নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি-গুগল।
সবুজের এই দেশে শকুনের পালের বাড়ছে উপস্থিতি
দিনে দিনে শকুনের পাল হচ্ছে উর্দ্ধমূখী
সুযোগ পেলেই হায়েনার মত মারছে ছোবল এরা
লুন্ঠিত হচ্ছে; তিলে তিলে গড়া সবুজের দেশের-
সব স্বাধীনতা।
শকুনের পালের শাসনের জন্য দিয়েছিলাম যাদের হাতে ছড়ি
দেখি এখন, শকুনের পালের সম্মূখ সারিতে তাহারই আছে বসি
শকুনের চোয়ালে গজিয়াছে নতুন করিয়া দাঁত
এখনি তাহা না ভাঙ্গিলে, অচিরেই হারাবো সবুজের দেশের-
স্বাধীনতার সব স্বাদ।
বহুকাল হইল শুনিয়া না বজ্রকন্ঠ আওয়াজ
যে আওয়াজের প্রতিটি ধ্বনিতে মিশিয়া থাকিত; শোষণের বিরুদ্ধে মুক্তির স্লোগান
এখন দেখি- মঞ্চের উপর শকুনের পাল বেশি,
এখনি এদের রুখতে হবে; ভাঙ্গতে হবে শক্তি
নইলে অচিরেই মুছিয়া যাইবে সবুজের দেশের-
স্বাধীনতার সব সাধ।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩
শাহিন-৯৯ বলেছেন: সবাইতো দেখি কবিতা লিখে তাই ইচ্ছে হল, কিন্তু রাজনীতির বাহিরে গিয়ে প্রেম, ভালবাসা আমার দ্বারা মনে হয় খুব একটা হবে না।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতায় ভালোলাগা রইল ।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬
শাহিন-৯৯ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৩
সৈয়দ তাজুল বলেছেন:
এদের রুখাটা এখন খুবই প্রয়োজন। বিচার বিভাগের কঠোর পদক্ষেপই পারে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে, যদি সুশিক্ষা তাদের সঙ্গ দেয়।
কবিতা ভাল হয়েছে।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৪
নিকোলাস- রাহাদ বলেছেন: হা হা হা, ভাই হাসি পেলো
খুব কঠিন লিখা
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
রাগ, ক্ষোভ কি শেষে পদ্যের রূপ নিলো?
রাজনৈতিক বিশ্লষণের জন্য পদ্য মনে হয়, কঠিন মাধ্যম