নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকবেন ম্যাডাম আপনারা।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬



জীবন বহমান, কখন, কোথায়, কিভাবে জীবন কাটবে তা মানুষ বলতে পারে না, চলমান জীবনে দেখা হয় অনেক অচেনা মানুষের সাথে, ধীরে ধীরে তারা আপন হয়ে উঠে আবার চলে যায় হৃদয়ে অজানা এক কষ্ট দিয়ে। আমি যে অফিসটায় কাজ করি সেখানে যশোহর, কুমিল্লা, রংপুর, চাঁদপুর, মাগুরা, শেরপুর সহ আরো অনেক জেলার মানুষ কাজ করে। ৫০ জনের এই অফিসটায় সবাই সবার খুব আপন, মাঝে মাঝে মনে হয় পাঁচ বছর আগেও যাদের চিনতাম না অথচ আজ তারাই আমার অনেক সুখ-দুঃখের সাথী।

জীবনে সবাই উপরের সিঁড়ির দিকে ধাপমান, তাই সুযোগ পেলেই সবাই সেই সিঁড়ির দিকে চলে যায়, আজ তেমনি এক ম্যাডাম চলে গেলেন অন্যত্র। পাঁচ বছর আগেও তাকে চিনতাম না অথচ আজ চলে যাওয়ার সময় অজানা এক কষ্ট আমার মন ভারী করে দিল। হয়তো কখনও তাঁর সাথে আর দেখা হবে না। ভাবতেই খুব কষ্ট লাগে।

আমার চাকরীর বয়স প্রায় ১২ বছর হতে চলল, এ পর্যন্ত ৫ জন ম্যাডাম চলে গেছেন, কেউ ইংল্যান্ডে স্থায়ী হয়েছে, কেউ কানাডা। সবাই শুধু বাহিরে যেতে চায়। এ দেশ কেন মেধাবীদের জন্য কিছু করে না, বড্ড আফসোস, কষ্ট লাগে তাদের চলে যাওয়া দেখলে।

ম্যাডাম আপনারা যেখানে থাকেন, ভাল থাকবেন এই কামনা রহিল।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আরো মনে করলাম যে বিমান দুর্ঘটনার কথা বলবেন বুঝি।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য। বিমান দূর্ঘনাটি সত্যি খুব মর্মান্তিক হয়েছে, খুব খারাপ লাগছে শিক্ষার্থীদের জন্য।

২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল থাকবেন ম্যাডাম আপনারা। #:-S

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ হাসু মামা।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০৮

ওমেরা বলেছেন: সুযোগ পেলে সবারই চলে যাওয়া উচিত ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯

শাহিন-৯৯ বলেছেন: দেশটার জন্য কি কারোর কিছু করার নেই? দায় নেই?

৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:১৫

ওমেরা বলেছেন: করতে চাইলেও করতে পারছে বলেই চলে যাচ্ছে, চাচা আপন প্রান বাচাঁও বলে।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:২২

শাহিন-৯৯ বলেছেন: বলার কিছু নাই। মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম ম্যাডাম দেখলে চমকে উঠি

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:২৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার একটু খালেদা ম্যাডামের ফোবিয়া আছেতো, তাই মনে হয় এমন হয়।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


একটা জাতিকে চোর ও চাকরে পরিণত করেছেন ম্যাডাম জিয়া।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯

শাহিন-৯৯ বলেছেন: এখানেও জিয়াকে নিয়ে বলতেই হবে।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সাথে কাজ করলে একটা বন্ধন তৈরি হয়ে যায়। তবুও দেশের কর্মীদের সাথে দেখা ও কথা হওয়ার সুযোগ থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিদেশী সহকর্মীদের সাথে হয়তো আর কখনোই দেখা করা হয়ে উঠবে না...

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯

শাহিন-৯৯ বলেছেন: খুবই খারাপ লাগে বিষয়টা ভাবতে।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

আকিব হাসান জাভেদ বলেছেন: ম্যাডাম শব্দটা পরম মন কাতর । এরা কাছে থাকলে বট বৃক্ষ আর দূরে গেলে ছায়াহীন বৃক্ষ। ম্যাডামদের প্রতি অসীম শ্রদ্ধা নিরন্তর।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০

শাহিন-৯৯ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন ভাই আকিব হাসান জাভেদ।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: এই দেশ দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে তাই সবাই বাইরের দেশে চলে যেতে চাই।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:১১

শাহিন-৯৯ বলেছেন: তবুও দেশটা আমাদের, আমরা কিছু না করলে কেমনে হবে।

১০| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:১১

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭

মলাসইলমুইনা বলেছেন: এই চলে যাওয়াটা থামানো কঠিন দেশের অর্থ-সামাজিক, রাজনৈতিক কারণেই |

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪২

শাহিন-৯৯ বলেছেন: অমত করতে পারলাম না আপনার কথার সাথে তবুও দেশটা যে আমাদের, আমাদেরই কিছু করতে হবে। সীমিত পরিসরে হলেও আমরাই এ প্রজন্ম শুরু করতে পারি ভাল কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.