নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

কথিত বিরোধীদল জাতীয় পার্টির সম্মান বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী নিয়োগকৃত বিরোধীদলের নেত্রী রওশন এরশাদের বিনয় আবেদন।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০


ছবি-প্রথম আলো।

গনতন্ত্রের নতুন কোন রুপ কোন জাতির কোন কালে কোন সময় যদি প্রয়োজন হয়, তাহলে তারা আমাদের বর্তমান গনতন্ত্র গ্রহণ করতে পারে। আমাদের উপর চাঁপিয়ে দেওয়া এই সুলভ গনতন্ত্র, কোন দেশের একরোখা নেতা গ্রহণ করলে, তিনি কিছু সুলভ সুবিধা অনাসয়ে পেয়ে যাবেন। এই যেমন--

মন চাইলে বিরোধীদলের নেতা কে হবেন তা ঠিক করে দিতে পারবে।
আবার নিদিষ্ট করে দিতে পারবে কোন বিষয় সরকারে সমালোচন করতে হবে আর কোন বিষয় করা যাবে না।
সবচেয়ে বড় কথা, ইচ্ছা করলে তাদেরকে কান ধরে ওঠ-বসও করানো যাবে।

যে জন্য আজকের লেখা, আমাদের গৃহপালিত বিরোধীদলের এখন নাকি লজ্জা বেড়ে গেছে তারা মুখ দেখাতে পারছেন না, বলতে পারছে না কাউকে তারা বিরোধীদল নাকি সরকারী দলের লোক।
প্রশ্ন হচ্ছে গত ৪ বছর ধরে তাদের এই লজ্জা কি ডিপ ফ্রিজে রাখা ছিল?
দেশেতো বিদ্যুৎ ঘাটতি নাই তাহলে তাদের লজ্জা ফ্রিজ থেকে কেন বের করা দরকার?

এতদিন পরে যদিও লজ্জা হল তাহলে তা রক্ষা করতে কেন আবার প্রধানমন্ত্রীর কাছে বিনয় আবেদন। নিজেরদের নেতাদের যদি নিজেরা কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের রাজনীতি করা কতটুকু সমূচিত।
বিরোধীদলীয় নেত্রী, সত্যি যদি লজ্জা আপনাদের থাকে তাহলে রাজনীতি ছেড়ে দিন, আর রাজনীতি করতে চাইলে ভাঁড়ামো ছেড়ে দিন।

রওশন এরশাদের আকুল আবেদনে প্রধানমন্ত্রী কিভাবে সাড়া দিবেন জানিনা তবে তার এক লাইন বক্তব্য তাঁর গনতন্ত্রের বিশ্বাসকে আর একবার প্রশ্ন উঠালো। তিনি রওশন এরশাদের প্রশংসা করে বলেছেন-
গণতন্ত্র চর্চা কীভাবে সুষ্ঠু করা যেতে পারে, তার নজির সংসদে প্রতিষ্ঠিত হয়েছে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এগুলো করেছেন বিএনপি'কে দুরে রাখতে; এগুলো না করে, মানুষের টাকায় মানুষের জন্য কাজ করলে আরো অনেক ভালো ফল পেতেন; সেটা উনার মাথায় আসে না; অবশ্য কারণ আছে, ন্যাড়া বেল তলে যেতে চাহে না, উনি উনার বাবার ব্যাপারটা ভুলেননি এখনো, মনে হয়।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

শাহিন-৯৯ বলেছেন: উনি শেখ সাহেবের মেয়ে, সংসদ নিয়ে ভাঁড়ামী কি মানায়?

২| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

শাহিন-৯৯ বলেছেন: :( :( :( :(

৩| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

অর্ক বলেছেন: যদি কিছু মনে না করেন, লেখা ও শিরোনামে বেশ কবার বানানটি ভুল এসেছে, হবে "বিরোধীদল"।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশ, গণতন্ত্র, রাজনীতি... সাধারণ মানুষ এসব বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। জরিপ করলে দেখা যাবে, ৮০% মানুষ জানেইনা বর্তমান বিরোধীদলে কে বা কারা আছে।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:১৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার কথাই হয়তো ঠিক, কিন্তু ভাঁড়ামীভাবে দেশ চলতে থাকলে আমাদের সামনের দিনগুলো কি ভাল হবে?

৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আরো ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের জাতিগত সচেতনতা প্রয়োজন। সাধারণ মানুষদেরও মাথায় ঢুকিয়ে দিতে হবে দেশ, রাজনীতি, উন্নয়নে তাদেরও অবদান আছে। বিকল্প কোনো রাস্তা নেই।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩০

শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের সবাইকে অন্তত কে ভাল কে মন্দ এতটুকু ধারণা থাকতে হবে, না হলে লুটেরা আজীবন আমাদের লুট করে যাবে।

৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৫০

সোহানী বলেছেন: :P :D :((

নো কমেন্টস, সুপার লাইক...............

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৫২

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও সুপার পাওয়ার ধন্যবাদ ও অভিনন্দন।

৭| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কালীদাস বলেছেন: একটা পলিটিকাল পার্টিও যে অফিশিয়াল ভাড় হতে পারে একটা দেশের প্রেক্ষাপটে, এদের না দেখলে জানা যেত না। গত ইলেকশনের সময় দিনের তিন টাইমে তিনরকম মত দিয়ে আশি বছরের যবক পুরা পার্টির সবাইকে কনফিউজড করেছিল।

এই শিশির সাহেবের পলিটিকাল কার্টুনগুলো জোস লাগে আমার। ভদ্রলোক যথেষ্ট আন্ডাররেটেড।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন: আমার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: গণতন্ত্রের একটা অন্তর্নিহিত অসুবিধা এই যে গণতন্ত্রে সাধারণতঃ ভাল লোক নির্বাচিত হয় না। বহু প্রেশার গ্রুপ কাজ করে। যে প্রেশার গ্রুপের প্রেশার সর্বোচ্চ থাকে, তাদের প্রতিনিধিই নির্বাচিত হয়। ভাল মানুষেরা সব সময় প্রেশার গ্রুপ মেইনটেইন করতে পারেনা।
জরিপ করলে দেখা যাবে, ৮০% মানুষ জানেইনা বর্তমান বিরোধীদলে কে বা কারা আছে (৪নং মন্তব্য) - আমারও তাই মনে হয়।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৩

শাহিন-৯৯ বলেছেন: আমাদের দেশে বর্তমান সময় মেধাবী ও সৎ লোকেরা রাজনীতি দেখলেই নাক সিটকায়। আবার অশিক্ষিত দলটি নেতার অন্ধ ভক্ত। নেতা ভুল করছে নাকি ঠিক করছে তা যাচাই না করেই তার পক্ষে গান গাইছে। আর এই জন্য দিনে দিনে আমরা উপরে না উঠে নিচের দিকে ধাবমান।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

করেছ কলসি কানা ! তাই বলে কি প্রেম দেবনা!!!

বছরের সেরা জোকস উপহার দেয়ায় গৃহপালিত কথিত বিরোধীদলনেত্রী রওশনকে অভিনন্দন ;)
হায় সরকার! হায় গণতন্ত্র! হায় মিডিয়া! হায় আমজনতা!

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩০

শাহিন-৯৯ বলেছেন: চায়ের দোকানে রওশান এরশাদকে বলা হয়- কার্টুন কিন্ত উনি প্রমাণ করতে ব্যাস্ত যে উনি শুধু কার্টুন নন, একজন মস্ত বড় লেডী ভাঁড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.