁর সাজা হওয়া উচিত। আর ভবিষ্যতে এই নিয়ম বহাল থাকা উচিত ভিআইপি হলেই মামলা বন্ধ নয়।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
আবু তালেব শেখ বলেছেন: কৌতুহলী মন নিয়ে দেখার অপেক্ষায় আছি। তবে যদি হবে না
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
শাহিন-৯৯ বলেছেন: আমাদের সাধারণ নাগরিকদের গতি এটুকুই।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাশক্তিতে সমস্যা আছে, "জাটির সামনে এতিমখানা নিয়ে বললে, আলালত অবমাননা হবে", আপনি বলছেন।
উনি যে, বলছেন উনি "ন্যায় বিচার পাবেন না", "সরকার রায় লিখে দিয়েছে"; এগুলোতে আদালত অবমাননা হচ্ছে না? কি বলেন, নিজে বুঝার চেষ্টা করবেন প্রথমে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
শাহিন-৯৯ বলেছেন: আপনি অল্পতে রেগে যান এই এক সমস্যা।
এতিমখানা নিয়ে বলতে হলে ডিটেলইস বলতে হত, যা উনার আইনজীবিরা আদলতে বলেছেন, এগুলো বাহিরে বলা ঠিক নয়।
উনি যে, বলছেন উনি "ন্যায় বিচার পাবেন না", "সরকার রায় লিখে দিয়েছে"; এগুলোতে আদালত অবমাননা হচ্ছে না?
রাজনীতি বক্তব্য বুঝেন?
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
শিখণ্ডী বলেছেন: এই বিচারের আদৌ দরকার ছিল না। বেগম জিয়া, তারেক, কোকোরা তো এতিমই এবং বিএনপিও পুরাই এতিম! কাজেই বললেই হয় এতিমের টাকা এতিমই খেয়েছে দুষটা কুতায়?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫
খাঁজা বাবা বলেছেন: সহমত
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
জনতা ন্যায় বিচার পেয়েছে, অনেকে সেটা হয়তো অনুভব করার অবস্হানে নেই!
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কিছু মানুষ কখনোই মামলার রায়ে সন্তুষ্ট হননা। প্রমাণ:
খালেদা আপা জেলে, পালিয়ে আছে তার ছেলে;
জামাত-শিবিরের ইসলাম কায়েম
যাবে এবার জলে।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: নিজের সম্পর্কে কিছু বলি।
সব কিছুর পর তালগাছটা আমার
এটাই আমাদের রাজনীতি।......
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার শাস্তি না হলে, বিচারককে পালিয়ে যেতে দেয়া ভুল হবে; বিচারককে ২ কোটি ১১ লাখ টাকার একখানা "জিয়া এতিমখানা" গড়ে দিতে হবে।