নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
এখন যদি আমি ব্লগে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে অকার্যকর দেশ কোনটি?
প্রায় ৯০% উত্তর হবে পাকিস্থান। এই উত্তর যে ভুল তা নয় কিন্তু তাদের এই অকার্যকর রাষ্ট্রের কিছু লোকের দেশপ্রেম আছে আজকের লেখা মূলত সেই উদাহরণ টেনে।
ভারত জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আয়তনে বিশ্বের ৭ম দেশ। অর্থনীতিতে খুব দ্রুত এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ভারত বিশাল বড় অর্থনীতির একটি দেশ, ফলসরুপ পেয়ে গেছে শক্তিশালী সামরিক বাহিনী তৈরীর ক্ষেত্র।
ভারত-পাকিস্থান রাজনৈতিক বৈরী অবস্থা সেই ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে এর পরেও পাকিস্থান নামক দেশটি ভারতে সামনে এখনো টিকে আছে শুধুমাত্র পারমানবিক বোমা তৈরী করতে পেরেছে বলে।
আজকের অকার্যকর পাকিস্থান এখনো টিকে আছে যে সক্ষমতায় তাঁর জনক হল ড. কাদির খান। নেদ্যারল্যান্ড থেকে অর্জন করা বিদ্যা তিনি দেশে এসে প্রয়োগ করেছে। প্রথমে পাকিস্থানের তৎকালীন প্রেসিডেন্ট রাজী না হলেও ড. কাদির খানের আশ্বাসে তিনি রাজী হন এবং সফলভাবে তাঁর দল কাজ শেষ করে।
এখানে সবচেয়ে উল্লেখ বিষয়টি হচ্ছে, পাকিস্থান সরকার কিন্তু ড. কাদির খানকে ডেকে বলে নাই এইটা করতে হবে বরং তিনি দেশকে ভালবেসে সরকারের কাছে প্রকল্প নিয়ে গেছেন।
আমাদের দেশের অনেক শিক্ষিতরা বিশ্বের বিভিন্ন দেশে নামকরা গবেষণায় জড়িত। বড় বড় বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে। আমার প্রশ্ন হচ্ছে-
আমাদের শিক্ষা ব্যাবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে এই সব শিক্ষকরা কি কখনও দেশকে ভালবেসে কোন প্রকল্প নিয়ে সরকারকে বলেছে এই ভাবে করলে সবকিছু সুন্দরভাবে চলবে?
কোন গবেষণার বিষয় নিয়ে কি কোন গবেষক ভাই সরকারকে বলেছে যে এই প্রকল্প দাঁড় করতে পারলে আমরা প্রযুক্তিতে অনেক এগিয়ে যাব?
রুপপুরে চালু হওয়া পারমানবিক চুল্লী তৈরীর কাজে জানিনা বাংলাদেশের কত জন পরমানু বিজ্ঞানী জড়িত থাকবেন, যদিও কেউ থাকে আসলে তাঁরা কি কোটায় নিয়োগ পাওয়া কেউ নাকি সত্যিকারের কোন পরমানু বিজ্ঞানী।
সবশেষ বলতে চাই কবির ভাষায়-
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
কথায় কথায় দেশপ্রেম না দেখিয়ে আমাদের উচিত কাজে-কর্মে দেশ-প্রেম দেখানো।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২০
শাহিন-৯৯ বলেছেন:
সহমত জানানো জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে 'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুনিগণ' সিরিয়াল করতে গিয়ে আমাকে প্রচুর প্রবাসী গুনির তথ্য ঘাটাঘাটি করতে হয়েছে। জদ্দুর জানি। প্রবাসী অনেক বিজ্ঞানী, চিন্তাবিদ সরকারের কাছে অনেক প্রকল্প হাজির করেছিলেন, অনেকে স্বউদ্যোগেও কাজ করতে চেয়েছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আর সরকারের অসহযোগিতায় তারা পিছু হটেছেন।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৮
শাহিন-৯৯ বলেছেন:
আপনার ঐ সিরিয়াল পড়ে আমার ভিতরে অনেক প্রশ্ন জন্ম দিয়েছিল, আমাদের এত গুনী মানুষ থাকতে কেন এত পিছিয়ে?
নাকি তাঁরা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে দেশের প্রতি কোন দায়বদ্ধতা নাই। আজ শিউর হলাম অনেকে হয়তো চেয়েছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আর সরকারের অসহযোগিতায় তা হয়নি।
গিয়াসউদ্দিন ভাই আমি শেখ হাসিনাকে যতটুকু ধারণা করি উনি আর যায়হোক দেশের কল্যাণে কাজে আসবে এরকম প্রকল্প উনি ফেরত দেওয়ার মত লোক নন। গনতন্ত্রে উনার এল্যাজি আছে যে জন্য উনাকে আমার অপছন্দ তবে সাহসী প্রকল্প নেওয়ার যথেষ্ট চেষ্টা আমি তার মাঝে দেখতে পাই।
কোন মিডিয়ায় এ রকম কোন নিউজ আমার চোখে পড়েনি। তবুও আমি আশাবাদী কোন ভাল প্রকল্প নিয়ে কেউ আবার এগিয়ে আসবেন এবং তা দেশে বাস্তবায়ন হবে আমরা যাত্রা শুরু করব নতুন পথে
আপনার মূল্যবান মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৯
আমিনভাই বলেছেন: বরতমান সরকার খুবই পচা। কোন ভাল দিক নেই। তাই এমন সম্ভাবনা কম।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫
শাহিন-৯৯ বলেছেন:
প্রতিটি মানুষের দুইটি দিক থাকে একটি ভাল অন্যটি খারাপ।
কেউ পরিপূর্ণ হয় না সব বিষয়ে তাই ঘাটতি থাকা স্বাভাবিক।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি না।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮
শাহিন-৯৯ বলেছেন:
আমি বলতে চাচ্ছি তা হল- ধরুন, আপনি নাচতে পারেন যে নাচ দেশের উপকার হবে কিন্তু সরকার আপনাকে বলছে না রাজীব তুমি এসে নাচ আবার হয়তো সরকার জানেই না আপনি নাচতে পারেন তাই দেশের প্রতি ভালবাসা নিয়ে সরকারকে আপনার বলতে হবে আমি ভাল নাচতে জানি যে নাচ দেশের উপকারে আসবে।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্! আপনাকে পেয়ে বিরোধীপক্ষ একটু শক্তিশালী হল..
লিখতে থাকুন....
পাকিস্তানের সমস্যা হল উগ্রতার সাপোর্ট দেয়া, জঙ্গীবাদের লালন করা, রাজনৈতিক অস্থিরতা। তবে ওদের বিচার বিভাগ আমাদের চেয়ে মনেহয় শক্তিশালী।
মোদি সরকারের সমস্যা হল উগ্র হিন্দুবাদীতা।
আমাদের সরকারের সমস্যা হলো, এদের মগজ কম।(চাঁদগাজীর ডায়লগ)
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯
শাহিন-৯৯ বলেছেন:
আমি আমার লেখায় বলেছি পাকিস্থান প্রায় অকার্যকর একটি দেশ তবুও তারা অনেক ক্ষেত্রে এগিয়ে যার জন্য এগনো ভারতের মত একটি শক্তিশালী রাষ্ট্রে সামনে অন্তত সামরিক ক্ষেত্রে সমানে সমানে লড়াই করছে।
আমাদের মেধা আছে, শুধু প্রয়োজন কাজে লাগানো।
তবে ওদের বিচার বিভাগ আমাদের চেয়ে মনেহয় শক্তিশালী।
ওদের বিচার বিভাগ অনেকটা সামরিক ঘেঁষা কিন্তু ওদের যুগান্তকারী কিছু রায় জাতির কাছে বিশ্বাসযোগ্য করেছে।
মোদি সরকারের সমস্যা হল উগ্র হিন্দুবাদীতা।
মোদি সরকারের সবচেয়ে বড় বেনিফিট এটাই উগ্র হিন্দুদের একবার উস্কে দিতে পারলে তাঁর ক্ষমতায় থেকে যাওয়া অসম্ভব নয়।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১
জাতির বোঝা বলেছেন:
বেশীর ভাগ গুণী মানুষই বিদেশে সেটেলড। তারা আর এই দেশে আসবেন না। দেশ তাদের মূল্যায়ন করতে পারেনি। পারবেও না।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
বেশীর ভাগ গুণী মানুষই বিদেশে সেটেলড। তারা আর এই দেশে আসবেন না। দেশ তাদের মূল্যায়ন করতে পারেনি। পারবেও না।
আমার দেখা অনেকে বিদেশ চলে গেছে কিন্তু এভাবে থাকলে তো হবে না দেশের মানুষের টাকায় পরিচালিত ভার্সিতে পড়ে দেশের মানুষের জন্য কিছু চিন্তা না করা এক ধরনের অপরাধ। দেশটাতো সবার, তাদেরও, মূল্যায়ন করার কি আছে।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫
এম আসিফ হাসান বলেছেন: [link|https://www.prothomalo.com/durporobash/article/1520616/বিশ্ববিদ্যালয়ে-শিক্ষক-নিয়োগের-যোগ্যতা|লিঙ্ক
ভাইয়ের লেখাটা পড়ে আসার জন্য অনুরধ রইল। যেখানে শিক্ষাঙ্গনেই মানের অভাব, বেশি কিছু আশা করা যায় না।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৪
শাহিন-৯৯ বলেছেন:
অবশ্যই সময় নিয়ে পড়ব এবং মতামত দেওয়ার চেষ্টা করব।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিন ভাই,
হক কথা কইছেন। পোস্টে প্লাস।
শুভকামনা জানবেন।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৫
শাহিন-৯৯ বলেছেন:
দাদা আপনাকেও আমার আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান ভাংগাতে ভারতের হাত থাকা কি আপনাকে কষ্ট দেয়?
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯
শাহিন-৯৯ বলেছেন:
এ কথা আমি কখন বললুম!!!!
১০| ২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
চীন এসব টেকনোলোজী পাকিস্তানকে দিয়েছে; ওদের দরকার ছিলো, ২/১ জন পাকিস্তানী পদার্থবিদ্যায় দক্ষ লোকের নাম।
২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০
শাহিন-৯৯ বলেছেন:
এগুলো ইসরাইলে আর ইন্ডিয়ানদের বানী।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বিশ্বে, সরকার কি করতে পারে, নাগরিকেরা কি করতে পারে, আপনার ২ পয়সার ধারণাও নেই!
২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৪
শাহিন-৯৯ বলেছেন:
বাকশালী রাষ্ট্রে এগুলো অসম্ভব হতে পারে কিন্তু গনতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব বলে আমি মনে করি, ঘাড়ে রেন্ডিয়া ভূত বসে থাকলে এগুলো মাথায় ঢুকবে না।
১২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২
টারজান০০০০৭ বলেছেন: ভালো পয়েন্ট ধরিয়াছেন ! সব বুদ্ধুজীবী, রাজনীতিজীবী, ছাম্বাদিক, ম্যাংগো পিপল , ঠগ শোয়ের বাকোয়াজ , কলা- মিষ্ট খাওয়া ধান্ধাবাজদের ধারণা সব দায়িত্ব সরকারের , যত দোষ সরকারের (সকল সময়ের ) ! নিজেদের কোন দায়িত্ব নাই ! এই শিফটিংয়ের মনোভাব আমাদের গেলো না ! নিজেদের ইয়ে চালুনির মতন ফুটো সেদিকে নজর না দিয়া সরকারের সুঁইয়ের ফুটোও নজর এড়ায় না ! সরকার তো বাহির হইতে আসে না। আমাদের মধ্য হইতেই হয়। নিজেরা সচেতন, দায়িত্ববান হইলে অনেক কিছুই সম্ভব।
আমাদের বুদ্ধুজীবী সম্প্রদায় মারাত্মক ইগো সমস্যায় ভোগে। বিদেশে গিয়া কামলাগিরি করিতেও আপত্তি নাই , দেশে আসিলে পানি ঢালিয়া খাইলেও প্রেস্টিজ চলিয়া যায় ! চামুচ দিয়ে খাইয়ে দেওয়া বুদ্ধুজীবী সম্প্রদায়ের ইগো না ভাঙা পর্যন্ত ইহাদের এনগেজ করা মুশকিলই। ইগো সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত একে-অন্যের ইয়ে মারিয়া বেড়ায় !!
তবে সরকার কিছু বাছাই করা লোক দিয়ে আমলাতন্ত্রকে এড়িয়ে কিছু প্রকল্পের সূচনা করিতে পারে।এই প্রকল্প পিএমের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হইলে ভালো। ইহাতে আমলাতন্ত্র প্যাচ লাগাইতে সাহস পাইবো না !
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিসেন্টলি একটা উদাহরণ দিচ্ছি। বিজ্ঞানী ড.মোবারক আহমেদ খান পাট থেকে পলিথিন তৈরির উপায় উদ্ভাবন করেছেন।
বাংলাদেশের এসিআই দৈনিক ২৫ টনের অর্ডার দিয়ে রেখেছে। জাপান দৈনিক চাচ্ছে ২৫ টন। ইউরোপ, স্ট্রেলিয়া, ইউকে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া মিলিয়ে অর্ডার দিয়ে রেখেছে দৈনিক ১০০ টনের। খেয়াল করুন দৈনিক মোট ১২৫ টন।
এই ব্যাপক চাহিদা মিটানোর জন্য বিজ্ঞানী ড.মোবারক আহমেদ খান সরকারের কাছে মাত্র ১৭০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। অথচ পাচ্ছেন না। ঘটনাটা কিন্তু আপনার আশার কেন্দ্রস্থল এই শেখ হাসিনা সরকারের আমলের।
সেদিন পত্রিকায় দেখলাম অর্থাভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে।
আপনার সদয় অবগতির জন্য লিংক সংযুক্ত করা হল।
http://www.banglatribune.com/business/news/322887/‘বন্ধ-হয়ে-যেতে-পারে-পাট-থেকে-পলিথিন-উৎপাদন
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ দ্বিতীয় বার এসে বিস্তারিত বলার জন্য।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সদয় অবগতির জন্য লিংক সংযুক্ত করা হল।
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
ধন্যবাদ,
লিংকটি আমি সজীব ওয়াজেদ জয়ের টুইটার একাউন্টে দিয়ে দিচ্ছি, দেখি কি প্রতিক্রিয়া আসে।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮
মাহমুদুর রহমান বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে এটা কেবল কল্পনায় সম্ভব।
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১
শাহিন-৯৯ বলেছেন:
না ভাই, আমি হতাশাবাদী না, আশাকরি খুব তাড়াতাড়ি কেউ দাঁড়াবে।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৪
রাকিব আর পি এম সি বলেছেন: সরকারী উদ্যোগের কথা না হয় বাদই দিলাম। বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যারা নিজেরা ছোট পরিসরে কোন ব্যবসা কিংবা প্রতিষ্ঠান চালু করে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন, বর্তমানে বিশাল ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে অনেক বেকার মানুষের কর্মসংস্থান হচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা সরকারী-বেসরকারী ব্যাংক কিংবা অর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তাও পাচ্ছেন। কিন্তু যারা সারাদিন দেশের সমালোচনা করে, সরকারের সমালোচনা করে, বিরোধী দলের সমালোচনা করে, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমালোচনা করে, আমার প্রশ্ন তারা নিজেরা কি করেছেন জীবনে?
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
ভালো থাকুন।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০০
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন শুভ কামনা।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
ইনাম আহমদ বলেছেন: পাকিস্তানের শিক্ষার হার যেখানে ৫৫% এর নীচে, সেখানে ওরা করবে নিজেদের বুদ্ধিতে পারমাণবিক বোমা।
ওই ব্যাটা কাদের খান না ফাদের খানের নাম যে দিলেন, ওর পদার্থবিদ্যায় কোনও বড়সড় অবদান দেখান তো। যত্তসব ভূয়া।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
কুল স্যার কুল।
উনি পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন না, একটু নেট ঘাটাঘাটি করুন পেয়ে যাবেন।
পাকিস্তানে নোবেল পাওয়া পদার্থ বিজ্ঞানীর জন্ম আছে। আমাদের কয়জন পদার্থে নোবেল পেয়েছে?
হিংসা না করে শিক্ষা নিয়ে এগিয়ে যান কামে দিব।
কিছু আবিস্কার করতে হলে সেই বিষয় তাঁর বিশাল অর্জন থাকতে হবে এই জ্ঞান কোথা হইতে আমদানি করেন?
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩২
ইনাম আহমদ বলেছেন: পদার্থবিজ্ঞান না জানিয়া তিনি পারমানবিক বোমা তৈরি করলেন! আপনি বাংলাদেশী বোঝা যাচ্ছে।
পাকিস্তান নিজেও স্বীকার করেনা তাদের কোনো পদার্থবিদ নোবেল পেয়েছে। ওই ভদ্রলোক কাদিয়ানী ছিলেন, তাদের মতে ইয়াহুদী খ্রিস্টানদের চামচা হওয়ায় তিনি নোবেল পদক পাইছিলেন। শেষ পর্যন্ত তিনি পাকিস্তান দেশ ছেড়েই চলে যান।
আর উইকিপিডিয়া একটা জায়গা, যে যার ইচ্ছামতো এডিট করতে পারে। অনলাইনে পাকিস্তানী অর্ধশিক্ষিতরা নিজেদের দাপট ধরে রাখতে ভালোই চেষ্টা করে।
আমেরিকার পা চাটা কুকুরদের আবার পারমাণবিক বোমা আবিষ্কারের ক্রেডিট দেয়ার! হুহ
২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৯
শাহিন-৯৯ বলেছেন:
জি ভাই আমার ভুল হইছে খেমা কইরেন, ওদের ১২০-১৩০ টি পারমাণবিক বোমা আপনার কারখানা থেকে ক্রয় করে নিয়েছে, খুশি? শুনেছি ইমরান খান অক্সফোর্ডে নাকি পড়েছিল ঐটা কি আপনার সনদ নিয়ে ভর্তি হইছিল?
আমি শুধু বাংলাদেশী না পুরো বাঙালি তাই জ্ঞান হাঁটুর নীচে থাকে।
একটি প্রশ্ন, রবীন্দ্রনাথের নোবেল ও কি দালালী করে নেওয়া? অনেক বলে ওনার সাথে ইংরেজদের বেশ গভীর সম্পর্ক ছিল, উনি ইংরেজদের স্বাগত জানিয়েছিলেন, এটা কিন্তু উইকিতে পড়িনি, পড়েছি উনার শেষ প্রবন্ধ "সভ্যতার সংকটে"
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: কথায় কথায় দেশপ্রেম না দেখিয়ে আমাদের উচিত কাজে-কর্মে দেশ-প্রেম দেখানো।
সহমত।