নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি এখনো শেখ হাসিনার আঁকা পথে হাঁটছে, তাদের ভিন্ন চিন্তা করতে হবে, নইলে খেসারত এবার বড় মাপের দিতে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২



ধরুন, খালেদা জিয়া বয়সের কারণে দল দেখতে পারছে না, তারেক রহমান দেশে আসার সুযোগ নেই, এখন কি তাহলে বিএনপি বিলুপ্ত হবে?
নিশ্চই না। তাহলে বিএনপি কেন শুধু বেগম জিয়ার মুক্তি নিয়ে পড়ে আছে, তাদের কি আর কাজ নেই?

বেগম জিয়াকে সরকার জেলে পাঠিয়েছে আবার সরকার না চাওয়া পর্যন্ত তিনি জেলে থাকবেন, বিএনপির মাথামোটা নেতাদের এটা বুঝতে হবে। সারাদিন বেগম জিয়ার মুক্তির কর্মসূচী দিয়ে আদতে কোন লাভ হচ্ছে না বরং শেখ হাসিনার রেসিপি কাজ দিচ্ছে।

নির্বাচন খুব বেশি দেরি নাই অথচ বিএনপির এখনো মাঠ গুছানোর কোন লক্ষন দেখা যাচ্ছে না, তারা সারাদিন ঢাকায় বসে বসে বেগম জিয়ার মুক্তি নিয়ে পড়ে আসে। বিএনপিকে মনে রাখতে হবে শুধু ভোটার থাকলে হবে না, ভোটারদের ভোট পুল করার পর্যন্ত যে দায়িত্ব তা নেতাদের নিতে হয় কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের বর্তমান যে সাংগঠনিক শক্তি তা পারবে বলে মনে হচ্ছে না। এখনই তারা সেদিকে নজর না নিলে শেখ হাসিনা অবাধ নির্বাচন দিলেও তূর্ণমূল পর্যায়ে বিএনপি ধরা খাবে। শেখ হাসিনা সম্ভবত এরকম কিছু চাচ্ছে যে, বিএনপি সারাদিন বেগম জিয়া নিয়ে পড়ে থাকুক আর মাঠ আগছালো থাকুক, নির্বাচন কাছে চলে আসলে বেগম জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচন মোটামুটি গ্রগণযোগ্য করে ফেলবে তাতে বিএনপি আবারো ফ্লপ করবে।

বেগম জিয়া ছাড়া কি বিএনপি জেলা পর্যায়ে একটা জনসভা করতে পারে না? নাকি বেগম জিয়া ছাড়া জনসভায় লোক হবে না?

বিএনপিকে বেগম জিয়ার মুক্তির দাবির পাশাপাশি অবশ্যই নির্বাচন মাথায় রেখে এখনি প্লান তৈরি করতে হবে নইলে শেখ হাসিনার বুদ্ধির জয় নিশ্চিত, কেউ যদি কু-বুদ্ধি বলে তবে সেটাই জয়ী হবে।

ব্যারিষ্টার মওদুদ সাহেব বলেছেন বেগম জিয়া মুক্তি পেলেই নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি!!! বাহ বাহ কি চমৎকার কথা!!! শেখ হাসিনার হাতে ক্ষমতা মনে হয় বিএনপি আবারো তুলে দিবে বিনা-প্রতিযোগিতায়।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


ফিরে আসাতে অভিনন্দন; জেনারেল জিয়ার জন্য কান্নাকাটি করার জন্য ফিল্ড মার্শাল খুঁজে পাওয়া যাচ্ছিল না

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

শাহিন-৯৯ বলেছেন: বিনা-প্রতিযোগিতা কোন স্থানে ভাল দেখায় না। ক্ষুদ্র হলেও প্রতিযোগিতা থাকা ভাল, তাহলে জয়ীর মান কিছুটা হলেও থাকে আর কি!
আপনার প্রতি আমার সহস্র শুভ কামনা রহিল।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

আবু তালেব শেখ বলেছেন: বেগম জিয়া ছাড়া কি বিএনপি জেলা পর্যায়ে একটা জনসভা করতে পারে না?

জনসভা করার জন্য তো প্রশাসনের অনুমতি লাগবে সেই সুবিধা পাচ্ছে কই? আপনি অনুমতির ব্যবস্হা করে দেন তাহলে কাল থেকেই শুরু করবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

শাহিন-৯৯ বলেছেন: ভাই আবু তালেব শেখ, বিএনপি যদি সামন্য জেলা শহরে সভার অনুমতি নিতে না পারে তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

আবু তালেব শেখ বলেছেন: বাংগালী যতদিন দুই নারীর উপর নির্ভর থাকবে ততদিন দেশে শান্তি আসবে না। পরিবারতন্ত্র আরেকটা বড় সমস্যা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

শাহিন-৯৯ বলেছেন: বর্তমান নেতারা ইচ্ছা করলেই বেরিয়ে আসার সূচনা হতে পারে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

সাইন বোর্ড বলেছেন: ভাবনাটা মন্দ নয়, তবে বিএনপি যেখানেই জনসভা করতে যাবে সেখানেই তাদের কাউকে না কাউকে গ্রেফতার করা হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহিন-৯৯ বলেছেন: এমনিতেই প্রতিদিন প্রতি জেলায় ১০-২০ জন গ্রেপ্তার হচ্ছে, সভা করে গ্রেপ্তার হলে সমস্যা কি?

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সবচেয়ে বুদ্ধিমান/বুদ্ধিমতী বলতে একজনই ছিলেন, তিনি বেগম জিয়া

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহিন-৯৯ বলেছেন: তাই নাকি!!!! আপনি বলছেন????

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে সুস্থ রাজনীতি করতে হলে আওয়ামী লীগ বিরোধীতা করা যাবে না। বিএনপি না, পুরো জাতিই এখন অসহায়...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শাহিন-৯৯ বলেছেন: এই অসহায় থেকে মুক্তির কি কোন রাস্তা নাই?

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১০

সৈয়দ ইসলাম বলেছেন:
বেগম জিয়ার প্রতি এক বস্তা সমবেদনা :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

শাহিন-৯৯ বলেছেন: তাঁর ভুল রাজনীতির খেসারত তিনি ভাল মত দিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.