নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

যারা শুধুমাত্র রাজনৈতিক কারণে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেন তারা কখনো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী নয়।

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:১১



শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদেশের কারোর কাছে নায়ক, কারোর কাছে মহানায়ক আবার কারোর কাছে পুরাই খলনায়ক, তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন মনে হয় তাকে নিয়ে এতকিছু হত না। স্বাধীনতার ঘোষণা বিষয়ে তাঁর একটি আলাদা সম্মান অবশ্যই ইতিহাসে থাকত। মেজর জিয়াউর রহমান তিনি নিজেই স্বাধীনতার ঘোষণা দিক আর বঙ্গবন্ধুর পক্ষ হয়ে ঘোষণা দিক এটাতো সত্য একজন সামরিক কর্মকর্তার মুখে স্বাধীনতার ঘোষণা শুনে এ দেশের আম জনতার বুকের পাটা সহস্র গুন বড় হয়েছিল, তাঁরা বুঝে নিয়েছিল এখন থেকে তাঁরা একা নয় আছে সামরিক নায়কেরাও।

মুক্তিযুদ্ধের অবদানের জন্য মুজিব সরকারের কাছ থেকে পেলেন "বীরউত্তম" খেতাব। একজন জীবিত মুক্তিযোদ্ধার জন্য এর চেয়ে বড় সম্মান আর কি ছিল? তবে আজ কেন তাঁর সেই অবদানকে কটাক্ষ করা হচ্ছে? শুধু কি কটাক্ষ করে এরা থেমে আছে? এই মহানায়ককে তাঁরা এখন পাকিস্তানের জেনারেল হিসাবে তুলে ধরছে, ধিক্কার বিবেকহীন এইসব মানুষদের।

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ চিন্তা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করা যেতে পারে, তাঁর রাষ্টনীতি নিয়ে হাজারো প্রশ্ন উঠতে পারে কারণ গনতন্ত্রের সৌন্দর্য এটাই।

কিন্তু তাঁর মুক্তিযুদ্ধর অবদান নিয়ে যারা প্রশ্ন তুলে এরা কখনো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী না চেতনার ফেরিওয়ালা। '

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:২৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে!

পিকটা কমেন্ট বক্সে দিয়ে সাথে পিকটা কোথা থেকে তোলা হয়েছে তা জানালে কৃতজ্ঞ থাকবো।

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৪৫

শাহিন-৯৯ বলেছেন:




এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে নেওয়া, ছবিটির সত্য মিথ্যা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে , আমার লেখার বিষয়টি ছবি কেন্দ্রিক হলেও আমি বুঝাতে চাচ্ছি একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেয় করা বিবেকবোধসম্পূর্ণ কিনা।

২| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নতুন ইস্যু?? ছবির তথ্যসূত্র দেননি কেন? (পাঁচ মিনিট টাইপ করে প্রিন্ট করলে এমন প্রস্ন তৈরী করা যায় সেটা জানা নেই?)

অপশনে জেনারের আইয়ুবের নাম রাখা দরকার ছিল।

২৫ শে মে, ২০১৯ দুপুর ২:২১

শাহিন-৯৯ বলেছেন:



আমি সেটা ভাল করে জানি, কারণ আমি নিজে কম্পিউটার রিলেটেড কাজ করি অফিসে। এটা যেই করুক যেভাবে করুক উদ্দেশ্য কিন্তু জিয়াউর রহমানকে হেয় করা।

তথ্যসুত্র দেওয়া অবশ্যই উচিত ছিল, ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এক নং প্রতিউত্তরে সেটা জানিয়ে দিয়েছি।

৩| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


মেজর জিয়া বিখ্যাত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার; আজকে তিনি কেন জামাতের চোখে, মুসলিম লীগারদের চোখে, শান্তি কমিটির লোকদের কাছে বড় বীর? জামাত ও ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে, বাংলাদেশে গণহত্যা চালিয়েছে; মুসলিম লীগ ও শান্তি কমিটির লোকেরা বাংলাদেশ চাহেনি, ও পাকী বাহিনীকে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে।

মুক্তিযোদ্ধারা জেনারেল জিয়াকে হত্যা কেন করেছিলেন, আপনি কেন জেনারেল জিয়ার পক্ষে? আপনি মুক্তিযুদ্ধ করে থাকলে, আপনিও জেনারেল জিয়ার হত্যাকে সাপোর্ট করতেন।

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪২

শাহিন-৯৯ বলেছেন:



উনার দলের বা জোট সঙ্গী মুক্তিযোদ্ধারা সবাই ভুয়া?
মেজর হাফিজ, কর্নেল ওলী?
সরি, এদেশে মুক্তিযোদ্ধাতো একজন।

৪| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার স্ত্রী, বেগম জিয়া নিজেই পাকী বাহিনীর বিজয়ের পক্ষে ছিলেন। আপনার পরিবার যুদ্ধের সময় কোন পক্ষে ছিলো?

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪৫

শাহিন-৯৯ বলেছেন:



আপনি কি বেগম জিয়ার সেক্রেটারি ছিলেন?

৫| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: এক টুকরো ছেঁড়া কাগজ দিয়ে ছোট বড় করা যায় না। ফেসবুকের গার্বেজ এখন ব্লগে !

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৩৮

শাহিন-৯৯ বলেছেন:


নিজেকে বেশি পন্ডিত ভাবা বোকামি, আজকে যে বালিশ কান্ডের তদন্ত হচ্ছে তা কিন্তু ফেবুতে তুমুল ঝড় উঠার কারণে, যে সুমন সাহেব হাইকোর্টে রিট করেছেন তিনি কিন্তু ফেইসবুক চালাই, গার্বেজ। আপনি কি ছিড়েছেন পন্ডিত হয়ে, শব্দচয়ন আরো ভাল হবে আশাকরি, চাঁদগাজী হওয়ার চেষ্টা করবেন না, সবাই হতে পারে না।

৬| ২৫ শে মে, ২০১৯ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেতনাবাজদের কাছে জিয়া এক আতংকের নাম !!

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৫০

শাহিন-৯৯ বলেছেন:



আওয়ামী ও বিএনপির সমঝোতা নামে দশ দফা একটি লিস্ট দেখলাম, এটা নাকি ড. কামাল সাহেব প্রস্তাব করেছেন সেখান খুব সুন্দরভাবে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার ব্যাবস্থা হয়েছে। সব চেতনাবাজ দেখছি এক।

৭| ২৫ শে মে, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: জিয়াউর রহমানের অনেক ভালো কাজ থাক কিন্তু উনি রাজাকারদের সুবিধা করে দিয়েছেন। দেশে আনিয়েছেন। বড় বড় পদে বসিয়েছেন। এই অপরাধে তার সব ভালো কাজ মাঠেমারা গেছে।

৮| ২৬ শে মে, ২০১৯ রাত ১:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মুরিদ হন ভালো কথা। কিন্তু এত অন্ধ ভক্তি কেন?

মেজর জিয়া বা তার মুক্তিযুদ্ধ সমকালীন ভূমিকা নিয়ে তো সমস্যা নেই। সমস্যা হল জেনারেল জিয়া ও প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে। জিয়া রাষ্ট্রপতি থাকাকালী কত বড় বড় আকাম করেছে, সেটা তো আপনারা ধরতেই পারলেন না।

পুনশ্চঃ আপনারা হাসিনার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবেন আর জিয়ার ক্ষমতা দখলকে সমর্থন করবেন। হাইস্যকর ব্রো...

৯| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: এক দল এক দেশ এমন বিষয় আমি ঘৃণা করি। মুক্তিযুদ্ধাদের সম্মান করলে জিয়াউর রহমানকেও সম্মান করতে হবে। তার পরতো অনেকে রাষ্ট্রনায়ক হয়েছেন। তাদের কি সবাইকে ঘৃণা করতে হবে ।

১০| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:২৩

কানিজ রিনা বলেছেন: কমেন্ট দেখে মনে পড়ল জাতিরপিতা
শেখ মজিবর রহমানকে যখন সহীদ করা
হয়েছিল কোথায় ছিল মুক্তি যোদ্ধারা
যারা আজকে বড় বড় বুলি কপ্চায়।
মুক্তিযোদ্ধারা কি কার্ফিউজারী উপেক্ষা
করার কথা ছিলনা? কেন নির্মম
অবহেলায় জাতিরপিতাকে সমাহীত করা
হোল? কোথায় ছিল সেইসব মুক্তিযোদ্ধারা
যারা পাকিস্তানের কার্ফিউ উপেক্ষা করে
এদেশ স্বাধীন করেছিল তারা কেন
জাতীরপিতার সমাহীত করার সময় নিরব
দর্শক ছিল? আমি বলি যারা এদেশের
জন্য প্রান বিসর্জন দিয়েছিল তারাই ছিলেন
এদেশের সুর্যসন্তান আসল মুক্তযোদ্ধা।
আর এখন যেসব মুক্তিযোদ্ধারা বড়বড়
বুলি ছারে তারা সব স্বার্থবাদী।
একই ভাবে মহান দুই নায়ককে জিয়াউর
রহমান, শেখ মজিবর রহমান জীবন বলি
দিয়ে এদেশের স্বাধীনতার কলঙ্কের কালিমা
মাখানো ছিল আন্তরজাতীক সরযন্ত্র।

এইদুই নেতার মত নেতা এবাংলায় আর
জনম হবেনা। জাতিরপিতা শেখ মজিবর
রহমানের বিশাল আত্বায় যুদ্ধ অপরাধীরা
সাধারন ক্ষমা পেয়েছিল তারপরে কিছু
যুদ্ধ অপরাধীর লিষ্ট ছিল যাদের বিচারের
আওতায় আনা ছিল জরুরী কিন্তু শেখ
মুজিবর রকমান তা করে জাননাই।
তারপর জিয়াউর রহমান একই ভাবে
এদের বিচারের আপতায় আনেন নাই।
দুই নেতাই জানতেন না কাল সাঁপকে
দুধ কলা দিলেও ছোবলের ভয় থাকে।

এই মহান দুই নেতার দোষ ধরা কাঁদা
ছোরাছুরি থেকে বিরত থাকা শ্রেয়।
আপনারা কি ভেবে দেখেছেন? শেখহাসীনা
খালেদার অবর্তমানে এদেশের হাল ধরবে
কে? তাদের যোগ্যতাইবা কি। ধন্যবাদ।

১১| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ও দেশের হতবুদ্ধিজিবীর দল, তোমরা রাষ্ট্রনীতির কী বুঝ!


দেখুন, আমাদের এই সোনার দেশে একটা জিনিষ বিলাসবহুলভাবে চলিত, সেটা হচ্ছে দেশটা আমার পূর্বপুরুষদের, আর এই হতবুদ্ধি জনগণ হচ্ছে সেই পথে সমর্থন দানকারী এক বিরাট সৎ গোষ্ঠী! আপনার/আপনাদের উচিত এর বাহিরে গিয়ে চিন্তা করা। যদি এর বাহিরে যেতে না পারেন, তবে এটা আপনাদেরই দেশ বলতে পারেন। কিন্তু সবশেষে আমাদের সমর্থনকারী।


৮নং মন্তব্যের একটা উত্তর দিয়েন তো, বেচারা মনে হয় আপনার দলের না!

যাই হোক, আপনি যখন দেশটাকে দু'ই পরিবারের প্রধান সম্পদ ধরে নিতে পারবেন, তখনই আপনি একজন সত্যিকারের সফল রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করতে পারবেন। আশীর্বাদ থাকলো বাপু ♥







১২| ০৭ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: বাঙালি বোকা জাতি নয়, যদিও কিছুটা হুজুগে মাতা জাতি। সবাই সব কিছু বুঝে, কারা কী করে, কেন করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.