নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

"লজ্জিত বিবেক"

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২



বিবেক নিবে? বিবেক।
হরেক রকম বিবেক আছে--- যদি চান-
নিতে পারেন একটি।
বিবেকহীনদের এই দেশে আসবে বহু কাজে।

কালো বিবেক নিলে তুমি-- ধনী হওয়া শিওর
নোংরা বিবেক নিলে তুমি-- ক্ষমতা পাওয়া শিওর
ধোঁকা বিবেক নিলে তুমি-- মিথ্যার রাজা শিওর।

----"লজ্জিত বিবেক?
এটাতো নাই ভাই। ফুরিয়ে গেছে বহু বছর আগে।
বিবেক বাজারে খুঁজেও তাঁরে-
পাইনা এখন দেখা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


কবিতা লেখার চেষ্টা করছেন, নাকি কবিতাটি আপনা থেকে মনের মাঝে এসেছে অনেক টা বাল্মীকীর মতো?

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০০

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
দারুন!!!

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: বিবেকের জাগরন ঘটুক । মানবিকতার জয় হোক....

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.