নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী জনগনের শপথ না পড়িয়ে, যদি আপনার মন্ত্রী, নেতাদের একটু শপথ করাতেন তাহলে দেশ ও জাতির বহুত কল্যাণ হইত।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২


ছবি-প্রথম আলো।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিকালে যতগুলো জনসভা করেছেন সবগুলো জনসভায় উনি আগমনকারীদের শপথ করিয়ে নিচ্ছেন নেীকা মার্কায় ভোট দেওয়ার জন্য। শরমে হোক আর ভালবেসে হোক তারা হাত তুলছেন, শপথ নিচ্ছেন। (এখন কেউ যদি শপথ ভেঙ্গে অন্য দলকে ভোট দেয় তাহলে সে বড় গুনাগার হয়ে যাবে না?) উনি বক্তৃতায় বলছেন- নেীকা আপনাদের প্রতিক, নেীকা উন্নয়নের মার্কা তাহলে আবার নেীকায় ভোটের জন্য শপথ কেন? নাকি গ্রামের লোকজন উন্নয়ন বুঝেন না!!! (অবশ্যই কিছুদিন আগে উনি বলেছিলেন- গ্রামগঞ্জের মানুষের কাছে উন্নয়নের কথা জানাতে হবে)

এদেশে আওয়ামলীগের ৩০-৩৫% রির্জাভ ভোটার আছেন, আর আওয়ামলীগের ক্ষমতায় আসতে দরকার মাত্র ৫% ভোটার, তার মানে উনি উনার রির্জাভ ভোটার দিয়ে ৬-৭ বার ক্ষমতায় আসতে পারবেন তাহলে কেন অযথা এই শপথ টফথ। তারচেয়ে উনি যদি উনার মন্ত্রী আর নেতাদের একটু শপথ করাতেন তাহলে জাতির বড়ই উপকার হইত। একটু লুট-পাট কমত এই আর কি।

ইদানিং জনসভায় উনি খালেদা জিয়া আর তারেক রহমানের পাশাপাশি এরশাদকেও একহাত নিচ্ছেন, এরশাদ যদি খুবই খারাপ হবে তাহলে সে কেন এখনও প্রধানমন্ত্রীর উপদেষ্টো?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এরশাদকে অবসরে যেতে সামনের দিনগুলোতে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৯

শাহিন-৯৯ বলেছেন: শেখ হাসিনা রওশন ম্যাডামকে দিয়ে সব করাবেন, মাঝখানে এরশাদ একটা উটকু ঝামেলা মনে হচ্ছে শেখ হাসিনার কাছে, এরশাদ কখন কি বলে তার ইয়াত্তা নাই তাই শেখ হাসিনা এবার ঝুকি নিতে চাচ্ছে না গতবার উনার প্লান প্রায় শেষ হয়ে গিয়েছিল এরশাদ সাহেবের কারণে। আপনার কথাই মনে হয় ঠিক এরশাদ সাহেবকে কিছু একটা করতেই রির্হাসেল করা শুরু করেছেন, উনি জিতবেন কারণ উনি এই বিষয় পারদর্শী।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪

সৈয়দ তাজুল বলেছেন:
রাজনৈতিক অজ্ঞ একজন মহিলা এর চেয়ে বেশি কিই বা করবেন?

হ্যা, ওয়াদা ভঙ্গ হলে এ সকল ওয়াদা ভঙ্গকারীর কাফফারা উনার উপরই বর্তাবে। কাফফারা না দিলে রোজ হাশরে কিছু একটা তো পেতে হবে। এ বিষয়গুলো উনি বিশ্বাস করুন কিংবা নাই করুন।

হ্যা, সবচেয়ে কাজের কাজ হত যদি উনার নেতা ও আমলাদের প্রতি সাপ্তাহে একবার শপথ করাতেন, তহলে অন্তত অদের পরিবারগুলো ওদের দুর্নীতি থেকে রক্ষা পেত।

হ্যা, এরশাদ সাহেব উনার টিস্যু হিসেবেই আছেন।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
অনেক দেরীতে প্রতিউত্তর করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কতটা দেউলিয়া আর ডেসপারেট হলে একজন প্রধানমন্ত্রী এভাবে জেলায় জেলায় গিয়ে ওয়াদা করায় ভোট দেয়ার জন্য...

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
অনেক দেরীতে প্রতিউত্তর করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কথাগুলো।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
অনেক দেরীতে প্রতিউত্তর করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনার খবর কি?

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

শাহিন-৯৯ বলেছেন: আছি মোটামুটি, আপনার শরীর কি ভাল আছে?

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহিন ভাই, কি খবর???


নতুন পোস্ট দিন!!!:)

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

শাহিন-৯৯ বলেছেন: নতুন পোস্ট!! অনেক দিন পর নিকটা অপেন করলাম, একটু পড়ি আপনারা কি লিখেছেন।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ভাই। আজ কালের ভেতর একটা কিছু লিখুন।

রাজনৈতিক আলোচনার মত কাউকে পাচ্ছি না।:(

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

শাহিন-৯৯ বলেছেন: আমাদের প্রিয় চাঁদগাজী ভাই আছেনতো।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এক বিরিয়ানি কি প্রতিদিন খেতে ভাল লাগে?? উনি রাজনীতি ভাল বোঝেন! তবে তিনি আমার পছন্দের সমালোচক নন।:(



কাজের চাপ কম থাকলে লিখতে পারেন। আমার আবার কয়েক জনের সাথে মনোমালিন্য চলছে।:( তাই বিরতি দিয়েছি।:(

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

শাহিন-৯৯ বলেছেন: বিরিয়ানি যদি নান্নার হয় তবে মনে হয় চলে- কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.